ডিগ্রি ৩য় বর্ষ রাষ্ট্রবিজ্ঞান ৫ম পত্র সাজেশন ২০২৩ (ডিগ্রী পাস ২০২১) | Degree 3rd Year Political Science 5th Paper Suggestion 2023 | রাষ্ট্রবিজ্ঞান ৫ম পত্র সাজেশন ২০২৩


Any business enquiry contact us

Email:- Educationblog24.com@gmail.com


 

ডিগ্রি ৩য় বর্ষ রাষ্ট্রবিজ্ঞান ৫ম পত্র সাজেশন ২০২৩ (ডিগ্রী পাস ২০২১) | Degree 3rd Year Political Science 5th Paper Suggestion 2023 | রাষ্ট্রবিজ্ঞান ৫ম পত্র সাজেশন ২০২৩

রাষ্ট্রবিজ্ঞান ৫ম পত্র সাজেশন

    ক- বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

    ১. স্থানীয় সরকার বলতে কী বুঝ?

    উত্তর: স্থানীয় সরকার জাতীয় সরকারের একটি অংশ বিশেষ কোন স্থানীয় প্রশাসনের সাথে জড়িত,সরকারি কর্মকর্তাদের দ্বারা পরিচালিত এবং কার্যাবলী সম্পাদনের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে

    দায়বদ্ধ থাকে।

    ২. স্থানীয় সরকার ইংরেজি প্রতিশব্দ লেখা

    উত্তর: স্থানীয় সরকার এর ইংরেজি প্রতিশব্দ (Local government),

    ৩. স্থানীয় সরকার অধ্যয়নের দুটি পদ্ধতির নাম লেখ।

    উত্তর: স্থানীয় সরকার অধ্যয়নের দুটি পদ্ধতির নাম হলো- ১. ঐতিহাসিক পদ্ধতি ও ২. দার্শনিক পদ্ধতি।

    ৪. স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার এর দুটি উদাহরণ দাও।

    উত্তর: স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার এর দুটি উদাহরণ হলো- ১. ইউনিয়ন পরিষদ ও ২. উপজেলা

    পরিষদ।

    ৫. কে চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা প্রবর্তন করেন?

    উত্তর: লর্ড কর্ণওয়ালিশ চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা প্রবর্তন করেন।

    ৬. ব্রিটিশ ভারতে 1870 সালের চৌকিদার পঞ্চায়েত আইন কে প্রণয়ন করেন?

    উত্তর: ব্রিটিশ ভারতে 1870 সালের চৌকিদার লর্ড মেয়ো প্রবর্তন করেন।

    ৭. মৌলিক গণতন্ত্র আদেশ কত সালে জারি করা হয়েছিল?

    উত্তর: মৌলিক গণতন্ত্র আদেশ 1959 সালের 27 অক্টোবর জারি করা হয়েছিল। 

    ৮. মৌলিক গণতন্ত্র কে প্রবর্তন করেন?

    উত্তর: মৌলিক গণতন্ত্র প্রবর্তন করেন জেনারেল আইয়ুব খান। 

    ৯. বাংলাদেশের স্থানীয় সরকারের স্তর কয়টি?

    উত্তর: বাংলাদেশের স্থানীয় সরকারের স্তর তিনটি। ১০. বাংলাদেশের স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তর কোনটি?

    উত্তর: বাংলাদেশের স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তর ইউনিয়ন পরিষদ।

    ১১. ইউনিয়ন পরিষদের যেকোনো দুটি লক্ষ্য উদ্দেশ্য লেখ।

    উত্তর: ইউনিয়ন পরিষদের দুটি লক্ষ্য উদ্দেশ্য হলো- ১. গ্রাম বা পল্লীশ্রী বৃদ্ধি করা এবং ২. গ্রামের

    জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা।

    ১২. বাংলাদেশের উপজেলার সংখ্যা কত?

    উত্তর: বাংলাদেশের উপজেলার সংখ্যা 495 টি।

    ১৩. উপজেলা পরিষদের নির্বাচিত প্রধানের পদবী কী?

    উত্তর: উপজেলা পরিষদের নির্বাচিত প্রধানের পদবী চেয়ারম্যান।

    ১৪. জেলা পরিষদের মোট নির্বাচিত সদস্য কতজন? উত্তর: জেলা পরিষদের মোট নির্বাচিত সদস্য ২১ জন।

    ১৫. জেলার প্রধান প্রশাসনিক কর্মকর্তা কে?

