ডিগ্রি ২য় বর্ষ বাংলা জাতীয় ভাষা (আবশ্যিক) সাজেশন ২০২৩ -ডিগ্রি পাস ২০২১ - Degree 2nd Year Bangla Suggestion 2023 | ডিগ্রী ২য় বর্ষ বাংলা সাজেশন ২০২৩




ডিগ্রী ২য় বর্ষ বাংলা সাজেশন ২০২৩

আসছালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছেন। আসা করি সবাই ভালো আছেন। বন্ধুরা আমরা এডুকেশন বিষয়ে সকল প্রকার আপডেট আমাদের ওয়েবসাইটে প্রকাশ করে থাকি। আজকে আমরা তোমাদের ২০২১ সালের ডিগ্রি ফাস সার্টিফিকেট কোর্স ২য় বর্ষের বাংলা আবশ্যিক সাজেশন ২০২৩ তোমাদের মাঝে শেয়ার করবো। আসা করি তোমাদের অনেক কম আসবে এখান থেকে । 

       
       
          

    ডিগ্রি ২য় বর্ষ বাংলা জাতীয় ভাষা (আবশ্যিক) সাজেশন ২০২৩ -ডিগ্রি পাস ২০২১ - Degree 2nd Year Bangla Suggestion 2023

