শবে মেরাজের রোজা কবে,কত তারিখে ২০২৫ শবে মেরাজের রোজা কয়টি?

শবে মেরাজের রোজা কবে,কত তারিখে ২০২৪ শবে মেরাজের রোজা কয়টি?


আসছালামু আলাইকুম সম্মানিত পাঠকবৃন্দ সবাইকে আমাদের ওয়েবসাইটে স্বাগতম। আসা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। প্রিয় দ্বীনি ভাই ও বোনেরা আজকে আমরা আলোচনা করবো শবে মেরাজের রোজা কবে ২০২৪ -শবে মেরাজের রোজা কয়টি? তার আগে আমরা জেনে নেই 

    শবে মেরাজ কি?

    কুরআনের ভাষায়-

    سُبْحٰنَ الَّذِیْۤ اَسْرٰی بِعَبْدِهٖ لَیْلًا مِّنَ الْمَسْجِدِ الْحَرَامِ اِلَی الْمَسْجِدِ الْاَقْصَا الَّذِیْ بٰرَكْنَا حَوْلَهٗ لِنُرِیَهٗ مِنْ اٰیٰتِنَا ؕ اِنَّهٗ هُوَ السَّمِیْعُ الْبَصِیْرُ.

    পবিত্র সেই সত্তা, যিনি নিজ বান্দাকে রাতের একটি অংশে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় নিয়ে যান, যার চারপাশকে আমি বরকতময় করেছি, তাকে আমার কিছু নিদর্শন দেখানোর জন্য। নিশ্চয়ই তিনি সব কিছু শোনেন এবং সব কিছু জানেন। -সূরা ইসরা (১৭) : ১

    আল্লাহ তাআলা সূরা নাজমে আরো বলেন-

    وَ لَقَدْ رَاٰهُ نَزْلَةً اُخْرٰی، عِنْدَ سِدْرَةِ الْمُنْتَهٰی، عِنْدَهَا جَنَّةُ الْمَاْوٰی، اِذْ یَغْشَی السِّدْرَةَ مَا یَغْشٰی،مَا زَاغَ الْبَصَرُ وَ مَا طَغٰی، لَقَدْ رَاٰی مِنْ اٰیٰتِ رَبِّهِ الْكُبْرٰی.

    বস্তুত সে তাকে (হযরত জিবরাঈল আ.-কে) আরও একবার দেখেছে। সিদরাতুল মুনতাহা (সীমান্তবতীর্ কুলগাছ)-এর কাছে। তারই কাছে অবস্থিত জান্নাতুল মা’ওয়া। তখন সেই কুল গাছটিকে আচ্ছন্ন করে রেখেছিল সেই জিনিস, যা তাকে আচ্ছন্ন করে রেখেছিল। (রাসূলের) চোখ বিভ্রান্ত হয়নি এবং সীমালংঘনও করেনি। (অর্থাৎ দেখার ব্যাপারে চোখ ধেঁাকায় পড়েনি এবং আল্লাহ তাআলা তার জন্য যে সীমা নির্দিষ্ট করে দিয়েছিলেন, তিনি তা লংঘনও করেননি যে, তার সামনে কী আছে তা দেখতে যাবে।) বাস্তবিকপক্ষে, সে তার প্রতিপালকের বড়-বড় নিদর্শনের মধ্য হতে বহু কিছু দেখেছে। -সূরা নাজম (৫৩) : ১৩-১৮


    মহানবী (সা.)-কে রাতের একাংশে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস সফর করানো হয়েছিল বলে সেটিকে ইসরা বলা হয়। আর মিরাজ শব্দের অর্থ ওপরে আরোহণ। মহান আল্লাহ তাঁর প্রিয় বন্ধু মুহাম্মদ (সা.)-কে ভূমি থেকে আকাশে আরোহণ করিয়ে প্রথম আকাশ থেকে শুরু করে সপ্তাকাশ ভেদ করে সিদরাতুল মুনতাহা পেরিয়ে তাঁর নিজের কাছে ডেকে নিয়েছিলেন। সেটাকেই মিরাজ বলা হয়।

    শবে মেরাজের রোজা কবে ২০২৫

    শবে মেরাজের বিশেষ কোন নামাজ, বিশেষ কোন রোজা বা আমল কোন হাদিসে বা কোরআনে উল্লেখ নেই। রাসুল (সা:) জীবন্দশায় এমন কোন আমল করেননি। রাসুল (সা:) এর মৃত্যুর পর কোন সাহাবী ও এই দিনকে কেন্দ্র করে বিশেষ কোন আমল করেন নি।  শবে মেরাজ সংঘটিত হয়েছিল এটা সত্যি কিন্তু কবে এটা নিয়ে মতানৈক্য রয়েছে। তাই শবে মেরাজের রাতে রোজা রাখলে আলাদা কোন সওয়াব পাওয়া যাবে এমনটা কোন হাদিসে বা কোরআনে উল্লেখ নেই। তবে রাসুল (সা:) রমজানের প্রস্তুতির জন্য রজব ও সাবান মাসে রোজা রেখেছেন হাদিস শরীফে উল্লেখ রয়েছে। তাই নফল রোজা রাখতে পারেন। কিন্তু মেরাজের নিয়তে যদি রোজা রাখেন সেটা হবে সম্পূর্ণ ভিত্তিহীন। আসা করি আপনাদের উত্তর পেয়ে গেছেন।

    শবে মেরাজ কবে?

    বাংলাদেশে ২৮ ই জানুয়ারি রোজ মঙ্গলবার শবে মেরাজ পালিত হবে। 




    Any business enquiry contact us

    Email:-Educationblog24.com@gmail.com

    (সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)


                                   




    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com


     


     পিডিএফ ডাউনলোড কর‍তে সমস্যা হলে নিচের ভিডিওটি দেখুন