    উত্তর: জেলার প্রধান প্রশাসনিক কর্মকর্তা জেলা প্রশাসক।

    ১৬. সিদ্ধান্ত গ্রহণের প্রথম ধাপ কোনটি? উত্তর: সিদ্ধান্ত গ্রহণের প্রথম ধাপ সমস্যা নির্ণয়।

    ১৭. স্থানীয় পরিকল্পনা কী?

    উত্তর: স্থানীয় পরিকল্পনা বলতে তৃণমূল পর্যায়ের পরিকল্পনাকে বুঝায় যেখানে জনগণের স্বতঃস্ফূর্ত

    অংশগ্রহণ রয়েছে।

    ১৮. জাতীয় অর্থনৈতিক পরিষদ কি?

    উত্তর: জাতীয় অর্থনৈতিক নীতি নির্ধারণ কারী পরিষদ। 

    ১৯. প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কাল উল্লেখ কর।

    উত্তর: প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কাল 1971-78 সাল পর্যন্ত। 

    ২০. গ্রামীণ সমাজের প্রধান বৈশিষ্ট্য কী?

    উত্তর: গ্রামীণ সমাজের প্রধান বৈশিষ্ট্যগুলো কৃষিভিত্তিক জীবনব্যবস্থা 

    ২১. কয়েকজন এলিট তাত্ত্বিকের নাম লেখ।

    উত্তর: কয়েকজনের তাত্ত্বিকের নাম হল ডিলফ্রেডো প্যারেটো, গায়েটানো মসকা, রবার্ট মিচেলস,

    রাইট মিলস, হ্যারল্ড ডি. ল্যাসওয়েল প্রমুখ।

    ২২. গ্রাম্য আদালত কী?

    উত্তর: গ্রাম অঞ্চলের ছোট ছোট দেওয়ানি ও ফৌজদারি মামলা নিষ্পত্তির জন্য ইউনিয়ন পরিষদ এর আওতায় যে আদালত গঠিত হয়, তাকে গ্রাম্য আদালত বলে।

    ২৩. পোষক কি?

    উত্তর: পোষক হল গ্রাম্য ধনী ব্যক্তি। 

    ২৪. 'Leadership’শব্দটি কোন শব্দ থেকে এসেছে?

    উত্তর: 'Leadership' শব্দটি 'Lead' শব্দ থেকে এসেছে।

    ২৫. কাবিখা কী?

    উত্তর: কাবিখা হলো কাজের বিনিময়ে খাদ্য।

    ২৬. বাংলাদেশের রাজনীতিতে স্থানীয় অংশগ্রহণকারীদের কী বলা হয়?

    উত্তর: বাংলাদেশের রাজনীতিতে স্থানীয় অংশগ্রহণকারীদের মৌসুমী অংশ

    ২৭. বাংলাদেশ সংরক্ষিত মহিলা আসনের সংখ্যা কত?

    উত্তর: বাংলাদেশের সংরক্ষিত মহিলা আসনের সংখ্যা 50 টি।

    ২৮. BRDB এর পূর্ণ রূপ কী?

    উত্তর: BRDB এর পূর্ণ রূপ হলো Bangladesh Academy Rural Development Board.

    ২৯. "Man is buy nature of social and political animal. " —উক্তিটি কার? উত্তর: "Man is buy nature of social and political animal."- উক্তিটি রাষ্ট্রবিজ্ঞানের জনক এরিস্টটল।

    ৩০. 'Little Republic' কাকে বলা হতো? 

    উত্তর: প্রাচীন ভারতের ক্ষুদ্র ক্ষুদ্র গ্রামগুলোকে 'Little Republic' কাকে বলা হতো।


    খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলী


    ১. স্থানীয় সরকারের সংজ্ঞা দাও।

    ২. স্থানীয় স্বায়ত্বশাসন শাসন কাকে বলে? 

    ৩. স্থানীয় সরকার ও স্থানীয় স্বায়ত্বশাসিত সরকারের মধ্যে পার্থক্য কি

    ৪. স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার সম্পর্কে লর্ড রিপনের প্রস্তাবগুলো কি ছিল?

    ৫. মৌলিক গণতন্ত্র বলতে কি বুঝ?

