বাংলা সাজেশন ডিগ্রি ২য় বর্ষ ২০২৩-ডিগ্রি ২য় বর্ষ বাংলা ফাইনাল সাজেশন ২০২৩




আসছালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছেন। আসা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তোমাদের ডিগ্রী পাস ২০২১ শিক্ষার্থীদের ১২ জুলাই ২০২৩ থেকে ডিগ্রি ২য় বর্ষের পরীক্ষা শুরু হতে যাচ্ছে। তাই আমরা তোমাদের নিয়মিত প্রতিটি পরীক্ষা ডিগ্রী ২য় বর্ষের সাজেশন ২০২৩ দেওয়ার চেষ্টা করবো। আমরা কয়েকদিন আগে ডিগ্রি ২য় বর্ষের বাংলা আবশ্যিক সাজেশন ২০২৩ আমাদের ওয়েবসাইটে দিয়েছি। আজকে আবার ও ডিগ্রি ২য় বর্ষের বাংলা ফাইনাল সাজেশন নিয়ে হাজির হয়েছি।

আমাদের দেওয়া আগের ডিগ্রি ২য় বর্ষ বাংলা সাজেশন ২০২৩ এর সাথে এই সাজেশন এর ক বিভাগের মিল তেমন পাবেন না। কারন ক বিভাগের উত্তর সহ দেওয়া হয়েছে। তাই বেশি দেওয়া হয়েছে। আর খ ও গ বিভাগের সাথে অনেকটা মিল পাবেন।

আগের দেওয়া ডিগ্রি ২য় বর্ষ বাংলা সাজেশন পড়তে ক্লিক করুন

ডিগ্রি ২য় বর্ষ বাংলা সাজেশন ২০২৩ : সাজেশন শুধুমাত্র কমন ধরে দেওয়া হয়। সাজেশন এর উপর ১০০% ভরসা করে কখন ও এক্সাম দিতে যাবেন না। এটা প্রশ্ন নয় তাই নিজ দ্বায়িত্বে সাজেশন এর পাশাপাশি প্রিপারেশন নিবেন। 

       
       
        

    ডিগ্রী দ্বিতীয় বর্ষ বাংলা ফাইনাল সাজেশন-২০২৩

    ক-বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি)
    (যে কোন ১০ টি প্রশ্নের উত্তর দাও)