    ক বিভাগ

    ক।
    ১। ক্ষণপ্রভা শব্দের অর্থ কি?
    @ বিজলি
    ২। আত্নবিলাপ শব্দের অর্থ ক?
    @একান্ত ব্যক্তিক অনুভূতিজাত ক্রন্দন।
    ৩। ধীবর কিসের লোভে অতল জলে ডুবে?
    @ মুক্তা ফলের
    ৪। ঐকতান কবিতাটি কোন কাব্যগ্রন্থ অন্তগত?
    @ জন্মদিনে
    # ফারাবি
    ৫। চৈতি হাওয়া কবিতার প্রতীকী অর্থ কি?
    @ বিরহের যন্ত্রনা
    ৬। উচাটন শব্দের অর্থ কি?
    @ উন্মাতাল
    ৭। বনলতা সেন কবিতা থেকে দুইটি জনপদের নাম
    লিখ?
    @ বিদিশা ও শ্রাবন্তী
    ৮। মানস প্রিয়া কে?
    @ বনলতা সেন
    ৯। কবি ফররুখ আহমদ ডাহুকের ডাকে কি শুনতে
    পান?
    @ মুক্তির বানী
    ১০। নিষাদ শব্দের অর্থ কি?
    @ ব্যাধ, মৎসজীবী
    ১১। নীলোৎপল অর্থ কি?
    @ নীল পদ্ম
    ১২। বারবার ফিরে আসে কোন কাব্যগ্রন্থ
    অন্তগত ?
    @ দুঃসময়ের মুখোমুখি
    ১৩। নিষাদ কি কোনদিন পক্ষিণীর গোত্র ভূল
    করে? এটি কোন কবিতার চরণ?
    @ সোনালী কাবিন ৫
    ১৪। টেকচাদী বাংগালা কি?
    @ বাঙলার প্রচলিত ভাষা
    ১৫। বাংলার স্কট বলা হয় কাকে?
    @ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    ১৬। টেকচাদ কোন ভাষায় শিক্ষিত?
    @ইংরেজি ভাষায়
    ১৭। এক তেলে চাকাও ঘোরে আর এক
    তেলে মনও ফেরে কে বলেছেন?
    @ হরপ্রসাদ শাস্ত্রী
    ১৮। মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ কথাটি কে
    বলেছেন?এবং উক্তিটি কোন প্রবন্ধের?
    @ রবিন্দ্রনাথ ঠাকুরের। সভ্যতার সংকট
    ১৯। বার্ধক্য কি?
    @পুরাতন কে আঁকড়ে থাকাই
    ২০। শিখা পত্রিকার মুলমন্ত্র কি ছিল?
    @ জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে
    আড়ষ্ট , মুক্তি সেখানে অসম্ভব ।
    ২১। ডিরোজি কোন স্কুলের শিক্ষক?
    @ হিন্দু কলেজের
    ২২। যতমত তত পথ কথাটি কে বলেছেন/ এর
    প্রবতকে?
    @ রামকৃষ্ণ পরমহংস
    ২৩। বিবেকানন্দ কার শিষ্য ছিলেন?
    @ রামকৃষ্ণ পরমহংস
    ২৪। রাজবন্দী জবান বন্দি প্রবব্ধ টি কোথায়
    প্রকাশিত হয়?
    @ ধুমকেতু পত্রিকায়
    ২৫। বহুভঙ্গিম অর্থ কি?
    @ বহু প্রকার অভিব্যক্তি আছে এমন।
    ২৬। ধর্মকে কারা কালচার বলে পালন করে?
    @ সাধারন লোকেরা।
    ২৭। বাংলার নবজাগরণ প্রভাত নক্ষত্র কে?
    @ রাজা রামমোহন রায়
    ২৮। রাজবন্দী জবানবন্দি তে লেখক কে
    কোন অভিযোগে অভিযুক্ত করা হয়েছে?
    @ লেখক কে রাজদ্রোহের অভিযোগে
    অভিযুক্ত করা হয়।
    ২৯। একরাত্রি গল্পের নায়ক কি হতে
    চেয়েছেন?
    @ কালেক্টর সাহেব
    ৩০। গল্পের নায়িকার নাম কি?
    @ সুরবালা
    ৩১। একরাত্রি গল্পের কাহিনী কোন পুরুষ বর্ণিত
    হয়েছে?
    @ উত্তম পুরুষ
    ৩২। অন্নপূর্ণা কে?
    @ সহায় হরির স্ত্রীর।
    ৩৩। সহায়হরির বড় মেয়ের নাম কি?
    @ ক্ষেন্তি
    ৩৪। এমদাদের প্রথমে কোন আন্দোলনে
    যোগদান করে?
    @ অসহযোগ ও খেলাফত আন্দোলন
    ৩৫। খোদা যাকে শাফা না দেন তাকে কে ভাল
    করিতে পারে কথাটি কার?
    @ পীর সাহেবের।
    ৩৬। ভিখু ডাকাতির পর কার কাছে আশ্রয়ার্থী
    হয়েছিল?
    @ পেহ্লাদ বাগদীর কাছে
    ৩৭। সাঙ্গাৎ শব্দের অর্থ কি?
    @ বন্ধু, মিতা
    ৩৮। নয়নচারা গল্পের কোন নদীর কথা বলা
    হয়েছে?
    @ ময়ূরাক্ষী নদী
    ৩৯। নয়নচারা গল্পে আমু কে?
    @ নয়ন চারা গল্পের বান ভাসী মানুষ ।
    ৪১। নয়ন চারা গল্পের অসহায় ছিন্নমূল মানুষের
    প্রতিনিধি কে?
    @ আমু
    ৪০। গহুরালীর গ্রামের নাম কি?
    @ মাউলতলা
    ৪১। সুহাস পেশায় কী?
    @ নাপিত
    ৪২। হলুদ রঙ ঝুলছে কথাটির অর্থ কি /
    @ দোকানে ঝোলানো ক কড়ি কলা
    ৪৩। এটা নতুন জিবনের রাস্তা মুলত উক্তিটি কার?
    @ গহুরালি র
    ৪৪। ভিখু কাকে হত্যা করেন?
    @ বসির কে
    ৪৫। ক্ষেন্তি কি রোগে মৃত্যু বরণ করে
    @ বসন্ত রোগে
    ৪৬। কলিমন কে
    @ রজবের স্ত্রী
    ৪৭। শুদ্ধ বানান লিখ?
    উচ্ছ্বাস, সাক্ষরতা,
    মনমোহন, পীপীলিকা, দৈন্যতা, প্রাণীবিদ্যা,
    উজ্জল, প্রবাহমাণ।
    বই দেখো
    ৪৮। বাংলা ভাষার চলিত গদ্যরীতি প্রবর্তক কে?
    @ প্রমথ চৌধুরী
    ৪৯। খাটি গরুর দুধ কথাটির শুদ্ধরুপ লিখ?
    @ গরুর খাটি দুধ
    ৫০। খাটি সুন্দর বনের মধু কথাটির শুদ্ধরুপ লিখ?
    @ সুন্দরবনের খাটি মধু

