বাংলাদেশে সেনাবাহিনী নিয়োগ ২০২৪ (পুরুষ,মহিলা,বিবাহিত,অবিবাহিত) | সেনাবাহিনী নিয়োগ ২০২৪ সার্কুলার pdf | bangladesh army job circular 2024

বাংলাদেশে সেনাবাহিনী নিয়োগ ২০২৪ (পুরুষ,মহিলা,বিবাহিত,অবিবাহিত) | সেনাবাহিনী নিয়োগ ২০২৪ সার্কুলার pdf | bangladesh army job circular 2024


বাংলাদেশ সেনাবাহিনীতে  ৮৩তম ডিএসএসসি (এএমসি) এবং ৬৯তম ডিএসএসসি (এডিসি)-পুরুষ/মহিলা -নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিস্তারিত সার্কুলার নিচে তুলে ধরা হলো। 

    যোগ্যতাঃ

    ১। বয়স। ০১ জুলাই ২০২৪ তারিখে অনূর্ধ্ব ২৮ বছর (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)।

    ২। শারীরিক মান (ন্যূনতম)।

    পুরুষদের ক্ষেত্রে:-

    ক.উচ্চতা:-১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি)

    খ.ওজন:-৫৭.০০ কেজি (১২৬ পাউন্ড)

    গ.বুক:-স্বাভাবিক - ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি)

    প্রসারণ - ০.৮১ মিটার (৩২ ইঞ্চি)


    মহিলাদের ক্ষেত্রে:-

    উচ্চতা:-১.৫৫ মিটার (৫ ফুট ১ ইঞ্চি)

    ওজন:-৪৯.০০ কেজি (১০৯ পাউন্ড)

    বুক:-স্বাভাবিক - ০.৭১ মিটার (২৮ ইঞ্চি)

    প্রসারণ - ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি)


    * উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবেন।


    ৩। শিক্ষাগত যোগ্যতা (ন্যূনতম)।


    ক। আর্মি মেডিকেল কোর (পুরুষ/মহিলা) এর জন্য।


    (১) এমবিবিএস ডিগ্রী (সরকার কর্তৃক স্বীকৃত মেডিকেল কলেজ)।

    (২) ইন্টার্ণশীপ সম্পন্নকারী।

    (৩) উচ্চ মাধ্যমিক।

    (ক) জাতীয় মাধ্যম।এইচএসসি'তে জিপিএ-৫।

    (খ) ইংরেজী মাধ্যম। 'এ' লেভেলে ২টি বিষয়ের মধ্যে ন্যূনতম ১টিতে 'এ' এবং ১টিতে 'বি' গ্রেড।

    (৪) মাধ্যমিক।

    (ক) জাতীয় মাধ্যম। এসএসসি'তে জিপিএ-৫।

    (খ) ইংরেজী মাধ্যম। 'ও' লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ন্যূনতম ৩টিতে 'এ' এবং ৩টিতে 'বি' গ্রেড।


    খ। আর্মি ডেন্টাল কোর (পুরুষ/মহিলা) এর জন্য।


    (১) বিডিএস ডিগ্রী (সরকার কর্তৃক স্বীকৃত মেডিকেল/ডেন্টাল কলেজ)।

    (২) ইন্টার্ণশীপ সম্পন্নকারী।

    (৩) উচ্চ মাধ্যমিক।

    (ক) জাতীয় মাধ্যম। এইচএসসি'তে জিপিএ-৫।

    (খ) ইংরেজী মাধ্যম। 'এ' লেভেলে ২টি বিষয়ের মধ্যে ন্যূনতম ১টিতে 'এ' এবং ১টিতে 'বি' গ্রেড।

    (৪) মাধ্যমিক।

    (ক) জাতীয় মাধ্যম। এসএসসি'তে জিপিএ-৫।

    (খ) ইংরেজী মাধ্যম। 'ও' লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ন্যূনতম ৩টিতে 'এ' এবং ৩টিতে 'বি' গ্রেড।


    ৪। বৈবাহিক অবস্থা।

    ক। পুরুষ। অবিবাহিত। তবে, ০১ জুলাই ২০২৪ তারিখে যাদের বয়স ২৬ বছরের উপরে হবে সে সকল বিবাহিত পুরুষ প্রার্থীগণও আবেদন করতে পারবেন।

    খ। মহিলা। বিবাহিতা/অবিবাহিতা।

    ৫। জাতীয়তা। জন্মসূত্রে বাংলাদেশী নাগরিক।


    অযোগ্যতাঃ

    ৬। সেনা/নৌ/বিমান বাহিনী অথবা যে কোন সরকারী চাকরি হতে অপসারিত/বরখাস্ত।

    ৭। আইএসএসবি (ISSB) কর্তৃক ০২ (দুই) বার স্ক্রিন্ড আউট/প্রত্যাখ্যাত (একবার স্ক্রিন্ড আউট ও একবার প্রত্যাখ্যাত হলে আবেদন করা যাবে)। তবে ০৫ (পাঁচ) বছর পূর্বে ০২ (দুই) বার স্ক্রিন্ড আউট/প্রত্যাখ্যাত প্রার্থীগণও আবেদন করতে পারবেন। 