    ১. চৈতী হাওয়া কবিতায় কবি কার খোপায় ফুল গুজে দিতেন?
    উত্তর:-কবি তার প্রিয়ার খোপায় ফুল গুজে দিতেন।
    ২. আত্ম-বিলোপ কবিতায় কবি কালসিন্ধু জলতলে কি ফেলেছেন?
    উত্তর:- শত মুক্তাধিক আৰু
    ৩. পথ জানা নাই গল্পের গ্রামের নাম কি?
    উত্তর:- মাউলতলা, •••
    ৪. জন ব্রাইট কে?
    উত্তর:- একজন ইংরেজ মনীষী।
    ৫. রাজবন্দীর জবানবন্দী কবি কাজী নজরুল ইসলাম কোথায় বসে রচনা করেন?
    উত্তর:- জেলখানায় বসে।
    ৬. হরপ্রসাদ শাস্ত্রীর মতে কে সর্বশক্তিমান?
    উত্তর:- যে সর্বশক্তিময় তৈল ব্যবহার করতে জানে সে সর্বশক্তিমান।
    ৭. নয়নচারা গ্রামের নদীটির নাম কি?
    উত্তর:- ময়ূরাক্ষী।
    ৮. আত্মাজা ও একটি করবী গাছ গল্পটিতে হিম আর চাদ ফুটে আছে কোথায়?
    উত্তর:- নারকেল গাছের মাথায়।
    ৯. কে নিজের স্বর্গ নিজেই সৃষ্টি করে নেয়?
    উত্তর:- সংস্কৃতিবান মানুষেরা নিজের স্বর্গ নিজেই সৃষ্টি করে নেয়।
    ১০. একরাতি গল্পের নায়ক কে?
    উত্তর:- সুরবালার বালা সাথী লেখক গল্প কথক। ***
    ১১. ঘ-ত্ব বিধি কাকে বলে?
    উত্তর:- যে বিধান অনুসারে বাংলা ভাষায় ব্যবহৃত সংস্কৃত অর্থাৎ তৎসম শব্দের বানানে 'ষ' ব্যবহৃত হয়, সে বিধানকে ঘ-ত্ব বিধান বলে।
    ১২. শুদ্ধ বানান লিখ: আকাংখা, শ্বাশত?
    উত্তর: ***
    ১৩. চৈতী হাওা কবিতার বই কথা কও পাখি কোথায় বসে ডাকতো?
    উত্তর:- হিজল গাছের ডালে।
    ১৪. সবুজপত্র কত সালে প্রকাশ পায়?
    উত্তর:- ১৯১৪ সালে। ***
    ১৫. বাংলার নবজাগরণের প্রভাত নক্ষত্র কে?
    উত্তর:- রাজা রামমোহন রায়। ***
    ১৬. ঐকতান কবিতায় কার উপর ভর দিয়ে সমস্ত সংসার চলছে?
    উত্তর:- নবীন কবিদের উপর।
    ১৭. অমৃতস্য পুত্র অর্থ কী?
    উত্তর:- অমৃতের সন্তান।
    ১৮. প্রগৌতিহাসিক গল্পের নায়ক কে?
    উত্তর:- ভি
    ১৯. বহু ভঙ্গিম কি?
    উত্তর:- বিচিত্রধর্মী।
    ২০. সংস্কৃতি কথা প্রবন্ধ কারা নারী ও সংস্কৃতিকে পর ভাবে? ***
    ২১. সভ্যতার সংকট প্রবন্ধে রবীন্দ্রনাথ প্রশংসার বিষয় নয় বলে কোন বিষয়কে বুঝিয়েছেন?
    উত্তর:- ইংরেজদের ঔদার্যকে বুঝিয়েছেন। ***
    ২২. পথ জানা নাই ছোট গল্পের বর্ণিত গ্রামের নাম কি? উত্তর:- মাউলতলা গ্রামের নাম। ***
    ২৩.ণ-ত্ব বিধান কি?
    উত্তর:- তৎসম শব্দের বানানে ণ মূর্ধন্য এর সঠিক ব্যবহারই হলো ণ-ত্ব বিধান। ***
    ২৪. শুদ্ধ বানান লিখ: উচ্ছাস, স্বাক্ষরতা? ***

    ডিগ্রি ২য় বর্ষ বাংলা সাজেশন ২০২৩ (খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন))

    যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]

    #কবিতা_অংশ

    ১। 'আত্ম-বিলাপ' কবিতায় কবির অনুশোচনাদগ্ধ হৃদয়ের পরিচয় দাও। ১০০%
    অথবা, আত্ম-বিলাপ' কবিতা অবলম্বনে মাইকেল মধুসূদন দত্তের আশাহত হৃদয়ের পরিচয় দাও।
    অথবা, মাইকেল মধুসূদন দত্তের 'আত্মবিলাপ' কবিতা অবলম্বনে কবির মর্মবেদনার স্বরূপ সংক্ষেপে লেখা
    ২। বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের 'ঐকতান' কবিতার মূলভাব লিখ। ১০০%
    ৩। 'বনলতা সেন' কবিতায় কবি কিভাবে নারীরূপের চিরন্তন সৌন্দর্য তুলে ধরেছেন? ১০০%
    ৪। রবীন্দ্রনাথ ঠাকুর 'ঐকতান' কবিতায় তরুণ কবিদের প্রতি যে দায়িত্বভার অর্পণ করেছেন সংক্ষেপে তা আলোচনা কর। ১০০%
    ৫। কবি 'ডাহুক' কবিতায় ডাহুকের সুরে কিভাবে আত্মমুক্তির প্রেরণা লাভ করেছেন? ৯৯%
    ৬। 'বার বার ফিরে আসে কবিতায় রক্তাপ্লুত শার্ট কোথায় কোথায় ফিরে আসে? সংক্ষেপে লেখ। ৯৯%
    ৭। শামসুর রাহমানের 'বার বার ফিরে আসে' কবিতাটির প্রেক্ষাপট বর্ণনা কর। ৯৮%

