প্রশ্নঃ মাটি কাকে বলে? মাটির প্রধান উপাদান কয়টি ও কি কি?
উত্তরঃ- মাটি হচ্ছে কঠিন পদার্থের ছোট ছোট টুকরা, পানি ও বায়ুর সমন্বয়ে গঠিত যৌগিক পদার্থ অথবা,মাটি বা মৃত্তিকা হলো পৃথিবীর উপরিভাগের নরম ও দানাদার আবরণ। পাথর গুঁড়ো হয়ে সৃষ্ট খনিজ পদার্থ এবং জৈব যৌগ মিশ্রিত হয়ে মাটি গঠিত হয়।
অথবা,
পৃথিবীর উপরিভাগের যে নরম স্তরে গাছপালা মূল স্থাপন করে রস শোষণ করে জন্মায় ও বৃদ্ধি পায় তাকে মাটি বলে৷
অথবা,
উদ্ভিদ জন্মানোর উপযোগী খনিজ, জীব ও জৈব সমন্বয়ে গতিশীল প্রাকৃতিক বস্তুকে মাটি বা মৃত্তিকা বলে৷
মাটি প্রধানত ৪ টি প্রধান উপাদান সমন্বয়ে গঠিত।
যেমন-
১৷ খনিজ পদার্থ - ৪৫%;
২৷ জৈব পদার্থ - ৫%;
৩৷ বায়ু - ২৫ %;
৪৷ পানি - ২৫%;
প্রশ্নঃ মাটি কত প্রকার ও কি কি ? মাটির বৈশিষ্ট্যগুলো লেখ৷
মাটির_প্রকারভেদঃ মাটি প্রধানত ৩ প্রকার:-
১। এঁটেল মাটি
২। বেলে মাটি
৩। দোআঁশ মাটি
মাটির_বৈশিষ্ট্য_নিম্নরূপঃ
১। এঁটেল_মাটি
ক) এটেল মাটিতে বালু অপেক্ষা পলি ও কাদার ভাগ বেশি থাকে।
খ) এ কাদা মাটি খুব নরম, দানা খুব ছোট ও মিহি।
গ) ও মাটি বেশি পানি ধরে রাখতে পারে।
ঘ) এ মাটিতে ভালভাবে বাতাস চলাচল করতে পারেনা।
ঙ) এ মাটি সব ফসলের জন্য তেমন উপকারী নয়, তবে ধান চাষ করা যায়।
২। বেলে_মাটিঃ
ক) বেলে মাটিতে বালির ভাগ বেশি থাকে।
খ) এ মাটির পানি ধারন ক্ষমতা কম।
গ) বেলে মাটিতে ফসল তেমন ভাল হয় না তবে তরমুজ শসা, বাঙ্গী, চীনাবাদাম, মিষ্টি আলু ইত্যাদি ভাল জন্মে।
৩। দোআঁশ_মাটিঃ
ক) দোআঁশ মাটিতে বালি, পলি ও কাদা সম পরিমানে থাকে।
খ) এ মাটির পানি ধারন ক্ষমতা মাঝারী।
গ) চাষাবাদের জন্য দোআঁশ মাটি উপযুক্ত। এ মাটিতে ধান, পাট, গম, পিয়াজ, মরিচ, ভূট্টা, আলু, শাকসবজি ইত্যাদি ভাল জন্মে।
প্রশ্নঃ মৃত্তিকা বুনট কাকে বলে? মৃত্তিকা বুনটকে কয়টি শ্রেণীতে ভাগ করা হয় ও কি কি?
মৃত্তিকা_বুনট: কোন মৃত্তিকায় বিভিন্ন আকারের একক কণার পারষ্পরিক অনুপাত দ্বারা সৃষ্ট স্থূলতা বা সুক্ষ্মতাকে মাটির বুনট বলে।
অথবা,
মৃত্তিকায় অবস্থিত বালি, পলি ও কর্দম কনার পারস্পরিক অনুপাতকে মৃত্তিকা বুনট বলে।
আন্তর্জাতিকভাবে মৃত্তিকা বুনটকে ১২টি বুনট শ্রেণীতে ভাগ করা হয়েছে।
মৃত্তিকা_বুনটের_শ্রেণীসমূহ_নিম্মরুপঃ
১৷ বালি
২৷ পলি
৩৷ কর্দম
৪৷ দোআশ
৫৷ দোঁআশ বালি
৬৷ বালি দোআশ
৭৷ বালি কর্দম দোআশ (Sandy clay loam)
৮৷ বালি কর্দম (Sandy clay)
৯৷ পলি দোআশ (Silt loam)
১০৷ কর্দম দোআশ (Clay loam)
১১৷ পলি কর্দম দোআশ(Silty clay loam)
১২৷ পলি কর্দম (Silty clay)
Tag:মাটি কাকে বলে? মাটির প্রধান উপাদান কয়টি ও কি কি,মাটি কত প্রকার ও কি কি ? মাটির বৈশিষ্ট্যগুলো লেখ,মৃত্তিকা বুনট কাকে বলে? মৃত্তিকা বুনটকে কয়টি শ্রেণীতে ভাগ করা হয় ও কি কি?
Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)