    ৮। প্রতিটি চোখের দৃষ্টিক্ষীনতা ও দূরদৃষ্টি ২.৫ ডাইঅল্টার এর বেশি এবং বিষমদৃষ্টি ১.০ ডাইঅল্টার এর বেশি হলে সেক্ষেত্রে অযোগ্য বলে বিবেচিত হবেন।

    ৯। সেনা, নৌ ও বিমান বাহিনীর আপিল মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য ঘোষিত।

    ১০। মেডিকেল ও ডেন্টাল কলেজের সকল পেশাগত পরীক্ষাসমূহে সর্বমোট ০২ (দুই) বা ততোধিক বিষয়ে রেফার্ড প্রাপ্ত ডাক্তারগণ সেনাবাহিনীতে ভর্তির জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন।

    ১১। দ্বৈত নাগরিকত্ব অথবা বাংলাদেশ ব্যতীত অন্য কোন দেশে স্থায়ীভাবে বসবাসের অনুমতি থাকলে।


    আবেদন করার পদ্ধতিঃ


    ১২। ১৯ জানুয়ারি ২০২৪ হতে ২৪ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ পর্যন্ত তারিখ পর্যন্ত শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে। 

    ১৩। আবেদনকারী প্রার্থীগণকে https://joinbangladesharmy.army.mil.bd ওয়েবসাইটে প্রবেশ করে Home Page এর উপরে ডান পার্শ্বে Apply Now তে ক্লিক করে বর্ণিত কোর্সে Apply করতে হবে।

    ১৪। আবেদনকারী প্রার্থীগণকে টেলিটক, VISA/Master Card, TAP, Bkash, Nagad, Rocket ইত্যাদির মাধ্যমে ১,০০০/- (এক হাজার) টাকা আবেদন ফি এবং ১,০০০/- (এক হাজার) অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ সর্বমোট ২,০০০/- (দুই হাজার) টাকা (অফেরৎযোগ্য) প্রদান করতে হবে। আবেদন প্রক্রিয়াতেই ওয়েব সাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি ও অনলাইন রেজিস্ট্রেশন ফি প্রদান করা যায় এবং তাৎক্ষণিকভাবে প্রাথমিক সাক্ষাৎকারের কল-আপ লেটার পাওয়া যায়। 

    ১৫। অনলাইনে আবেদন করতে যে কোন প্রকার অসুবিধা হলে ওয়েবসাইটে দেখানো সাপোর্ট নম্বর: +৮৮০১৭১৩১৬১৯৭৯ এবং ই-মেইল: joinarmy.helpdesk@gmail.com এ যোগাযোগ করা যাবে।


    নির্বাচন পদ্ধতিঃ


    ১৬। লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষা (পেশাগত বিষয়ে ১০০ নম্বর) আগামী ০১ মার্চ ২০২৪ তারিখ ০৯০০ ঘটিকায় শহীদ বীর বিক্রম রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতঃ প্রার্থীরা কল-আপ লেটার প্রিন্ট করে নিবেন এবং পরীক্ষার সময় কল-আপ লেটার সাথে বহন করবেন। লিখিত পরীক্ষার ফলাফল এপ্রিল ২০২৪ মাসের ১ম সপ্তাহে ওয়েবসাইট ও এসএমএস/টেলিফোনের মাধ্যমে জানানো হবে।


    ১৭। প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা আগামী ২১ এপ্রিল ২০২৪ হতে ৩০ এপ্রিল ২০২৪ তারিখ পর্যন্ত ডিজিএমএস অফিস, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষার সময় সকল পরীক্ষার সার্টিফিকেট ও মার্কসীট এর মূলকপি (এসএসসি/ও লেভেল, এইচএসসি/এ লেভেল, এমবিবিএস/বিডিএস, ইন্টার্ণশীপ, বিএমডিসি রেজিষ্ট্রেশন কার্ড, এফসিপিএস পার্ট-১ যদি থাকে এবং কল-আপ লেটার) প্রদর্শন করতে হবে, অন্যথায় অযোগ্য বলে বিবেচিত হবেন।

    ১৮। আইএসএসবি পরীক্ষা। লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ঢাকা সেনানিবাসে অবস্থিত আইএসএসবি এর নিকট পরীক্ষা/সাক্ষাৎকারের জন্য নির্ধারিত তারিখে উপস্থিত হতে হবে। পরীক্ষা/সাক্ষাৎকারের তারিখ আইএসএসবি'র ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এই পরীক্ষা চার দিনে সম্পন্ন হবে এবং যাবতীয় ব্যয় সরকার কর্তৃক বহন করা হবে।

