এইচএসসি ইসলাম শিক্ষা ১ম পত্র সাজেশন ২০২২ (সকল বোর্ড💯 কমন)| Hsc Islamic Shikkha 1st Paper Suggestion 2022 | এইচএসসি ইসলাম শিক্ষা ১ম পত্র সাজেশন

 

এইচএসসি ইসলাম শিক্ষা ১ম পত্র সাজেশন ২০২২ (সকল বোর্ড💯 কমন)| Hsc Islamic Shikkha 1st Paper Suggestion 2022 | এইচএসসি ইসলাম শিক্ষা ১ম পত্র সাজেশন

   
       

    এইচএসসি ইসলাম শিক্ষা ১ম পত্র সাজেশন ২০২২

    ১ম অধ্যায়: ইসলামি শিক্ষা ও সংস্কৃতি

    ১। 'ইসলাম' শব্দের অর্থ কী?
    উত্তর: 'ইসলাম' শব্দের অর্থ-আনুগত্য করা, আত্মসমর্পণ করা, শান্তির পথে চলা ইত্যাদি ।
    ২। ইসলাম শিক্ষা কী?
    উত্তর: যে শিক্ষাব্যবস্থায় ইসলামকে একটি পরিপূর্ণ জীবনব্যবস্থা হিসেবে শিক্ষা দেওয়া হয়, তাই ইসলাম শিক্ষা।
    ৩ । ইসলাম শিক্ষার মূলকথা কী?
    উত্তর: ইসলাম শিক্ষার মূলকথা হলো-আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই ।
    ৪। ’মক্তব অর্থ কী?
    উত্তর: 'মক্তব' শব্দের অর্থ লেখার স্থান বা বিদ্যালয় ।
    ৫। উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা কে?
    উত্তর: উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা হযরত মুয়াবিয়া (রা)।
    ৬। দারুল আরকাম কী?
    উত্তর: সাফা পাহাড়ের পাদদেশে মহানবি (স) কর্তৃক প্রতিষ্ঠিত মুসলিমদের প্রথম শিক্ষালয় ।
    ৭। ইসলামি সংস্কৃতি কী?
    উত্তর: ইসলাম অনুমোদিত ও কুরআন-হাদিসে নির্দেশিত মুসলমানদের জীবনপদ্ধতিই হলো ইসলামি সংস্কৃতি ।
    ৮। 'ইলম' শব্দের অর্থ কী?
    উত্তর: ‘ইলম' শব্দের অর্থ হলো-জ্ঞান বা জানা ।
    ৯। ইমাম গাযযালির প্রধান পরিচয় কী?
    উত্তর: ইমাম গাযযালির (র) প্রধান পরিচয় হলো, তিনি একজন প্রখ্যাত মুসলিম মনীষী ও সুফি দার্শনিক ৷
    ১০। হযরত শাহ মাখদুম (রহ) কোন অঞ্চলে ইসলামি সংস্কৃতির বিকাশ ঘটান?
    উত্তর: রাজশাহী অঞ্চলে।
    ১১। 'ফালাসিকা' গোষ্ঠীর প্রবর্তন করেন কে?
    উত্তর: আল-কিন্দি 'ফালাসিকা' গোষ্ঠীর প্রবর্তন করেন।
    ১২। বীজগণিতের জনক কাকে বলা হয়?
    উত্তর: মুহাম্মদ ইবন মুসা আল খাওয়ারিযমিকে।

