বিজয় দিবসের উপস্থাপনা | বিজয় দিবস অনুষ্ঠান উপস্থাপনার স্ক্রিপ্ট pdf | ১৬ ডিসেম্বর উপস্থাপনার নমুনা স্ক্রিপ্ট


বিজয় দিবসের উপস্থাপনা | বিজয় দিবস অনুষ্ঠান উপস্থাপনার স্ক্রিপ্ট pdf

আসছালামু আলাইকুম সম্মানিত পাঠকবৃন্দ সবাইকে আমাদের ওয়েবসাইটে স্বাগতম। আসা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। প্রিয় পাঠকবৃন্ধ বিজয় দিবস উপলক্ষে আজকে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি বিজয় দিবসের উপস্থাপনা স্ক্রিপ্ট। তোমরা যারা ১৬ ডিসেম্বর ~বিজয় দিবস অনুষ্ঠান উপস্থাপনার নমুনা স্ক্রিপ্ট খুজতেছো আসা করি তোমাদের উপকারে আসবে। 

    বিজয় দিবসের উপস্থাপনা

    *ক। অতিথিবৃন্দের আগমনের ঘোষণা

    খ। মঞ্চে আসন গ্রহণ

    *গ। ফুলের বুকে/তোড়া প্রদান

    *ঘ। অনুষ্ঠান শুরুর অনুমতি

    *ঙ। ধর্মগ্রন্থ পাঠ ও তর্জমা

    *চ। বক্তব্যের সিকোয়েন্স তৈরি

    *ছ। পুরস্কার বিতরনী ঘোষণা

    *জ। সাংস্কৃতিক অনুষ্ঠানের সিকোয়েন্স তৈরি

    ঝ। সমাপ্তি ঘোষণা/ সমাপনী বক্তব্য

    আরো দেখুন

    ক। প্রধান/বিশেষ অতিথির

    আগমনঃ- নমুনাঃ

    * সম্মানিত সুধী, এইমাত্র আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি/ সভাপতি জনাব, আছেন.... সাথে সকলকে স্বাগত জানাচ্ছি।


    খ। মঞ্চে আসন গ্রহণ

    নমুনাঃ

    *এখন, আজকের অনুষ্ঠানের সভাপতিকে উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি ও অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দকে সাথে নিয়ে মঞ্চে এসে আসন গ্রহন করার জন্য অনুরোধ করছি ।


    গ। ফুলের বুকে/তোড়া প্রদান

    নমুনাঃ

    * প্রিয় সুধী,

    * ১।এখন আমন্ত্রিত অতিথি জনাব ফুলের তোড়া প্রদান করবে...(আগে ঠিক করে রাখবে কাদের মাধ্যমে ফুটের তুরা দিবেন) কে

    ২।...

    ৩।...


    ঘ। অনুষ্ঠান শুরুঃ ১

    নমুনাঃ (প্রথমে অনুমতি গ্রহণ)

    এখন, আজকের অনুষ্ঠান শুরু করার জন্য অনুষ্ঠানের সভাপতি জনাব, কাছে সদয় অনুমতি প্রার্থনা করছি । .এর

    ধন্যবাদ, আপনাকে।


    ঘ। অনুষ্ঠান শুরুঃ ২

    নমুনাঃ

    আজ ১৬ ডিসেম্বর। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১ সালের এই দিনে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি বাহিনীর প্রায় ৯২ হাজার সদস্য বাংলাদেশর যৌথবাহিনীর কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে

    *এর ফলে পৃথিবীর বুকে বাংলাদেশ নামে একটি নতুন স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের অভ্যুদয় ঘটে।


    ঘ। অনুষ্ঠান শুরুঃ ২

    নমুনাঃ (ঘোষণা-কবিতাংশ)

    “পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের- 

    কখনোই ভয় করিনাকো আমি উদ্যত কোনো খড়গের।

    শত্রুর সাথে লড়াই করেছি, স্বপ্নের সাথে বাস;

    * অস্ত্রেও শান দিয়েছি যেমন শস্য করেছি চাষ;

    একই হাসিমুখে বাজায়েছি বাঁশি, গলায় পরেছি ফাঁস;

    আপোষ করিনি কখনোই আমি- এই হ'লো ইতিহাস।”


    ঘ। অনুষ্ঠান শুরুঃ ২

    নমুনাঃ (ঘোষণা)

    .প্রতিষ্ঠান আয়োজিত মহান বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে উপস্থিত সকলকে স্বাগত জানাচ্ছি।

    অনুষ্ঠান উপস্থাপনায় আছি আমি.......۰۰۱


    ঙ। ধর্মগ্রন্থ পাঠ ও তর্জমাঃ

    নমুনাঃ

    * অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও তর্জমা করার জন্য মঞ্চে আহবান করছি জনাব... কে।

    ধন্যবাদ জনাব।


    চ। বক্তব্যের সিকোয়েন্স তৈরিঃ ১

    নমুনাঃ (শিক্ষার্থীর মধ্যে ২/১ জন) বা রাজনৈতিক হলে ২/৩ জন)

    ১৬ ডিসেম্বর যেন আমাদের কোটি প্রাণের স্পন্দন। প্রিয় সুধী, মহান বিজয় দিবস নিয়ে কিশোর- যুবাদেরও রয়েছে প্রগাঢ় অনুভূতি। এখন, বিজয় দিবসে নিজের প্রত্যাশা ও অনুভূতি উপস্থাপন করবে.........