    ১৯। চূড়ান্ত নির্বাচন এবং যোগদান নির্দেশিকা প্রদান। উপরোক্ত সকল পরীক্ষায় যোগ্য প্রার্থীদের শূন্যাসনের অনুকূলে মেধাক্রম অনুযায়ী সেনাবাহিনী সদর দপ্তর, এ্যাডজুটেন্ট জেনারেল শাখা, পার্সোনেল এ্যাডমিনিস্ট্রেশন পরিদপ্তর কর্তৃক চূড়ান্তভাবে নির্বাচিত ঘোষণা এবং যোগদান নির্দেশিকা প্রদান করা হবে।

    ২০। আইএসএসবি গ্রীণ কার্ডের মেয়াদ ০১ বছর (৩৬৫ দিন) বলবৎ থাকবে।


    প্রশিক্ষণ ও কমিশনঃ


    ২১। বিএমএ প্রশিক্ষণ। চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পর ট্রেইনি অফিসার হিসাবে বিএমএ'তে ২৪ (চব্বিশ) সপ্তাহ প্রশিক্ষণ গ্রহণ করবেন।

    ২২। কমিশন ও পশ্চাৎ প্রবীণতা। প্রশিক্ষণ সমাপ্তির পর কৃতকার্য ট্রেইনি অফিসারগণ ক্যাপ্টেন পদে কমিশন এবং কমিশনের তারিখ হতে নিম্নরূপভাবে পশ্চাৎ প্রবীণতা (এ্যান্টিডেট সিনিয়রিটি) প্রদান করা হবেঃ


    ক। আর্মি মেডিকেল কোর (এএমসি)। ০৩ (তিন) বছর।

    খ। আর্মি ডেন্টাল কোর (এডিসি)। ০২ (দুই) বছর ০৬ (ছয়) মাস।


    প্রাপ্ত সুযোগ সুবিধাঃ


    ২৩। বেতন-ভাতা। সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধাদিসহ সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী প্রশিক্ষণার্থী অফিসারগণ বেতন ও ভাতা প্রাপ্ত হবেন।


    ২৪। অন্যান্য বিশেষত্বঃ


    ক। উচ্চতর শিক্ষা ও বিদেশে প্রশিক্ষণ। কমিশনপ্রাপ্ত অফিসারগণ ব্যক্তিগত যোগ্যতার ভিত্তিতে উচ্চতর শিক্ষা ও বিদেশে প্রশিক্ষণের সুযোগ পাবেন।

    খ। বাসস্থান। নিরাপদ ও মনোরম পরিবেশে প্রাধিকার অনুযায়ী বাসস্থান প্রাপ্তির সুযোগ পাবেন।

    গ। চিকিৎসা। সামরিক হাসপাতালসমূহে উন্নতমানের চিকিৎসা সুবিধা ও দুরারোগ্য ব্যাধিতে উন্নত চিকিৎসার প্রয়োজন হলে বিধি মোতাবেক নগদ অর্থ প্রদানসহ বিদেশে সুচিকিৎসার সুযোগ পাবেন।

    ঘ। সন্তানদের অধ্যয়ন। নিজ সন্তানদের জন্য ক্যাডেট কলেজ, আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ (AFMC), মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (MIST), বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্(BUP) এবং সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত স্কুল/কলেজে অধ্যয়নের সুযোগ রয়েছে।


    বিশেষ নির্দেশনাঃ


    ২৫। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদেরকে বিএমএ'তে যোগদানের পূর্বে সাঁতার শেখার জন্য উপদেশ দেয়া হলো।

    ২৬। এএফএমসি হতে পাশকৃত প্রার্থীগণ এএফএমসি'র মাধ্যমে অন-লাইনে আবেদন করতে হবে।

    ২৭। বিজ্ঞপ্তির যে কোন অংশ পরিবর্তনের ক্ষমতা সেনাবাহিনী সদর দপ্তর সংরক্ষণ করে।

    ২৮। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদানপত্র প্রদান/বাতিলের ক্ষমতা সেনাবাহিনী সদর দপ্তর সংরক্ষণ করে।

    সেনাবাহিনী নিয়োগ ২০২৪ সার্কুলার pdf

    আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন

    বাংলাদেশে সেনাবাহিনী নিয়োগ ২০২৪





    Tag:বাংলাদেশে সেনাবাহিনী নিয়োগ ২০২৪ (পুরুষ,মহিলা,বিবাহিত,অবিবাহিত),সেনাবাহিনী নিয়োগ ২০২৪ সার্কুলার pdf,bangladesh army job circular 2024

                                   
    Previous Post Next Post


    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com



    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com

    (সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Facebook এবং Telegram পেজ)