Military institute of science and technology (MIST) Admission Circular 2021 All Information | মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (এমআইএসটি) মিস্টে ভর্তি বিজ্ঞপ্তি ২০২১
প্রয়োজনীয় তারিখ |
---|
আবেদন শুরু : ৩ ফেব্রুয়ারি ২০২১ আবেদন শেষ তারিখ: ১৮ ফেব্রুয়ারি ২০২১ পরীক্ষা তারিখ : 05 March 2021 আবেদন ফি: ( A Unit 800 Taka & A+B & B Unit 1000 Taka) |
Mist তে ভর্তি তথ্য ২০২১-আবেদনের যোগ্যতা
- ২০১৭/১৮ সালে SSC পাস করতে হবে এবং অবশ্যই বিজ্ঞান বিভাগ থেকে নূন্যতম জিপিএ ৪ পেতে হবে ।
- ২০১৯/২০ সালে HSC পাস করতে হবে বিজ্ঞান বিভাগ থেকে এবং চার ( পদার্থ , রসায়ন , ইংরেজি ও গণিত ) বিষয় এর মােট জিপিএ পয়েন্ট ২০ এর মধ্যে ১৭ পেতে হবে ।
- GCE এর জন্য 1 ২০১৭/১৮ সালে O'Level পাস করতে হবে । এবং ৫ বিষয়ে ( গণিত , পদার্থ , রসায়ন এবং ইংরেজি ) তে নূন্যতম বি গ্রেড পেতে হবে ।
- ২০১৯/২০ সালে A'Level পাস করতে হবে এবং নূন্যতম দুই বিষয় এ বি গ্রেড এবং এক বিষয় এ সি গ্রেড পেতে হবে ( পদার্থ , রসায়ন ও গণিত এর মধ্যে ) ।
- বায়ােমেডিকেল ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পাওয়া যাবে না যদি HSC তে জীববিজ্ঞান এ নূন্যতম A- না থাকে , ।
- এবং GCE দের জন্য A level এ জীববিজ্ঞান এ নূন্যতম C না থাকে ।
MIST Admission Test Marks Distribution
Military institute of science and technology (MIST) Admission Circular 2021 | মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (এমআইএসটি) Mist তে ভর্তি বিজ্ঞপ্তি ২০২১
![]() |
Post a comment