    #প্রবন্ধ_অংশ

    ১। যৌবনে দাও রাজটিকা' প্রবন্ধে প্রথম চৌধুরী প্রকৃত যৌবন বলতে কী বুঝয়েছেন? ১০০%
    ২। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা রচনার উৎকৃষ্টরীতি বলতে কি বুঝিয়েছেন? ১০০%
    ৩। "যৌবনে দাও রাজটিকা প্রবন্ধ অবলম্বনে 'দেহের যৌবন' ও 'মনের যৌবন- এর পার্থক্য নির্দেশ কর। ১০০%
    ৪। হরপ্রসাদ শাস্ত্রী তাঁর তৈল প্রবন্ধে কী বলতে চেয়েছেন তা সংক্ষেপে লেখ। ৯৯% ৫। "সে তার শক্তিরূপ আমাদের দেখিয়েছে, মুক্তিরূপ দেখাতে পারে নি” ব্যাখ্যা কর। ৯৯%
    ৬। "সব ধর্মই সত্য এ কথা মানা যায় না। তবে সব ধর্মের ভিতরেই সত্য আছে" বিষয়টি বিশ্লেষণ কর। ৯৯%
    ৭। "মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ, সে বিশ্বাস শেষ পর্যন্ত রক্ষা করব।"-ব্যাখ্যা কর। ৯৯%
    ৮। ধার্মিক আর কালচার্ড মানুষের মাঝে পার্থক্য সংক্ষেপে আলোচনা কর। ৯৯%

    #গল্প_অংশ

    ১। "মন্বন্তরে গহুরালি নিঃস্ব হইয়াছিল বাহিরে, এবার হইল অন্তরে" কিভাবে? সংক্ষেপে লিখ। ১০০%
    ২। পরিচয় দাও ক্ষেন্তি, পাঁচী, এমদাদ। ১০০%
    ৩। "নয়নচারা গাঁয়ে কি মায়ের বাড়ি?" কে কাকে এবং কেন একথা বলেছিল? ১০০%
    ৪। ওগুলো কালা নয়তো, যেন হলুদ রঙা স্বপ্ন ঝুলছে।' ব্যাখ্যা কর। ৯৯%
    ৫। অভাব অনটনে হলেও অন্নপূর্ণা একজন মমতাময়ী নারী।'- উক্তিটির সত্যতা বিচার কর। ৯৯%
    ৬। "পৃথিবীর আলো আজ পর্যন্ত তাহার নাগাল পায় নাই, কোনোদিন পাইবেও না।"-উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ কর। ৯৮%

    #ব্যাকরণ_অংশ

    ১। বাংলা বানানে 'ই' কার ব্যবহারের চারটি নিয়ম লিখ। ১০০%
    ২। বাংলা একাডেমিক প্রণীত প্রমিত বাংলা বানানের চারটি নিয়ম লেখ। ১০০%
    ৩। ণত্ব ও ষত্ব বিধানের যে কোনো চারটি নিয়ম লিখ। ৯৯%

    ৪। অনুবাদ কর

    i) Self-reliance means.... in his own abilities.
    ii) Man is the architect..... day to day.
    iii) Our Total environment..... difficult or impossible.
    iv) Truthfulness is the greatest......position in society.
    v) Honesty is the best policy...... his business flourishes.


    ডিগ্রি ২য় বর্ষ বাংলা সাজেশন ২০২৩ (৯৯%) গ-বিভাগ(রচনামূলক প্রশ্ন)

