অতীতকে ভুলে যাও
অতীতকে ভুলে যাও , অতীতের দুশ্চিন্তার ভার অতীতকেই নিতে হবে । অতীতের কথা ভেবে অনেক বােকাই মরেছে । আগামীকালের বােঝা অতীতের বােঝার সাথে মিলে আজকের বােঝা সবচেয়ে বড় হয়ে দুাঁড়ায় । ভবিষ্যৎকেও অতীতের মতাে দৃঢ়ভাবে দূরে সরিয়ে দাও । আজই তাে ভবিষ্যৎ , কাল বলে কিছু নেই । মানুষের মুক্তির দিন তাে আজই । আজই ভবিষ্যতের কথা যে ভাবতে বসে সে ভােগে শক্তিহীনতায় , মানসিক দুশ্চিন্তায় ও স্নায়বিক দুর্বলতায় । অতএব অতীতের এবং ভবিষ্যতের দরজায় আগল লাগাও আর শুরু করাে দৈনিক জীবন নিয়ে বাঁচতে।
সারাংশ : অতীত ও ভবিষ্যতের কথা বেশি ভাবলে বিভকালাই বাজে । অতীতের ব্যর্থতার দুশ্চিন্তা আর ভবিষ্যতের প্রত্যাশা নিয়ে বসে থাকলে বর্তমানও ব্যর্থতায় পর্যবসিত হয় । সবচেয়ে বেশি দরকার বর্তমানকে সঠিকভাবে কাজে লাগানাে , তাহলেই ভবিষ্যৎ হবে সুন্দর । বস্তুত কার্যকর বর্তমানই গড়ে তােলে সম্ভাবনাময় ভবিষ্যৎ ।
Tag: সারাংশ - অতীতকে ভুলে যাও, অতীতকে ভুলে যাও সারাংশ, বাংলা ২য় পত্র সারাংশ পাঠ বইয়ের

Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)