আসছালামু আলাইকুম সম্মানিত পাঠকবৃন্দ সবাইকে আমাদের Educationblog24.com এ স্বাগতম। প্রিয় পাঠক আজকে আমরা তোমাদের ২০২৩ সালের রোজার ঈদ কত তারিখে হবে এই বিষয় নিয়ে আলোচনা করবো। আসা করি বিস্তারিত আর্টিকেল পড়লে ঈদুল ফিতর ২০২৩ কত তারিখে বাংলাদেশ এটা জেনে যাবেন।
ঈদুল ফিতর ২০২৩
প্রিয় দ্বীনি ভাই ও বোনেরা আমাদের বছরের দুইটি ঈদ রয়েছে। ঈদুল ফিতর /রোজার ঈদ ও ঈদুল আযহা। ঈদুল ফিতর দীর্ঘ ১ মাস রোজা রাখার পর ঈদের আনন্দে মেতে উঠে মুসলিম ভাই ও বোনেরা। তাই অনেকে ঈদুল ফিতর কবে এটা জানতে আগ্রহী থাকেন। অনেক সময় রোজা ২৯ টা হয়ে থাকে আবার অনেক সময় ৩০ টা। কিন্তু এই বছর ইসলামি ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত রমজানের ক্যালেন্ডার অনুযায়ী ৩০ টা রোজা হবে। বাকি চাঁদ দেখার উপর নির্ভরশীল। তাই আসুন জেনে নেই ২০২৩ সালের রোজার ঈদ কত তারিখে।
২০২৩ সালের রোজার ঈদ কত তারিখে
২০২৩ সালের ঈদুল ফিতর বা রোজার ঈদ বাংলাদেশে ২৩ এপ্রিল অনুষ্ঠিত হবে।
ঈদুল ফিতরের নামাজের নিয়ম
ঈদের নামাজে অতিরিক্ত ছয় কিংবা বারো তাক্ববির রয়েছে।
ছয় তাকবিরের ক্ষেত্রে প্রথম রাক্বাতের শুরুতে অতিরিক্ত তিন তাক্ববির এবং দ্বিতীয় রাক্বাতে অতিরিক্ত তিন তাক্ববির দিতে হয়। প্রথম রাক্বাতে সানা পাঠের পর কানের লতি পর্যন্ত হাত তুলে পর পর তিন তাক্ববির বলতে হয়।
দ্বিতীয় রাক্বাতে সুরা পাঠান্তে রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত তিন তাক্ববির বলতে হয়। অতিরিক্ত তাক্ববির বলার পর কানের লতি থেকে হাত নামিয়ে আনতে হয়।
চতুর্থবার ‘আল্লাহু আকবার’ বলে হাত না বেঁধে রুকুতে চলে যাবেন। এরপর সেজদা এবং আখেরি বৈঠক করে যথারীতি সালাম ফিরায়ে নামাজ শেষ করবেন।
বারো তাকবিরের ক্ষেত্রে প্রথম রাক্বাতের শুরুতে অতিরিক্ত সাত তাকবির এবং দ্বিতীয় রাক্বাতের শুরুতে অতিরিক্ত পাঁচ তাক্ববির দিতে হয়। প্রথম রাকাতে সানা পাঠের পর কানের লতি পর্যন্ত হাত তুলে পর পর সাতবার তাক্ববির বলতে হয়। দ্বিতীয় রাকাতে সুরা পাঠা শুরুর পূর্বে অতিরিক্ত পাঁচ তাকবির বলতে হয়।
ঈদুল ফিতরের নামাজের নিয়ত
নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহে তায়ালা রাকায়াতাই সালাতে ঈদিল ফিতর মাআ সিত্তাতে তাকবীরাতি অয়াজিবুল্লাহে তায়ালা ইক্তাদাইতু বি-হাযাল্ ইমামে মোতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরিফাতে আল্লাহু আকবর।
ঈদুল ফিতরের নামাজের নিয়ত বাংলা
'আমি অতিরিক্ত ছয় তাকবিরসহ এই ইমামের পেছনে ঈদুল ফিতরের দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করছি।
Tag: ২০২৩ সালের রোজার ঈদ কত তারিখে, ঈদুল ফিতর ২০২৩ কত তারিখে বাংলাদেশ
Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)