    ৬. ইউনিয়ন পরিষদের গঠন প্রণালী বর্ণনা কর। 

    ৭. সরকারি অর্থব্যবস্থা সম্পদ বলতে কি বুঝ?

    ৮. একটি উত্তম পরিকল্পনার বৈশিষ্ট্যসমূহ লেখ।

    ৯. আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক নেতৃত্ব কাকে বলে? ১০. গ্রামীণ নেতৃত্ব কিভাবে গড়ে ওঠে?

    ১১. পোষক ও পোষ্য সম্পর্ক কি?

    ১২. মাঠ প্রশাসন বলতে কি বলতে কি বুঝ?

    ১৩. বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কী?

    ১৪. ক্ষুদ্র ঋণের সংজ্ঞা দাও।

    ১৫. মাঠ প্রশাসন বলতে কি বুঝ? 

    ১৬. পল্লী উন্নয়ন বলতে কি বুঝ?

    ১৭. সবুজ বিপ্লব বলতে কি বুঝ? 

    ১৮. রাজনৈতিক অংশগ্রহণ বলতে কি বুঝ?

    ১৯. জনগণের অংশগ্রহণ কিভাবে ঘটে? 

    ২০. পার্বত্য আঞ্চলিক পরিষদের কার্যাবলী বর্ণনা কর।

    গ্ৰাহক বলা হয়।


    গ-বিভাগ: রচনামূলক প্রশ্নাবলি 


    ১. স্থানীয় সরকারের মূলনীতিসমূহ আলোচনা কর।

    ২. বাংলাদেশের স্থানীয় সরকারের প্রধান সমস্যাসমূহ চিহ্নিত কর।

    ৩. বাংলাদেশের স্থানীয় সরকারের প্রধান সমস্যাগুলো চিহ্নিত কর। এবং সমাধানের পরামর্শ দাও।

    ৪. বাংলাদেশের অর্থ সামাজিক ও রাজনৈতিক উন্নয়নে স্থানীয় সরকারের ভূমিকা বর্ণনা কর।

    ৫. শেখ হাসিনার শাসন আমলে প্রবর্তিত স্থানীয় সরকার ব্যবস্থা সম্পর্কে আলোচনা কর।

    ৬. বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা শেখ হাসিনার গৃহীত পদক্ষেপগুলো আলোচনা কর।

    ৭. স্থানীয় পর্যায়ের আর্থসামাজিক ও রাজনৈতিক উন্নয়নে ইউনিয়ন পরিষদের ভূমিকা আলোচনা কর।

    ৮. জেলাপরিষদের গঠন ক্ষমতা ও কার্যাবলী বর্ণনা কর।

    ৯. জেলাপরিষদের গঠন লেখ। বাংলাদেশের জেলা পরিষদ কি প্রকৃত অর্থে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান?

    ১০. বাংলাদেশের স্থানীয় সংস্থাগুলোর আয়ের উৎসসমূহ বর্ণনা কর।

    ১১. স্থানীয় সরকারকে সফল করার লক্ষ্যে বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত পরিকল্পনাসমূহ

    আলোচনা কর।

    ১২. বাংলাদেশের গ্রামীণ কোন্দলের কারণসমূহ আলোচনা কর।

    ১৩. বিকেন্দ্রীকরণের সুবিধা ও অসুবিধা আলোচনা কর। 

    ১৪. গ্রামীণ সমাজ কাঠামো কি? বাংলাদেশের সামাজিক পরিবর্তনের কারণসমূহ আলোচনা কর।

    ১৫. বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের ভূমিকা মূল্যায়ন কর?

    ১৬. বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থায় নারীর অংশগ্রহণের সমস্যাসমূহ আলোচনা কর। 

    ১৭. বাংলাদেশের স্থানীয় সরকারের ওপর কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ ব্যাখ্যা কর।

    ১৮. সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় প্রভাব বিস্তারকারী উপাদান গুলো ব্যাখ্যা কর।


    Tag:ডিগ্রি ৩য় বর্ষ রাষ্ট্রবিজ্ঞান ৫ম পত্র সাজেশন ২০২৩ (ডিগ্রী পাস ২০২১), Degree 3rd Year Political Science 5th Paper Suggestion 2023, রাষ্ট্রবিজ্ঞান ৫ম পত্র সাজেশন ২০২৩


    Any business enquiry contact us

    Email:-Educationblog24.com@gmail.com

    (সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)


                                   
    Previous Post Next Post