    ২য় অধ্যায়: ইসলাম ও ব্যক্তিজীবন

    ১। ইসলামের বুনিয়াদি আমল কয়টি?
    উত্তর: ইসলামের বুনিয়াদি আমল চারটি।
    ২। সালাত শব্দের অর্থ কী?
    উত্তর: সালাত শব্দের অর্থ দোয়া বা প্রার্থনা। উত্তর: জাকাত শব্দের অর্থ পবিত্রতা, পরিশুদ্ধতা ও বৃদ্ধি পাওয়া।
    ৩। 'জাকাত' অর্থ কী?
    ৪। 'তাকওয়া' শব্দের অর্থ কী?
    উত্তর: তাকওয়া শব্দের অর্থ বিরতা থাকা, ভয় করা, পরহেজগারী ইত্যাদি।
    ৫। তাকওয়া কী?
    উত্তর: আল্লাহ তায়ালার ভয়ে সব ধরনের অন্যায় ও পাপ কাজ থেকে নিজেকে বিরত রেখে কুরআন ও সুন্নাহর আলোকে জীবনযাপন করাকে তাকওয়া বলে।
    ৬। ইমাম গাযযালি (র) এর মতে তাকওয়ার সোপান কয়টি?
    উত্তর: চারটি
    ৭ । সিদক কী?
    উত্তর: সিদক অর্থ সত্যবাদিতা। সাধারণভাবে সত্য বলার অভ্যাসকে সত্যবাদিতা বলা হয় ।
    ৮। সবর শব্দের অর্থ কী?
    উত্তর: সবর শব্দের অর্থ ধৈর্যধারণ করা।
    ৯। 'জিকির' কী?
    উত্তর: জিকির হলো সবরকম কাজকর্মে মুখে আল্লাহর নাম উচ্চারণ ও অন্তরে স্মরণের মাধ্যমে তাঁর সাথে মানুষের আত্মার মিলন ঘটানোর পদ্ধতি ।
    ১০। 'শোকর' কী?
    উত্তর: আল্লাহ তায়ালার নিয়ামত ও রহমতের জন্য তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করাকে শোকর বলে।
    ১১। ইহসান কী?
    উত্তর: সৎ ও কল্যাণকর কাজ করা, উপকার করা এবং উত্তম ব্যবহার করা হলো ইহসান ।
    ১২। 'তাওয়াক্কুল' শব্দের অর্থ কী?
    উত্তর: 'তাওয়াক্কুল' শব্দের অর্থ আল্লাহর ওপর ভরসা বা নির্ভর করা।
    ১৩। দেশপ্রেম কী?
    উত্তর: জন্মভূমির প্রতি তথা এর মানুষের প্রতি যে ভালোবাসা ও কর্তব্যবোধ জাগ্রত হয় তাই দেশপ্রেম।

    ৩য় অধ্যায়: ইসলাম ও পারিবারিক জীবন

    ১। পরিবার কী?
    উত্তর: সমাজ স্বীকৃত বিবাহবন্ধনের আবদ্ধ হয়ে স্বামী-স্ত্রীর একত্রে বসবাস করাকে পরিবার বলে।
    ২। ইসলামি পরিবার কাকে বলে?
    উত্তর: ইসলামের আদর্শ, নীতিমালা ও বিধিবিধানের ভিত্তিতে যে পরিবার গড়ে ওঠে ও পরিচালিত হয় তাকে ইসলামি পরিবার বলে।
    ৩। পৃথিবীর প্রথম মানব কে?
    উত্তর: পৃথিবীর প্রথম মানব হযরত আদম (আ)।
    ৪। 'মোহরানা' কী?
    উত্তর: বিবাহে স্ত্রীর প্রতি মর্যাদাস্বরূপ স্বামী স্ত্রীকে যে সম্পদ বা অর্থ প্রদানের অঙ্গীকার করেন তাকে দেনমোহর বা মোহরানা বলা হয় ।
    ১। মোহরানা কার অধিকার?
    উত্তর: মোহরানা স্ত্রীর ন্যায়সঙ্গত ও আল্লাহ প্রদত্ত অধিকার।
    ৫। ইসলামি পরিবারের প্রধান কে?
    উত্তর: ইসলামি পরিবারের প্রধান হলো পিতা ।
    ৬। শিশুর প্রাথমিক শিক্ষালয় কোনটি?
    উত্তর: শিশুর প্রাথমিক শিক্ষালয় হলো পরিবার ।