    ডিগ্রী/ডিগ্রি ২য় বর্ষ বাংলা সাজেশন ২০২৩

    খ বিভাগ

    1. বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায় বাংলা রচনার উৎকৃষ্টরীতি আলোচনা করো। 
    2. আত্মবিলাপ কবিতার কবির মর্মবেদনা নির্ণয় কর।
    3.  আত্মবিলাপ কবিতা অবলম্বনে মাইকেল মধূসুদন দত্তের আশাহত হৃদয়ের পরিচয় দাও 
    4.  ঐকতান কবিতার মূলভাৰ আলােচনা কর । 
    5. চৈতি হাওয়া গল্পের মূলভাব লিখ 
    6. বনলতাসেন কবিতার মূলভাব লিখ । 
    7. ডাহুক কবিতার মূলভাব লিখ । 
    8. বার বার আসিব ফিরে কবিতার মূলভাব আলােচনা কর । 
    9. সােনালি কাবিন কবিতার মূলভাব আলোচনা কর।
    10.  সভ্যতার সংকট কবিতার মূলভাব আলােচনা কর। 
    11. মানুষের প্রতি বিশ্বাস হারানাে পাপ কথাটি বুঝিয়ে লিখ । 
    12.  প্রবন্ধিক কাজি নজরুল ইসলামের পরিচয় দাও । 
    13. বাংলা বানানের পাচঁটি নিয়ম উদাহরণসহ লিখ ।
    14.  বাংলা একাডেমির প্রমিত বানানের যে - কোন চারটি নিয়ম লিখ । 
    15.  আধুনিক বাংলা বানানের পাচঁটি নিয়ম উধাহরণসহ লিখ । 
    16. ণ - ত্ব বিধান কাকে বলে ? ণ - ত্ব বিধানের নিয়মগুলাে উদাহরণসহ লিখ । 
    17.  ষ - ত্ব বিধান কাকে বলে ? ষ - ত্ব বিধানের নিয়মগুলাে উদাহরণসহ লিখ । 
    18.  বাংলা ভাষায় ব্যবহৃত বিদেশী শব্দের বানানের পাচঁটি নিয়ম উধাহরণসহ লিখ । 
    19. সংজ্ঞা ও উদাহরণসহ সাধু ও চলিত ভাষার রীতির পার্থক্য লিখ ।

    Degree 2nd Year Bangla Suggestion 2023

    গ - বিভাগ 

    1. মাইকেল মধুসূদন দত্তের আত্মবিলাপ কবিতা অবলম্বনে কবির মর্মবেদনা স্বরুপ বিশ্লেষণ কর । 
    2. ডাহুত কবিতার বিষয় আলােচনা কর । 
    3. রবীন্দ্রনাথ ঠাকুরের , ঐকতান কবিতার মূল বক্তব্য আলােচনা কর । 
    4. রবীন্দ্রনাথ ঠাকুরের , ঐকতান কবিতায় সাধারণ মানুষের যে জয়গান গেয়েছেন তার পরিচয় দাও ।
    5. বনলতাসেন একটি অসমান্য কবিতা বিস্তারিত আলােচনা কর । 
    6. “ শামসুর রহমানের বারবার আসিব ফিরে বাংলাদেশের সামাজিক রাজনৈতিক কবিতার আলােকে বিশ্লেষণ কর । 
    7. রবীন্দ্রনাথ ঠাকুরের “ একরাত্তি গল্পের প্রেমের স্বরুপ বা ছােট গল্পেরস্বৰ্থকতা বিশ্লেষণ কর । 
    8. নয়নচার গল্প অবলম্বনে অমুর চরিত্র বিশ্লেষণ কর 
    9.  ভিখু প্রবলভাবে সংগ্রামশীল ও অস্তিত্ববাদী মন্তব্যটির আলােকে বিশ্লেষণ কর । 
    10. ‘ যৌবনে দাও রাজটিকা প্রবন্ধ অবলম্বনে প্রথম চৌধুরীর যৌবন বন্দনার স্বরুপ বিশ্লেষণ কর । ‘ 
    11. রাজবন্দির জবানবন্ধি প্রবন্ধে বিদ্রোহী কবি নজরুল ইসলামের স্বদেশ প্রেমের যে ,ছবি ফুটে উঠেছে তা আলােচনা করো। 
    12. বিষয় অনুসারে রচনার ভাষার উচ্চতা নির্ধরিত হওয়া উচিত ব্যাখ্যা কর ।
    নোটঃ বাংলা জাতীয় ভাষা (আবশ্যিক) বিষয়ে অল্পতে কমন পেতে হলে ভাষা শিক্ষা অংশে গুরুত্ব দিতে হবে।

