ফেসবুক থেকে আয় ২০২৩ (A To Z) | ফেসবুক ভিডিও থেকে আয় করার উপায় | ফেসবুক রিলস থেকে ইনকাম


Any business enquiry contact us

Email:- Educationblog24.com@gmail.com


ফেসবুক থেকে আয় ২০২৩ (A To Z) | ফেসবুক ভিডিও থেকে আয় করার উপায় | ফেসবুক রিলস থেকে ইনকাম


বর্তমান সময়ের ইনকামের সব চেয়ে সহজ ও পপুলার রাস্তা হলো অনলাইন থেকে টাকা ইনকাম। আমরার যে কোন প্রতিভাকে কাজে লাগিয়ে সহজে অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবেন। এক সময় শুধু ইউটিউব আর ব্লগিং ছিলো অনলাইনে ইনকামের রাস্তা। এখন ফেসবুকে আপনি যে কোন প্রতিভাকে কাজে লাগিয়ে সহজে প্রতি মাসে হাজারো ডলারের মালিক হতে পারবেন। এই জন্য আপনাকে ফেসবুকের কিছু গাইড লাইন Flow করতে হবে। যা আজকে আমরা এই আর্টিকেলে আলোচনা করবো। সবার আগে জেনে নেই ফেসবুক থেকে ইনকাম কিভাবে কিভাবে করা যায়।

   
       

    ফেসবুক থেকে আয় ২০২৩

    ফেসবুক থেকে আয় করার অনেক উপায় রয়েছে এর মধ্য থেকে আজকে আমরা শুধু ফেসবুকে কিভাবে ভিডিওর মাধ্যমে ইনকাম করা যায় এই বিষয় নিয়ে আলোচনা করবো।
    ফেসবুক থেকে ভিডিওর মাধ্যমে আয়ের উপায় কি কি?

    আপনি যদি একজন ভিডিও ক্রিয়েটর হন তাহলে ফেসবুক থেকে আপনি কয়েকটি মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন নিচে তা তুলে ধরা হলো:-

    ইন-স্ট্রিম অ্যাড

    ইন-স্ট্রীম বিজ্ঞাপন হল ছবি বা ভিডিও বিজ্ঞাপন যা আপনার ভিডিওর আগে, চলাকালীন বা পরে চালানো হয় যা আপনাকে Facebook এ অর্থ উপার্জন করতে সাহায্য করতে পারে।

    ইন-স্ট্রিম অ্যাড আপনার পেইজে বা প্রোফাইলে লাগানোর জন্য আপনাকে এই এডের জন্য ইলিজিবেল হতে হবে। নিচে তা তুলে ধরা হলো।

    • আপনাকে অবশ্যই Facebook-এর পলিসি নীতিগুলি মেনে চলতে হবে।
    • আপনার বয়স কমপক্ষে 18 বছর হতে হবে।
    • আপনাকে অবশ্যই এমন একটি দেশে বাস করতে হবে যেটি ইন-স্ট্রীম বিজ্ঞাপনের জন্য যোগ্য৷ আপনি বাংলাদেশে হলে এটি সবার জন্য ইলিজিবেল।

    ইন-স্ট্রিম অ্যাড জন্য যে সব যোগ্যতার প্রয়োজন

    • 5,000 ফলোয়ার
    • গত 60 দিনে মোট 60,000 মিনিট দেখা হয়েছে।  এর মধ্যে অন-ডিমান্ড, লাইভ বা আগের লাইভ ভিডিও অন্তর্ভুক্ত থাকতে পারে।  এর মধ্যে ক্রসপোস্ট করা, বুস্ট করা বা প্রদত্ত দেখার সময় থেকে দেখা মিনিট অন্তর্ভুক্ত নেই।
    • পেইজে কমপক্ষে ৫টি সক্রিয় ভিডিও থাকতে হবে।৷  ভিডিওগুলি অন-ডিমান্ড বা পূর্বে লাইভ হতে পারে, তবে এতে সক্রিয় ক্রসপোস্ট করা ভিডিও অন্তর্ভুক্ত নয়৷