    ১। কবি কাজী নজরুল ইসলামের চৈতী হাওয়া কবিতায় বিরহক্লিষ্ঠ প্রেমিক কবীর পরিচয় ফুটে উঠেছে। উক্তিটি বিশ্লেষণ কর। (১০০%)
    ২। ঐক্যতান কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর সাধারণ মানুষের যে জয়গান গেয়েছেন তার পরিচয় দাও। (১০০%)
    ৩। কবির ক্লান্ত পথিকসত্তা কীভাবে শান্তি লাভ করেছিল বনলতা সেন কবিতা অবলম্বনে বর্ণনা কর। (৯৯%)
    ৪। রূপক কবিতা কাকে বলে? রূপক কবিতা হিসেবে ডাহুক কবিতার সার্থকতা/মূল বিষয়বস্তু নিরূপণ কর। (১০০%)
    ৫। চৈতী হাওয়া কবিতা অবলম্বনে কাজী নজরুল ইসলামের কবি মানসের পরিচয় দাও (৯৯%)
    ৬। সনেট কী? সনেট হিসেবে সোনালী কাবিন ৫ কবিতার সার্থকতা মূল্যায়ন কর। (৯৯%)
    ৭। শামসুর রহমানের বারবার ফিরে আসে বাংলাদেশের সামাজিক, রাজনৈতিক বিক্ষোভ ও গণআন্দোলনের প্রেরণাদীপ্ত কবিতা -উক্তিটির আলোকে কবিতাটি বিশ্লেষণ কর। (৯৯%)
    ৮। বাঙ্গালা ভাষা প্রবন্ধে বঙ্কিমচন্দ্র বাঙালা রচনার উৎকৃষ্টরীতি সম্পর্কে যে অভিমত ব্যক্ত করেছেন তা তোমার নিজের ভাষায় লিখা (১০০%)
    ৯। যৌবনে দাও রাজটিকা প্রবন্ধ অবলম্বনে প্রমথ চৌধুরীর যৌবন বন্দনার স্বরূপ বিশ্লেষণ কর। (১০০%)
    অথবা, প্রমথ চৌধুরী তার যৌবনে দাও রাজটিকা প্রবন্ধটিতে কীভাবে এবং কেন যৌবনকে রাজটিকা পরাতে চেয়েছেন? আলোচনা কর। (১০০%)
    ১০। সভ্যতার সংকট প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুর সভ্যতার সংকট এবং তা থেকে উত্তরণ সম্পর্কে যে অভিমত ব্যক্ত করেছেন তা আলোচনা কর। (৯৯%)
    ১১। ধর্ম সাধারণ লোকের কালচার, আর কালচার শিক্ষিত মার্জিত লোকের ধর্ম উক্তিটির আলোকে ধর্ম ও সংস্কৃতির পার্থক্য নির্দেশ করে এ সম্পর্কে প্রবন্ধকারের বক্তব্য বিশ্লেষণ কর। (১০০%)
    অথবা, মোতাহার হোসেন চৌধুরীর সংস্কৃতির কথা প্রবন্ধের মূলবক্তব্য লিখ। (১০০%)
    ১২। রাজবন্দী জবানবন্দি প্রবন্ধে কাজী নজরুল ইসলামের স্বদেশ প্রেমের যে ছবি ফুটে উঠেছে তা আলোচনা কর। (৯৯%)
    ১৩। বাংলার নবজাগরণের রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা কর। (৯৯%) অথবা, কাজী আব্দুল ওয়াদুদের বাংলার জাগরণ প্রবন্ধের মূলবক্তব্য বিশ্লেষণ কর। (৯৯%)
    ১৪। নয়নচারা গল্প অবলম্বনে আমুর চরিত্র বিশ্লেষণ কর। (১০০%)
    ১৫। আবুল মনসুর আহমদ তার হুজুর কেবলা গল্পে সমাজের যে চিত্র এঁকেছেন তা আলোচনা কর। (৯৯%)
    অথবা, হুজুর কেবলা গল্প অবলম্বনে পীর সাহেবের চরিত্র বিশ্লেষণ কর। (৯৯%)
    ১৬। ছোট গল্প হিসেবে আত্মাজাও একটি কবরী গাছ গল্পটির সাফল্য বিচার কর। (১০০%)
    ১৭। রবীন্দ্রনাথ ঠাকুর একরাত্রি গল্পের নামকরণের সার্থকতা আলোচনা কর। (৯৯%)
    ১৮। সংজ্ঞা ও উদাহরণ সহ সাধু ও চলিত ভাষারীতির পার্থক্য আলোচনা কর। (১০০%)
    ১৯। বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানের দশটি নিয়ম উদাহরণ সহ লিখ। (১০০%)
    ২০। একটি বেসরকারি প্রাথমিক/ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের শূন্যপদে নিয়োগের একখানা আবেদন পত্র রচনা কর। (১০০%)
    ২১। তোমার বোনের /ভাইয়ের বিয়েতে বন্ধুকে নিমন্ত্রণ জানিয়ে একটি পত্র লিখ। (৯৯%)
    ২২। তোমার কলেজে বাংলা নববর্ষ/২১ শে ফেব্রুয়ারী/২৬ শে মার্চ/১৬ ডিসেম্বর উৎযাপনের বণনা দিয়ে প্রবাসী বন্ধুর নিকট একটি পত্র লিখ। (৯৯%)

    Tag:বাংলা সাজেশন ডিগ্রি ২য় বর্ষ ২০২৩,ডিগ্রি ২য় বর্ষ বাংলা ফাইনাল সাজেশন ২০২৩,Degree Bangla Suggestion 2023,ডিগ্রি পরীক্ষার বাংলা সাজেশন ২০২

                                   
    Previous Post Next Post


    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com

     



    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com

    (সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Facebook এবং Telegram পেজ)