    ডিগ্রি ২য় বর্ষ বাংলা (আবশ্যিক) সাজেশন ২০২৩



    আবেদন পত্র লিখ : 

    1. শিক্ষাসফরে যাওয়ার জন্য অনুমতি চেয়ে অধ্যক্ষের নিকট আবেদন । 
    2. তােমার এলাকায় বিদ্যুৎ সংযােগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আবেদন । 
    সংবাদপত্রে প্রকাশের জন্য আবেদন 

    1. ইভটিজিং থেকে পরিত্রাণের জন্য গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পত্রিকায় একটি আবেদন পত্র লিখ । 
    2.  সড়ক দুর্ঘটনা রােধের ব্যাপারে তােমার পরামর্শ সংবাদপত্রে প্রকাশের জন্য আবেদন । 
    3. ঢাকা শহরে যানজট নিরসনের উপায় নির্দেশ করে সংবাদপত্র প্রকাশের জন্য আবেদন । 
    ব্যক্তিগত পত্র : 

    1.  তােমার কলেজে স্বাধীনতা দিবস / একুশে ফেব্রুয়ারি নববর্ষ উদযাপনের বর্ণনা দিয়ে প্রবাসী বন্ধুর নিকট আবেদন লিখ । 
    2. ছাত্র - রাজনীতির কুফল সম্পর্কে সচেতন করে তােমার বন্ধুর কাছে একটি পত্র লিখ । 
    3.  তােমার এলাকায় ভয়াবহ বন্যার ক্ষয় - ক্ষতি সম্পর্কে তােমার প্রবাসী বন্ধুর নিকট পত্র লিখ । 
    নিম্নলিখিত শব্দগুলাে বানানের নিয়মসহ শুদ্ধ লিখ :

     ষা , ঐকতান , আকাংখা , শ্বাশত , স্বাক্ষরতা , দূরাবস্ত । এছাড়াও বিগত সাল পড়েন ১৭,১৮,১৯ সাল । 

    অনুবাদঃ 

    •  A garden is not source beauty only ....... 
    •  Man is the ratchet of his own life ..... 
    • Truthfulness is the greatest of ......... and nobody trusts him . 
    • poverty is the great problem in our country .... 
    •  literacy is the great problem of our country ... 
    • Books are men's best companions in life ..... 
    • No person can be happy without friends ...  
    • Youth is the best time of the life ... 
    •  A newspaper is a store house of knowledge ... 
    • Honesty is the best policy ....... 
    • Smoking is very harmful ...... 
    • Rabindranath Tagore won the novel prize ....
    এ ছাড়া বিগত সালের গুলো চর্চা করেন।



    আরো দেখুনঃ
    •  ডিগ্রি ২য় বর্ষ বাংলা ফাইনাল সাজেশন ২০২৩ 


    Tag:ডিগ্রি ২য় বর্ষ বাংলা জাতীয় ভাষা (আবশ্যিক) সাজেশন ২০২৩, ডিগ্রি পাস ২০২১ - Degree 2nd Year Bangla Suggestion 2023,ডিগ্রি ২য় বর্ষ বাংলা (আবশ্যিক) সাজেশন ২০২১

                                   
    Previous Post Next Post


    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com



    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com

    (সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Facebook এবং Telegram পেজ)