    ৪র্থ অধ্যায়: ইসলাম ও সমাজজীবন

    ১। ইসলামি সমাজ কাকে বলে?
    উত্তর: ইসলামি আদর্শ ও বিধি-বিধানভিত্তিক সমাজব্যবস্থাকে ইসলামি সমাজ বলে ।
    ২। ইসলামি সমাজ কোন নীতির ওপর প্রতিষ্ঠিত?
    উত্তর: ইসলামি সমাজ সাম্য ও ভ্রাতৃত্ব নীতির ওপর প্রতিষ্ঠিত।
    ৩। মসজিদ কাকে বলে?
    উত্তর: মসজিদ শব্দের অর্থ সিজদার স্থান। ইসলামি পরিভাষায়, আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে বিশেষভাবে তৈরি ঘরকে মসজিদ বলে।
    ৪। গণশিক্ষা কী?
    উত্তর: নিরক্ষরতা দূরীকরণের জন্য বয়স্ক এবং শিশুদের নিয়ে মসজিদকেন্দ্রিক যে শিক্ষাব্যবস্থা তাই গণশিক্ষা ।
    ৫ । আদল কী?
    উত্তর: ইসলামি বিধান অনুসারে নিষ্ঠা ও ইহসানের সাথে আল্লাহ ও তার সৃষ্টির হক আদায় করাকে আদল বলে।
    ৬। সামাজিক অনাচার কী?
    উত্তর: সমাজে প্রচলিত বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকান্ড যা ব্যক্তি ও সমাজজীবনে বিপর্যয় সৃষ্টি করে তাই সামাজিক অনাচার ।

    ৭ । গিবত কী?
    উত্তর: গিবত হচ্ছে কারও অনুপস্থিতিতে তার দোষ-ত্রুটি অন্যের কাছে এমনভাবে বলা বা প্রকাশ করা, যা শুনলে সে কষ্ট পাবে ।
    ৮। সুদ কী?
    উত্তর: কাউকে দেওয়া ঋণের ওপর পূর্বনির্ধারিত শর্তের ভিত্তিতে অতিরিক্ত আদায় করাকে সুদ বলা হয়।
    ৯। জুয়া কী?
    উত্তর: অনেককে বঞ্চিত করে সহজে বিপুল অর্থসম্পদ উপার্জনের প্রতারণামূলক পদ্ধতিই জুয়া।
    ১০। মাদকাসক্তি কী?
    উত্তর: মাদকাসক্তি হলো মাদকদ্রব্যের প্রতি আসক্তি বা মাদকদ্রব্য সেবনের তীব্র আকাঙ্ক্ষা।
    ১১ । চুরি কী?
    উত্তর: চুরি বলতে অপরের মাল গোপনে করায়ত্ত করাকে বোঝায়।
    ১২। চুরি করা কী?
    উত্তর: চুরি করা কবিরা গুনাহ
    ১৩। যৌতুক কাকে বলে?
    উত্তর: বিবাহের সময় বা পরে কনের অভিভাবক ও পরিবার বাধ্য হয়ে পাত্রপক্ষকে যে সম্পদ বা দ্রব্যসামগ্রী প্রদান করে তাকে যৌতুক বলে ।

    ৫ম অধ্যায়: ইসলামের অর্থব্যবস্থা

    ১। বায়তুল মাল অর্থ কী?
    উত্তর: বায়তুল অর্থ ঘর, ভবন বা কক্ষ, আর মাল অর্থ সম্পদ বা বিত্ত। সুতরাং বায়তুল মাল অর্থ সম্পদের ঘর।
    ২। বায়তুল মাল কী?
    উত্তর: ইসলামি রাষ্ট্রের রাষ্ট্রীয় কোষাগারকে বলা হয় বায়তুল মাল ।
    ৩। নিসাব কাকে বলে?
    উত্তর: যে পরিমাণ সম্পদ কোনো মুসলিম ব্যক্তির নিকট পূর্ণ এক বছর থাকলে তার ওপর জাকাত আদায় ফরজ হয় তাকে নিসাব বলে ।
    ৪। 'উশর' শব্দের অর্থ কী?
    উত্তর: ’উশর' শব্দের অর্থ এক-দশমাংশ।
    ৫। উশর কী?
    উত্তর: মুসলিমদের মালিকানাধীন ও আবাদকৃত জমিতে উৎপন্ন ফসলের ওপর এক-দশমাংশ হারে জাকাত দেওয়াকে উশর বলে ।
    ৬। আল-ফাই কী?
    উত্তর: শত্রু কর্তৃক পরিত্যক্ত সম্পত্তি যা বিনাযুদ্ধে মুসলমানদের হস্তগত হয় তাই আল-ফাই ।
    ৭। গণিমত শব্দের অর্থ কী?
    উত্তর: গণিমত শব্দের অর্থ লব্ধ বস্তু। ইসলামি পরিভাষায়, অমুসলিমদের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হওয়ার মধ্য দিয়ে শত্রুদের যা কিছু মুসলিমদের হস্তগত হয় তাকে গণিমত বলে ।
    ৮। ইসলামি অর্থব্যবস্থা কী?
    উত্তর: ইসলামি শরিয়ত অর্থাৎ কুরআন ও হাদিসে নির্দেশিত অর্থোপার্জন ও ব্যয়ের নীতিমালাই ইসলামি অর্থব্যবস্থা।

