মোবাইল নিবন্ধন চেক ২০২৪ নিয়ম,ওয়েবসাইট | BTRC mobile Registration check | মোবাইল নিবন্ধন করার নিয়ম,দেশি,বিদেশি

মোবাইল নিবন্ধন চেক ২০২৪ নিয়ম,ওয়েবসাইট | BTRC mobile Registration check | মোবাইল নিবন্ধন করার নিয়ম,দেশি,বিদেশি


আসছালামু আলাইকুম সম্মানিত পাঠকবৃন্দ সবাইকে আমাদের ওয়েবসাইটে স্বাগতম। আসা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। প্রিয় পাঠকবৃন্ধ মঙ্গলবার (১৬ জানুয়ারি ২০২৪) এক মতবিনিময় সভায় দেশে অনিবন্ধিত মোবাইল ফোন বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। মোবাইল ফোনের ডেটাবেজ এবং অটোমেটিক রেজিস্ট্রেশনের ব্যবস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) রয়েছে। তাই আপনার হাতের ফোনটি নিবন্ধন কিনা তা জানা জরুরি।

আসুন জেনে নেয়া যাক মোবাইল নিবন্ধন চেক করার পদ্ধতি:প্রথমে আপনাকে আপনার মোবাইলের আইএমআই নাম্ভার জানতে হবে। মোবাইল হ্যান্ডসেটের আইএমইআই নম্বর জানা না থাকলে ডায়াল অপশনে গিয়ে *#০৬# চাপলে আইএমইআই নম্বর পাওয়া যাবে।

এছাড়া মোবাইলের বক্সে কিংবা মোবাইলের পেছনে একটি স্টিকারেও এটি লেখা থাকে। তারপর নিচের নিয়ম অনুসরণ করে আপনার হাতের হ্যান্ডসেট নিবন্ধন কি না জানতে পারবেন।

    মোবাইল নিবন্ধন চেক করার নিয়ম

    ১ নাম্ভার নিয়ম

    ধাপ ১ - আপনার ফোনের মেসেজ অপশনে গিয়ে KYD লিখে একটি Space দিয়ে ১৫ ডিজিটের IMEI নম্বরটি লিখুন। 

    উদাহরণস্বরূপঃ KYD 123456789012345

    ধাপ ২ - IMEI নম্বরটি লিখার পর ১৬০০২ নম্বরে প্রেরণ করুন।

    ধাপ ৩ - স্বয়ংক্রিয়ভাবে তাৎক্ষনিক ফিরতি মেসেজ এর মাধ্যমে মোবাইল হ্যান্ডসেটের বৈধতা সম্পর্কে জানতে পারবেন।


    ২ নাম্ভার নিয়ম

    ধাপ ১ - মোবাইল হ্যান্ডসেটটির ডায়াল অপশনে গিয়ে *১৬১৬১# নম্বরে ডায়াল করুন।

    ধাপ ২ - একটি অটোমেটিক বক্স আসবে, সেখানে মোবাইল হ্যান্ডসেটটির ১৫ ডিজিটের IMEI নম্বরটি লিখে প্রেরণ করুন।

    ধাপ ৩- স্বয়ংক্রিয়ভাবে তাৎক্ষনিক ফিরতি মেসেজ এর মাধ্যমে মোবাইল হ্যান্ডসেটটির হালনাগাদ জানানো হবে।

    হ্যান্ডসেট নিবন্ধন কবে থেকে শুরু?

    বিটিআরসি বলছে, মার্চ থেকে চালু হবে এনইআইআর কার্যক্রম। ফেব্রুয়ারির মধ্যে ব্যবসায়ীদের কাছে থাকা অবৈধ হ্যান্ডসেট নিবন্ধন করে নিতে হবে। তবে বর্তমানে গ্রাহক ব্যবহার করছেন এমন আনঅফিসিয়াল হ্যান্ডসেট স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে।

    গ্রাহকদের সচেতন করতে এখন থেকে হ্যান্ডসেট কেনার আগে বৈধ কি না তা যাচাই করে নেয়ার অনুরোধ জানিয়েছে বিটিআরসি।

    neir.btrc.gov.bd ওয়েব লিংকে গিয়ে বিদ্যমান সিটিজেন পোর্টাল এবং মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ার সেন্টারেও এই সেবা পাবেন গ্রাহকরা।


    বিদেশি মোবাইল রেজিস্ট্রেশন করার নিয়ম

    প্রথমে neir.btrc.gov.bd লিংকে ভিজিট করে আপনার ব্যক্তিগত অ্যাকাউন্ট রেজিস্টার করুন। এরপর পোর্টালের Special Registration সেকশনে গিয়ে মোবাইল হ্যান্ডসেট এর IMEI নম্বরটি দিন।

    প্রয়োজনীয় ডকুমেন্টের ছবি/স্ক্যান কপি(যেমনঃ পাসপোর্টের ভিসা/ইমিগ্রেশন তথ্যাদি, ক্রয় রশিদ ইত্যাদি) আপলোড করুন এবং Submit বাটনটি প্রেস করুন।

    হ্যান্ডসেটটি বৈধ হলে স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে। হ্যান্ডসেটটি বৈধ না হলে এসএমএস এর মাধ্যমে গ্রাহককে জানিয়ে পরীক্ষাকালীন সময়ের জন্য নেটওয়ার্কে সংযুক্ত রাখা হবে। 

    সেই সময় পার হলে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। মোবাইল অপারেটরের নিকটস্থ কাস্টমার কেয়ার সেন্টারের সাহায্যেও এই সেবা নেয়া যাবে। 

    বর্তমানের ব্যাগেজ রুলস অনুযায়ী একজন ব্যক্তি বিদেশ থেকে শুল্কবিহীন সর্বোচ্চ দুইটি এবং শুল্কপ্রদান করে আরও ছয়টি হ্যান্ডসেট সাথে আনতে পারেন।


    মোবাইল রেজিস্ট্রেশন করতে কত টাকা লাগবে?


    প্রিয় পাঠকবৃন্ধ মোবাইল রেজিষ্ট্রেশন করতে কোন টাকা লাগবে না। কারন আপনি মোবাইল কেনার সময় সেই ট্যাক্স দিয়ে মোবাইলটি দোকানদার থেকে কিনছেন।

    শেষ কথা:-  আজকে আমরা এই আর্টিকেলে মোবাইল নিবন্ধন সম্পর্কিত সকল তথ্য শেয়ার করার চেষ্টা করেছি। আসা করি তোমাদের উপকারে আসবে। 

    Tag:মোবাইল নিবন্ধন চেক,বিদেশি মোবাইল রেজিস্ট্রেশন করার নিয়ম,মোবাইল রেজিস্ট্রেশন বাংলাদেশ,BTRC mobile Registratio,বিদেশ থেকে আনা মোবাইল নিবন্ধন করার নিয়ম

                                   
    Previous Post Next Post


    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com



    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com

    (সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Facebook এবং Telegram পেজ)