Medical (MBBS) admission circular 2023-24 All Information | মেডিকেল ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২০২৪m

Medical (MBBS) admission circular 2023-24 All Information | মেডিকেল ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২০২৪



আসছালামু আলাইকুম প্রিয় মেডিকেল ভর্তি প্রস্তুতি শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছেন।আসা করি সবাই ভালো আছেন। শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা মেডিকেল ভর্তি বিজ্ঞপ্তি সহ মেডিকেল ভর্তি পরীক্ষার সকল তথ্য সমূহ জানতে চাচ্ছো। তাদের জন্য আজকে আমরা এই পোস্টে  Medical (MBBS) admission circular 2023-24 All Information -মেডিকেল ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২০২৪ সকল তথ্য শেয়ার করবো। ধৈর্য সহকারে আমাদের সাথেই থাকুন। 

       
       

    Medical (MBBS) admission circular 2023-24 All Information | মেডিকেল ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২০২৪

    ২০২৩-২৪ শিক্ষাবর্ষে সকল সরকারী ও বেসরকারী মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তির আবেদন বিজ্ঞপ্তি স্বাস্থ্য অধিদপ্তর এর www.dghs.gov.bd ওয়েবসাইটে প্রকাশ হবে।

    আজকে আমাদের আলোচনার বিষয়ঃ-

    • আবেদনের শুরু
    • আবেদনের শেষ সময় 
    • প্রবেশপত্র ডাউনলোডের তারিখ
    • ভর্তি পরীক্ষার তারিখ 
    • আবেদনের ফি
    • মেডিকেল ভর্তি লিঙ্ক
    • মেডিকেল ভর্তি পরীক্ষার যোগ্যতা
    • মেডিকেল ভর্তি পরীক্ষার মানবন্টন
    • মেডিকেল ভর্তি পরীক্ষার আসন সংখ্যা 

    মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২৩-২৪ আবেদনের শুরু

    আবেদন শুরু১১ জানুয়ারি ২০২৪

    মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২৩-২৪ আবেদনের শেষ সময়

    আবেদনের শেষ তারিখ২৩ জানুয়ারি ২০২৪ রাত ১১ টা ৫৯ মিনিট।

    মেডিকেল ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২৪ প্রবেশপত্র ডাউনলোডের তারিখ

    প্রবেশ পত্র বিতরন ও (ডাউনলোড)  প্রবেশপত্র বিতরণ ৫ ফেব্রুয়ারির মধ্যে শেষ হবে

    মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২৩-২০২৪ ভর্তি পরীক্ষার তারিখ

    ভর্তি পরীক্ষা৯ ফেব্রুয়ারী ২০২৪

    মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২৩-২০২৪ অনলাইনে আবেদনের ফি জমাদানের শেষ তারিখ

    ফি জমাদানের শেষ তারিখ২৪ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

    মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২৩-২০২৪ আবেদনের ফি

    মেডিকেল ভর্তি পরীক্ষার আবেদনের ফি ১০০০ (এক হাজার) টাকা

    আরো দেখুন

    মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২৩-২০২৪ মেডিকেল ভর্তি লিঙ্ক

    মেডিকেল ভর্তি লিঙ্ক:  dghs.teletalk.com.bd

    মেডিকেল ভর্তি পরীক্ষার সময়সূচি ২০২৩-২০২৪



    ভর্তি পরীক্ষা৯ ফেব্রুয়ারি ২০২৪



    আর দেখুন

    মেডিকেল ভর্তি পরীক্ষার যোগ্যতা ২০২৩-২৪


    • আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে।
    •  (ক) ২০২৩-২০২৪ খ্রি. শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীকে ২০২৩ সালে এইচএসসি/'এ' লেভেল/সমমান ও ২০২১ সালে এসএসসি/ও' লেভেল/সমমান অথবা ২০২২ সালে এইচএসসি/'এ' লেভেল/সমমান ও ২০২০ সালে এসএসসি/'ও' লেভেল/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তবে শর্ত থাকে যে, শিক্ষার্থীকে এইচএসসি/'এ' লেভেল/সমমান পরীক্ষায় পাশের পূর্ববর্তী ০২ (দুই) বছরের মধ্যে এসএসসি/ 'ও' লেভেল/ সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। (খ) প্রার্থীকে নিয়মিত এসএসসি 'ও' লেভেল অথবা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ হতে হবে এবং এইচএসসি 'এ' লেভেল অথবা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগসহ অবশ্যই জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান ও রসায়ন থাকতে হবে। 
    •  এসএসসি/ 'ও' লেভেল/সমমান এবং এইচএসসি /'এ' লেভেল/সমমান দুটি পরীক্ষায় জিপিএ কমপক্ষে ৯.০০ হতে হবে।
    • , উপজাতীয় ও পার্বত্য জেলার অ-উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে এসএসসি/ 'ও' লেভেল/সমমান এবং এইচএসসি 'এ' লেভেল/সমমান পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৮.০০ হতে হবে। তবে এককভাবে কোনো পরীক্ষায় জিপিএ ৩.৫০ এর কম হলে আবেদনের যোগ্য বলে বিবেচিত হবে না।
    •  সকলের জন্যে এইচএসসি/ 'এ' লেভেল/সমমান পরীক্ষায় জীববিজ্ঞানে (Biology) ন্যূনতম গ্রেড পয়েন্ট ৪.০ না থাকলে আবেদন বাতিল বলে গণ্য হবে।

    মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২৩-২০২৪ মেডিকেল ভর্তি পরীক্ষার মানবন্টন

    ১০০ (একশত) নম্বরের ১০০ (একশত)টি এমসিকিউ প্রশ্নের ১ (এক) ঘণ্টার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

    লিখিত পরীক্ষায় বিষয়ভিত্তিক নম্বর :

    জীববিদ্যা৩০
    রসায়নবিদ্যা২৫
    পদার্থবিদ্যা২০
    ইংরেজি১৫
    সাধারণ জ্ঞান : বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ ১০

    লিখিত পরীক্ষায় প্রতিটি ভুল উত্তর প্রদানের জন্য ০.২৫ নম্বর কাটা হবে। লিখিত পরীক্ষায় ৪০ নম্বরের কমনম্বর প্রাপ্তরা অকৃতকার্য বলে গণ্য হবেন। ভর্তিযোগ্য পরীক্ষার্থীদের মেধাক্রমসহ ফল প্রকাশ করা হবে। এসএসসি/'ও' লেভেল/সমমান ও এইচএসসি/'এ' লেভেল/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ মোট ২০০ নম্বর হিসেবে নির্ধারণ করে নিম্নলিখিতভাবে মূল্যায়ণ করা হবে। 

    ক) এসএসসি/'ও' লেভেল/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর ১৫ খুন=৭৫ নম্বর (সর্বোচ্চ)

    খ) এইচএসসি/'এ' লেভেল/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর ২৫ গুন= ১২৫ নম্বর (সর্বোচ্চ)
    •  লিখিত ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং অনুচ্ছেদ ০৭-এ বর্ণিত পদ্ধতিতে এসএসসি/'ও' লেভেল/সমমান ও এইচএসসি/এ' লেভেল/সমমান পরীক্ষায় প্রাপ্ত নম্বরের যোগফলের ভিত্তিতে মেধাক্রম প্রণয়ন করা হবে। 
    • পূর্ববর্তী বছরের এইচএসসি/'এ' লেভেল/সমমান পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের সর্বমোট (Aggregated) নম্বর থেকে ০৫ (পাঁচ) নম্বর বাদ দিয়ে এবং পূর্ববর্তী বছরের সরকারি মেডিকেল কলেজ বা ডেন্টাল কলেজ/ইউনিট এ ভর্তিকৃত ছাত্র/ছাত্রীদের ক্ষেত্রে সর্বমোট নম্বর থেকে ১০ (দশ) নম্বর বাদ দিয়ে মেধা তালিকায় অবস্থান নির্ধারণ করা হবে।



    মেডিকেল ভর্তি পরীক্ষার আসন সংখ্যা ২০২৩-২৪ 

    চলুন এক নজরে দেখে নেয়া যাক মেডিকেল কলেজের আসন সংখ্যাঃ-


    বেসরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা




    Medical (MBBS) admission circular 2023-24| মেডিকেল ভর্তি সার্কুলার নীতিমালা ২০২৩-২৪
















    medical admission circular 2023-24 pdf

    Medical (MBBS) admission circular 2023-24 All Information | মেডিকেল ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২০২৪

    Medical (MBBS) admission circular 2023-24 All Information | মেডিকেল ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২০২৪

    Medical (MBBS) admission circular 2023-24 All Information | মেডিকেল ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২০২৪

    Medical (MBBS) admission circular 2023-24 All Information | মেডিকেল ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২০২৪

    Medical (MBBS) admission circular 2023-24 All Information | মেডিকেল ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২০২৪

    Medical (MBBS) admission circular 2023-24 All Information | মেডিকেল ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২০২৪

    Medical (MBBS) admission circular 2023-24 All Information | মেডিকেল ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২০২৪





    ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি বিজ্ঞপ্তি PDF




    আরো দেখুন

    ১৬. MBBS ভর্তির জন্য online ফরম পূরণের নিয়মাবলি ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য স্বাবুর শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ওয়েব সাইট www.mefwd.gov.bd, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dgme.gov.bd, স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট www.dghs.gov.bd, ও টেলিটক বাংলাদেশ লি: এর ওয়েবসাইট http://dgme.teletalk.com.bd হতে জানা যাবে।

    ১৭. বাংলাদেশি নাগরিক যারা বিদেশি শিক্ষা (O'Level A Level) কার্যক্রমে এসএসসি/এইচএসসি এর সমমান পরীক্ষায় উত্তীর্ণ তাদের মার্কশীটসমূহ বাংলাদেশে প্রচলিত জিপিএতে রূপান্তর করে Equivalence Certificate সংগ্রহ করার পর অনলাইনে আবেদন করতে পারবে। সেক্ষেত্রে তাদেরকে পরিচালক, চিকিৎসা শিক্ষা, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, মহাখালী ঢাকা বরাবরে ২০০০/- (দুই হাজার) টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডারসহ আবেদন (স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মেডিকেল এডুকেশন শাখার কক্ষ নং ২০৪) করে Equivalence Certificate সংগ্রহ করার সময় II) নম্বর নিতে হবে। Equivalence Certificate সংগ্রহ করার জন্য এসএসসি ও এইচএসসি এর সমমান পরীক্ষার মূল নম্বরপত্র ও সনদপত্র এবং নম্বরপত্র ও সনদপত্রসমূহের প্রদানকারী কর্তৃপক্ষ কর্তৃক সত্যায়িত কপি সাথে আনতে হবে।

    ১৮. বাংলাদেশী নাগরিক যারা বিদেশ থেকে এসএসসি এবং এইচএসসি এর সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাদের নম্বরপত্রসমূহ সংশ্লিষ্ট দেশের বাংলাদেশের জন্য নির্ধারিত দূতাবাস/হাইকমিশন এবং শিক্ষা মন্ত্রণালয়/পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা, বাংলাদেশ কর্তৃক আবশ্যিকভাবে সত্যায়িত হতে হবে। বাংলাদেশি কোনো প্রতিষ্ঠানে অধ্যয়ণকারী বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি পাসপোর্টধারী শিক্ষার্থীগণ কোনোভাবেই বিদেশী শিক্ষার্থী হিসাবে ভর্তির জন্য বিবেচিত হবেন না। তবে যাদের দ্বৈত নাগরিকত্ব রয়েছে তারা বাংলাদেশী পাসপোর্ট ব্যবহার করে জাতীয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

    ১৯. বাংলাদেশি নাগরিক শিক্ষার্থী এইচএসসি/ 'এ' লেভেল/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর দেশের বাইরে এমবিবিএস কোর্সে অধ্যয়ণ করতে চাইলে বাধ্যতামূলকভাবে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ পূর্বক ন্যূনতম ৪০ নম্বর পেতে হবে।

    ২০. কোটার ক্ষেত্রে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিলের মেডিকেল কলেয়া এবং ডেন্টাল কলেজ/ইউনিটে এমবিবিএস এবং বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৪ এর বিধি বিধান প্রযোজ্য হবে।

    ২১ . পরীক্ষার্থীর যে কোনো কেন্দ্র হতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ সমান সুযোগ নিশ্চিত করে।

    ২২. পরীক্ষায় অবতীর্ণ/উত্তীর্ণ/ নির্বাচিত কোনো প্রার্থীর দেয়া তথা(যা ফলাফল নির্ধারণে বিবেচিত হতে পারে) অসম্পূর্ণ ও ভুল প্রমাণিত হলে তার পরীক্ষা/ফলাফল/ভর্তি যে কোনো সময় বাতিল বলে গন্য হবে।

    ২৩. নিবাচিত শিক্ষার্থীদের ভর্তির পর দেশের প্রচলিত আইন মেনে চলতে হবে। শৃঙ্খলা পরিপন্থি অভিযোগ প্রমানিত হলে সংশ্লিষ্ট মেডিকেল কলেজ একাডেমিক কাউন্সিল এর সিদ্ধান্ত মেনে নিতে হাড়বানাব্দে। 
    ২৪. যে কোনো বিষয়ে ভর্তি পরীক্ষা কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

    Tag:মেডিকেল ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২০২৪,medical admission circular 2023-24 pdf,medical admission 2023-24,medical admission circular 2023-24 bd,medical admission test circular 2023-24,Medical (MBBS) admission circular 2023-24 All Information,  মেডিকেল ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২০২৪,মেডিকেল ভর্তি পরীক্ষা 2023-2024
                                   
    Previous Post Next Post


    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com

     



    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com

    (সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Facebook এবং Telegram পেজ)