    ৭ম অধ্যায়: ইসলামের আন্তর্জাতিক ব্যবস্থা

    উত্তর: উখওয়াত শব্দের অর্থ ভ্রাতৃত্ব।
    ১। উখওয়াত শব্দের অর্থ কী?
    ২। ভ্রাতৃত্ববোধ কী?
    উত্তর: পরস্পরের মধ্যে হৃদ্যতা, আন্তরিকতা, সম্প্রীতি ও সৌহার্দমূলক নিবিড় বন্ধনকে ভ্রাতৃত্ববোধ বলা হয় ।
    ৩। 'উম্মাহ' শব্দের অর্থ কী?
    উত্তর: 'উম্মাহ' শব্দের অর্থ জাতি।
    ৪। মুবাল্লিগ শব্দের অর্থ কী?
    উত্তর: মুবাল্লিগ শব্দের অর্থ যিনি পৌঁছান।
    ৫। ইহসান কী?
    উত্তর: আল্লাহ তায়ালা ও তাঁর সৃষ্টির প্রতি মানুষের যে দায়িত্ব ও কর্তব্য রয়েছে তা নিষ্ঠা ও আন্তরিকতার সাথে উত্তমরূপে সম্পাদন করাই ইহসান।
    ৬। খিদমতে খালক কাকে বলে?
    উত্তর: আল্লাহ তায়ালা সৃষ্টির লালন-পালন, হিফাজত ও সংরক্ষণ, সৃষ্টির সহায়তায় সহানুভূতি ইত্যাদি প্রদর্শনকে খিদমতে খালক বলে।
    ৭। পরিবেশ কী?
    উত্তর: আমাদের চারপাশে যা কিছু আছে তা নিয়েই আমাদের পরিবেশ।
    ৮। তাওহিদ কী?
    উত্তর: তাওহিদ হচ্ছে আল্লাহর একত্ববাদ বিশ্বাস ।

    'খ' নম্বরের জন্য
    অনুধাবনমূলক প্রশ্ন

    ১ম অধ্যায়: ইসলামি শিক্ষা ও সংস্কৃতি

    ১। ইসলাম শিক্ষা তাওহিদভিত্তিক-ব্যাখ্যা করো।
    ২। ইসলামি শিক্ষাকে সর্বজনীন' বলা হয় কেন?
    ৩। জ্ঞানান্বেষণ করা প্রত্যেক মুসলিম নর-নারীর ওপর ফরজ-ব্যাখ্যা করো।
    ৪। 'বিজ্ঞান চর্চায় বায়তুল হিকমার প্রতিষ্ঠা একটি মাইলফলক'-ব্যাখ্যা করো
    ৫। 'চিকিৎসাশাস্ত্রে ইবনে সিনার অবদান অতুলনীয়'-ব্যাখ্যা করো।
    ৬। মক্তব শিক্ষা প্রয়োজন কেন? ব্যাখ্যা করো।

    ২য় অধ্যায়: ইসলাম ও ব্যক্তিজীবন

    ১। 'সত্য মুক্তি দেয় আর মিথ্যা ধ্বংস করে -ব্যাখ্যা করো।
    ২। সত্যিকারের মুমিনগণ আল্লাহর ওপর ভরসা করেন-ব্যাখ্যা করো ।
    ৩। আত্মশুদ্ধিতে সালাতের ভূমিকা অনন্য'- ব্যাখ্যা করো।
    ৪। ইমান ও কুফরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া”-ব্যাখ্যা করো।
    ৫। 'হালাল উপার্জনও একটি ইবাদত-ব্যাখ্যা করো।
    ৬। দেশপ্রেম বলতে কী বুঝ ?
    ৭। ইহসান বলতে কী বোঝায় ?
    ৮। জিকিরের মাধ্যমে কীভাবে আল্লাহর সাথে বান্দার যোগসূত্র স্থাপিত হয়।