    ইন-স্ট্রিম লাইভ এড ভিডিওর জন্য যোগ্যতার প্রয়োজনীয়তা

    • ন্যূনতম 10,000 ফলোয়ার
    • লাইভ ভিডিও থেকে দেখা মোট 600,000 মিনিটের মধ্যে অন্তত 60,000 মিনিটের সাথে গত 60 দিনে মোট 600,000 মিনিট দেখা হয়েছে৷
    • আপনার তৈরি করা অন্তত ৩টি পূর্বে লাইভ ভিডিও সহ পৃষ্ঠাটিতে কমপক্ষে ৫টি সক্রিয় ভিডিও রয়েছে৷  এটি সক্রিয় ক্রসপোস্ট করা ভিডিওগুলি অন্তর্ভুক্ত করে না৷

    ফেসবুক রিলস থেকে ইনকাম

    Facebook Reels-এ বিজ্ঞাপন দিয়ে আপনি কীভাবে অর্থ উপার্জন শুরু করার যোগ্য হতে পারেন তা এখানে রয়েছে:

    • আপনাকে অবশ্যই প্রোগ্রামে আমন্ত্রণ জানাতে হবে বা আপনি ইতিমধ্যেই ইন-স্ট্রীম বিজ্ঞাপনগুলিতে যোগ দিয়েছেন৷
    • আপনাকে অবশ্যই একটি আইডি, পেইজ বা প্রোফাইলগুলির জন্য পেশাদার মোডে থাকতে হবে৷ 
    • আপনাকে অবশ্যই Facebook-এর অংশীদার মনিটাইজেশন নীতি মেনে চলতে হবে৷
    • আপনার বয়স কমপক্ষে 18 বছর হতে হবে।
    • আপনি মনিটাইজেশন ইলিজিবেল দেশে থাকতে হবে।
    • একজন ব্যক্তির ১০ হাজার ফলোয়ার,
    • ৫টি ভিডিও এবং গত ৬০ দিনে ৬ লাখ মিনিটের ভিউ থাকলেই সে রিলসে বিজ্ঞাপন পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন।
     এই বিজ্ঞাপন থেকে আসা অর্থের ৫৫ শতাংশ পাবেন আপনি এবং বাকি ৪৫ শতাংশ পাবে ফেসবুক।

    ফেসবুক রিলস বোনাস প্রোগ্রাম, যদি আপনার কোনো রিলস ভিডিওতে ৩০ দিনে ১ হাজার ভিউ হয় তাহলে ফেসবুক থেকে আপনি টাকা পাবেন। এই উপায়ে ৩৫ হাজার ডলার পর্যন্ত অর্থ দেওয়া হয়ে থাকে ব্যবহারকারীকে।

    ফেসবুক স্টারসসম্প্রতি ফেসবুক রিলস থেকে অর্থ আয়ের নতুন একটি উপায় আনার কথা ঘোষণা করেছে মেটা। এই নতুন ফিচারে একজন ব্যবহারকারী রিলস দেখার সময় স্টার দিতে পারবে। প্রতি ১০০ স্টারে ১ ডলার পাওয়া যাবেন কন্টেন্ট নির্মাতা।

    ফেসবুকে কত ভিউ কত টাকা
    ফেসবুক থেকে আয় ২০২৩
    ফেসবুকে কত ফলোয়ার হলে টাকা পাওয়া যায়
    ফেসবুক ভিডিও থেকে আয় করার উপায়
    ফেসবুক পেজ থেকে আয় করার উপায়
    10000 ভিউ এর জন্য ফেসবুক কত টাকা দেয়

    Tag: ফেসবুকে কত ভিউ কত টাকা,ফেসবুক থেকে আয় ২০২৩,ফেসবুকে কত ফলোয়ার হলে টাকা পাওয়া যায়,ফেসবুক রিলস থেকে ইনকাম,ফেসবুক ভিডিও থেকে আয় করার উপায়,ফেসবুক পেজ থেকে আয় করার উপায়,10000 ভিউ এর জন্য ফেসবুক কত টাকা দেয়


    Any business enquiry contact us

    Email:-Educationblog24.com@gmail.com

    (সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)


     
    Previous Post Next Post