ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের অধীনে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। আজ শনিবার (২৫ জানুয়ারি) বেলা ১১টায় শুরু হয়ে সাড়ে ১২টায় পরীক্ষা শেষ হয়। সকাল থেকেই ভর্তিচ্ছু শিক্ষার্থীরা পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করেন। তাদের সঙ্গে আসা অভিভাবকদের উপস্থিতিতে কেন্দ্রের বাইরে ছিল ভিড়।
দেশের আটটি বিভাগীয় শহরে একযোগে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাবি ক্যাম্পাসে পরীক্ষা শুরুর আগে দেখা যায়, কলা ভবনের সামনে শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন। প্রবেশের আগে তল্লাশি শেষে তাদের পরীক্ষাকক্ষে প্রবেশ করতে দেওয়া হয়। বাইরে বিভিন্ন স্থানে অপেক্ষমাণ অভিভাবকরা ছিলেন গল্পে মশগুল। তবে অনেকের মুখে ছিল চিন্তার ছাপ।
এ বছর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে মোট আসন সংখ্যা ২ হাজার ৯৩৪টি। ঢাকার পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি), চট্টগ্রাম বিভাগের পরীক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি), রাজশাহীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি), খুলনায় খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি), সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি), রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি), বরিশালে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) এবং ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ঢাবির কলা অনুষদের ডিন অফিস সংলগ্ন পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করবেন বলে জনসংযোগ দপ্তর থেকে জানানো হয়েছে। শিক্ষার্থীদের সকাল ১০টার মধ্যে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়। এছাড়া, পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগ পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করার সুযোগ রাখা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় 'খ' ইউনিট প্রশ্ন ২০২৫
লেকচার ঢাকা বিশ্ববিদ্যালয় 'খ' ইউনিট প্রশ্ন ও সমাধান ২০২৪-২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয় 'খ' ইউনিট প্রশ্ন ও সমাধান ২০২৪-২০২৫ (CIADEMY)
ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট ২০২৪-২৫ ভর্তি পরীক্ষার সমাধান (Brritto)
Tag:ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট প্রশ্ন সমাধান ২০২৪-২০২৫ PDF,ঢাবি খ ইউনিট ভর্তি পরীক্ষার প্রশ্ন ও উত্তর ২০২৫
Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)