    ৩য় অধ্যায়: ইসলাম ও পারিবারিক জীবন

    ১। ইসলামি পরিবারের কর্তা পিতা কেন?-বুঝিয়ে লিখ ।
    ২। ইসলামি পরিবার শান্তির নীড়'-ব্যাখ্যা করো ।
    ৩। 'পিতামাতা উভয়ই তোমার জান্নাত এবং তোমার জাহান্নাম'- ব্যাখ্যা করো।
    ৪। ইসলামি পরিবার একটি শিক্ষালয় -ব্যাখ্যা করো।
    ৫। ’একজন ধার্মিক স্ত্রী নিজের স্বার্থে কখনও স্বামীর আমানতের খেয়ানত করে না -ব্যাখ্যা করো।

    ৪র্থ অধ্যায়: ইসলাম ও সমাজজীবন

    ১। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না-ব্যাখ্যা করো ।
    ২। 'আমর বিল মারুফ' ও 'নাহি আনিল মুনকার' বলতে কী বোঝায়?
    ৩। নিরক্ষরতা দূরীকরণে মসজিদের ইমামের ভূমিকা গুরুত্বপূর্ণ কেন? ব্যাখ্যা করো ।
    ৪। মিথ্যা প্রতারণার নামান্তর ব্যাখ্যা করো ।
    ৫। নেশাজাতীয় যেকোনো দ্রব্য মদ, আর যাবতীয় মদই হারাম-ব্যাখ্যা করো।
    ৬। ইসলামে মাদকাসক্তি নিষিদ্ধ কেন?

    ৫ম অধ্যায়: ইসলামের অর্থব্যবস্থা।

    ১। 'জাকাত ফরজ হওয়ার জন্য নিসাব পরিমাণ সম্পদ থাকা আবশ্যক'-ব্যাখ্যা করো ।
    ২। 'জাকাত সম্পদ পবিত্র করে-ব্যাখ্যা করো।
    ৩। 'জাকাত ধনী ও গরিবের মধ্যে সেতু'-ব্যাখ্যা করো।
    ৪। উশর ও খারাজের পার্থক্য লেখো।
    ৫ । ইসলামি অর্থব্যবস্থার বৈশিষ্ট্যগুলো লেখ।

    ৭ম অধ্যায়: ইসলামের আন্তর্জাতিক ব্যবস্থা।

    ১। ’গোটা মানবজাতি একই উম্মাহ'-ব্যাখ্যা করো।
    ২। 'কথা ও কাজে মিল থাকা দাঈ'র অন্যতম বৈশিষ্ট্য'-ব্যাখ্যা করো।
    ৩। পরিবেশ সংরক্ষণে ইসলামের ভূমিকা ব্যাখ্যা করো ।
    ৪। 'যে ব্যক্তি মানুষকে দয়া করে না, আল্লাহ তাকে দয়া করেন না”-ব্যাখ্যা করো ।
    ৫। খিদমতে খালক জান্নাত লাভের একটি পথ-ব্যাখ্যা করো।

    Hsc Islamic Shikkha 1st Paper Suggestion 2022 | এইচএসসি ইসলাম শিক্ষা ১ম পত্র সাজেশন

    Titleএএইচএসসি ইসলাম শিক্ষা ১ম পত্র সাজেশন ২০২২
    PDF Size  1.6 MB
     Total page 11


    Hsc Islam Shikkha 1st Paper Suggestion 2022

    Click Here To Download 


    Tag:এইচএসসি ইসলাম শিক্ষা ১ম পত্র সাজেশন ২০২২ (সকল বোর্ড💯 কমন)| Hsc Islamic Shikkha 1st Paper Suggestion 2022 | এইচএসসি ইসলাম শিক্ষা ১ম পত্র সাজেশন


                                   
    Previous Post Next Post


    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com

     



    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com

    (সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Facebook এবং Telegram পেজ)