ভাব সম্প্রসারণ - শিক্ষাই জাতির মেরুদণ্ড বা শিক্ষাই জাতির উন্নতির পূর্বশত

ভাব সম্প্রসারণ - শিক্ষাই জাতির মেরুদণ্ড বা শিক্ষাই জাতির উন্নতির পূর্বশত, শিক্ষাই জাতির মেরুদণ্ড বা শিক্ষাই জাতির উন্নতির পূর্বশত বলতে কি বোঝায়,  শিক্ষাই জাতির মেরুদণ্ড বা শিক্ষাই জাতির উন্নতির পূর্বশত, শিক্ষাই জাতির মেরুদণ্ড বা শিক্ষাই জাতির উন্নতির পূর্বশত English Translate

    শিক্ষাই জাতির মেরুদণ্ড বা শিক্ষাই জাতির উন্নতির পূর্বশত

    শিক্ষা ছাড়া কোনাে দেশ বা জাতি উন্নতির শিখরে আরােহণ করতে পারে না । জাতির উন্নতি ও সফলতা নির্ভর । । শিক্ষার ওপর । শিক্ষা এমনই এক শক্তি যা মানুষের , অন্তরকে করে আলােকিত , বিবেককে করে জাগ্রত । | এমনকি জীবন বিকাশের পথে সকল বাধা দূর করে সুন্দর সমাজ ও দেশ গঠনের পথ তৈরি করে । শিক্ষাই । জাতিকে সামনে এগিয়ে চলার পথ তৈরি করে । 

    মেরুদণ্ডহীন মানুষ যেমন পঙ্গু , তেমনি শিক্ষাহীন জাতি পঙ্গ । মেরুদণ্ড যেমন মানুষকে সঠিকভাবে , সচলভাবে বেঁচে থাকতে সাহায্য করে , তেমনি শিক্ষাও জাতিকে মাথা উঁচু করে দাঁড়াতে সাহায্য করে । মেরুদণ্ডহীন মানুষকে অন্যের গলগ্রহ হয়ে বেঁচে থাকতে হয় । তেমনি শিক্ষাহীন জাতির জীবন অচল অসাড় । কোনাে জাতিকে শক্তিশালী করার পেছনে শিক্ষার ভূমিকা প্রবল । শিক্ষাহীন জাতি অনুন্নত ও পশ্চাৎপদ অবস্থায় পড়ে থাকে । 

    আমরা জানি শিক্ষাই জাতির সকল উন্নতির পূর্বশর্ত । জাতিকে জ্ঞান - বিজ্ঞানে , কর্মে বিকশিত করে তুলতে হলে সবার আগে দরকার শিক্ষা । কারণ যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত । শিক্ষার মাধ্যমে জাতি জ্ঞানের রাজ্যে বিচরণ করে দেশকে সমৃদ্ধ করার প্রচেষ্টা চালায় । শিক্ষার আলােয় মানুষের মনের কুসংস্কার , সংকীর্ণতা ও অজ্ঞানতা দূর হয় । আজকের বিশ্বে যেসব দেশ চরম উন্নতি লাভ করেছে তার মূলে আছে শিক্ষা । 

    আমেরিকা , জাপান , ফ্রান্স , জার্মানি , ইংল্যান্ড প্রভৃতি দেশ শিক্ষার দ্বারা নিরক্ষরতার অভিশাপ দূর করে উন্নতির শীর্ষে আরােহণ করেছে । সূর্যের আলাে যেমন অন্ধকারের হাত থেকে পৃথিবীকে মুক্ত করে , তেমনি শিক্ষার আলাে মানবজীবনকে , দেশকে , জাতিকে করে উদ্ভাসিত ও আলােকিত । শিক্ষার মাধ্যমেই মানুষ মনুষ্যত্ব লাভ করে । পৃথিবীর বুকে স্বগৌরবে মাথা উঁচু করে দাঁড়াতে শিক্ষাই যথার্থ ভূমিকা পালন করে । শিক্ষার মাধ্যমেই জাতির মেরুদণ্ড শক্ত হয় , এগিয়ে চলে উন্নতির পথে ।

    Tag: ভাব সম্প্রসারণ - শিক্ষাই জাতির মেরুদণ্ড বা শিক্ষাই জাতির উন্নতির পূর্বশত, শিক্ষাই জাতির মেরুদণ্ড বা শিক্ষাই জাতির উন্নতির পূর্বশত বলতে কি বোঝায়,  শিক্ষাই জাতির মেরুদণ্ড বা শিক্ষাই জাতির উন্নতির পূর্বশত, শিক্ষাই জাতির মেরুদণ্ড বা শিক্ষাই জাতির উন্নতির পূর্বশত English Translate 


    Any business enquiry contact us

    Email:-Educationblog24.com@gmail.com

    (সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)


                                   


    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com


    Facebook SDK

     

    কিভাবে আমাদের ওয়েবসাইট থেকে পিডিএফ ডাউনলোড করবেন এবং পাসওয়ার্ড কি দিবেন? বিস্তারিত জেনে নিন