    ধন্যবাদ...কে, তার চমৎকার বক্তব্যের জন্য।


    (শিক্ষার্থীর বক্তব্য)

    * এবার ......কলেজের বর্ষের শিক্ষার্থীদের ... মধ্য থেকে বক্তব্য উপস্থাপন করবে....

    * ধন্যবাদ...কে তার চমৎকার বক্তব্যের জন্য।

    **এর ফাঁকে ফাঁকে কিছু প্রাসঙ্গিক কবিতার লাইন বলতে পারেন ।


    (এরপর সম্মানিত শিক্ষকদের মধ্যে ২/৩ জনের বক্তব্য)

    * এবার ......বিভাগের অধ্যাপক জনাব কে মহান বিজয় দিবসের তাৎপর্য নিয়ে বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি।

    * ধন্যবাদ...স্যারকে তাঁর তথ্যসমৃদ্ধ বক্তব্যের জন্য। (এভাবে ২/৩ জন শিক্ষক)।


    (এরপর আমন্ত্রিত অতিথির বক্তব্য)

    এবার বক্তব্য প্রদান করার জন্য প্রতিষ্ঠানের জনাব কে অনুরোধ করছি তাঁর মুল্যবান বক্তব্য প্রদান করার জন্য।

    * ধন্যবাদ.. মহোদয়কে তাঁর আকর্ষণীয় বক্তব্যের জন্য। 


    (এরপর সভাপতির বক্তব্য)

    * এবার বক্তব্য প্রদান করার জন্য প্রতিষ্ঠানের সভাপতি/ অধ্যক্ষ জনাব ......কে বিজয় দিবসের গুরুত্ব নিয়ে তাঁর মুল্যবান অভিমত ব্যক্ত করার জন্য অনুরোধ করছি।

    * ধন্যবাদ সভাপতি/অধ্যক্ষ মহোদয়কে তাঁর অনুপ্রেরণামূলক বক্তব্যের জন্য।


    ছ। পুরস্কার প্রদানের ঘোষণা-

    নমুনাঃ সম্মানিত সুধী, মহান বিজয় দিবস উপলক্ষে আমরা রচনা, চিত্রাংকন, ভাষণ, আবৃত্তি এবং কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছিলাম । এসব ইভেন্টে অসংখ্য ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেছিলো।

    এখন আয়োজিত এসকল প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের পালা।

    * বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়ার জন্য অনুষ্ঠানের সম্মাণিত অতিথিবৃন্দকে অনুরোধ করছি।


    জ। সাংস্কৃতিক অনুষ্ঠানের সিকোয়েন্স তৈরিঃ- 

    নমুনাঃ

    * সম্মানিত সুধী, অনুষ্ঠানের এ পর্যায়ে আজকের মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে রয়েছে একটি সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান।

    *এই পর্বটি শুরু করতে মঞ্চ প্রস্তুত করার জন্য আপনাদের কাছে কিছু সময় চেয়ে নিচ্ছি।

    * – এরপর, সংগীত, নৃত্য,আবৃত্তি, কৌতুক, নাটিকা ইত্যাদি পরিবেশনা ধারাবাহিকভাবে চলবে।


    ঝ। সমাপ্তি ঘোষণা/ সমাপনী বক্তব্য

    নমুনাঃ প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ধৈর্য সহকারে এবং সুশৃঙ্খলভাবে আজকের মহান বিজয় দিবস উদযাপন অনুষ্ঠান উপভোগ করার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

    অনুষ্ঠান উপস্থাপনায় ছিলাম আমি......

    (আপনার নাম)


    বিজয় দিবস অনুষ্ঠান উপস্থাপনার স্ক্রিপ্ট pdf 

     
     Name
    বিজয় দিবস অনুষ্ঠান উপস্থাপনার স্ক্রিপ্ট pdf 
    স্ক্রিপ্ট ক্রেডিট & কপিরাইট : 

    Tag:বিজয় দিবসের উপস্থাপনা | বিজয় দিবস অনুষ্ঠান উপস্থাপনার স্ক্রিপ্ট pdf

                                   
    Previous Post Next Post


    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com



    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com

    (সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Facebook এবং Telegram পেজ)