ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৩ এর উদ্বোধনী ম্যাচটি বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স এবং চারবারের বিজয়ী চেন্নাই সুপার কিংসের মধ্যে খেলা হবে। ম্যাচটি ৩১ শে মার্চ, ২০২৩ তারিখে বাংলাদেশ সময় রাত ৮ টায় আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে৷ উভয় দলই দুবার একে অপরের বিরুদ্ধে লড়াই করেছে এবং উভয়বারই গুজরাট বিজয়ী হয়েছে৷
চেন্নাই সুপার কিংসের এক প্রান্তে বেশ ভারসাম্যপূর্ণ এবং অভিজ্ঞ স্কোয়াড রয়েছে এবং বেন স্টোকস, এমএস ধোনি, রুতুরাজ গায়কওয়াড়, অম্বাতি রায়ডু এবং রবীন্দ্র জাদেজার মতো খেলোয়াড়দের পছন্দ রয়েছে। দলে স্টোকসের অন্তর্ভুক্তি শুধু মিডল অর্ডারকেই শক্তিশালী করেনি, দলে আরেকটি অধিনায়কত্বের মস্তিষ্কও রয়েছে।
গুজরাট বনাম চেন্নাই আইপিএল লাইভ ২০২৩
গুজরাট টাইটান্স বর্তমান চ্যাম্পিয়ন হওয়ার কারণে আইপিএল ২০২২-এ তাদের পারফরম্যান্সে মুগ্ধ হয়েছে৷ হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন দল আগের মরসুমে সমস্ত দারুন খেলেছিল এবং প্রায় প্রতিটি দলকে ছাড়িয়ে গিয়েছিল৷ পান্ডিয়া নিজেও ব্যাট ও বল হাতে দুর্দান্ত ছিলেন এবং তার ব্যক্তিগত পারফরম্যান্স দিয়ে দলকে সাহায্য করেছিলেন। হার্দিক ছাড়া দলে ম্যাথু ওয়েড, রশিদ খান, শুভমান গিল, মহম্মদ শামি এবং রাহুল তেওয়াতিয়াও রয়েছেন।
গুজরাট বনাম চেন্নাই আইপিএল ২০২৩ কখন শুরু হবে
গুজরাট বনাম চেন্নাই আইপিএল ২০২৩ প্রথম ম্যাচটি বাংলাদেশ সময় রাত ৮ টায় শুরু হবে। বাংলাদেশের গাজী টিভিতে লাইভ খেলাটি দেখতে পারবেন।
গুজরাট বনাম চেন্নাই হেড টু হেড রেকর্ড
গুজরাট বনাম চেন্নাই এই পর্যন্ত ২ বার মুখোমুখি হয়েছে। দুইবারই গুজরাটের কাছে চেন্নাই হেরেছে। এতে চেন্নাইয়ের স্কোর ছিলো ১৬৯ ও ১৩৩ দুইবারই এতে গুজরাটের স্কোর ছিলো ১৭০ ও ১৭০।
গুজরাট টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংস IPL 2023: পূর্বাভাসিত প্লেয়িং ইলেভেন
চেন্নাই সুপার কিংস: এমএস ধোনি (অধিনায়ক), রুতুরাজ গায়কওয়াড়, ডেভন কনওয়ে, অম্বাতি রায়ডু, অজিঙ্কা রাহানে, বেন স্টোকস, মঈন আলি, রবীন্দ্র জাদেজা, শিবম দুবে, দীপক চাহার, ক্রিস জর্ডান
গুজরাট টাইটান্স: হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), শুভমান গিল, ঋদ্ধিমান সাহা, কেন উইলিয়ামসন, বিজয় শঙ্কর, ডেভিড মিলার, রাহুল তেওয়াতিয়া, রশিদ খান, শিবম মাভি, মোহাম্মদ শামি, জোশুয়া লিটল
Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)