এইচএসসি ইসলাম শিক্ষা ১ম পত্র সাজেশন ২০২২
১ম অধ্যায়: ইসলামি শিক্ষা ও সংস্কৃতি
১। 'ইসলাম' শব্দের অর্থ কী?
উত্তর: 'ইসলাম' শব্দের অর্থ-আনুগত্য করা, আত্মসমর্পণ করা, শান্তির পথে চলা ইত্যাদি ।
২। ইসলাম শিক্ষা কী?
উত্তর: যে শিক্ষাব্যবস্থায় ইসলামকে একটি পরিপূর্ণ জীবনব্যবস্থা হিসেবে শিক্ষা দেওয়া হয়, তাই ইসলাম শিক্ষা।
৩ । ইসলাম শিক্ষার মূলকথা কী?
উত্তর: ইসলাম শিক্ষার মূলকথা হলো-আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই ।
৪। ’মক্তব অর্থ কী?
উত্তর: 'মক্তব' শব্দের অর্থ লেখার স্থান বা বিদ্যালয় ।
৫। উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা হযরত মুয়াবিয়া (রা)।
৬। দারুল আরকাম কী?
উত্তর: সাফা পাহাড়ের পাদদেশে মহানবি (স) কর্তৃক প্রতিষ্ঠিত মুসলিমদের প্রথম শিক্ষালয় ।
৭। ইসলামি সংস্কৃতি কী?
উত্তর: ইসলাম অনুমোদিত ও কুরআন-হাদিসে নির্দেশিত মুসলমানদের জীবনপদ্ধতিই হলো ইসলামি সংস্কৃতি ।
৮। 'ইলম' শব্দের অর্থ কী?
উত্তর: ‘ইলম' শব্দের অর্থ হলো-জ্ঞান বা জানা ।
৯। ইমাম গাযযালির প্রধান পরিচয় কী?
উত্তর: ইমাম গাযযালির (র) প্রধান পরিচয় হলো, তিনি একজন প্রখ্যাত মুসলিম মনীষী ও সুফি দার্শনিক ৷
১০। হযরত শাহ মাখদুম (রহ) কোন অঞ্চলে ইসলামি সংস্কৃতির বিকাশ ঘটান?
উত্তর: রাজশাহী অঞ্চলে।
১১। 'ফালাসিকা' গোষ্ঠীর প্রবর্তন করেন কে?
উত্তর: আল-কিন্দি 'ফালাসিকা' গোষ্ঠীর প্রবর্তন করেন।
১২। বীজগণিতের জনক কাকে বলা হয়?
উত্তর: মুহাম্মদ ইবন মুসা আল খাওয়ারিযমিকে।
২য় অধ্যায়: ইসলাম ও ব্যক্তিজীবন
১। ইসলামের বুনিয়াদি আমল কয়টি?
উত্তর: ইসলামের বুনিয়াদি আমল চারটি।
২। সালাত শব্দের অর্থ কী?
উত্তর: সালাত শব্দের অর্থ দোয়া বা প্রার্থনা। উত্তর: জাকাত শব্দের অর্থ পবিত্রতা, পরিশুদ্ধতা ও বৃদ্ধি পাওয়া।
৩। 'জাকাত' অর্থ কী?
৪। 'তাকওয়া' শব্দের অর্থ কী?
উত্তর: তাকওয়া শব্দের অর্থ বিরতা থাকা, ভয় করা, পরহেজগারী ইত্যাদি।
৫। তাকওয়া কী?
উত্তর: আল্লাহ তায়ালার ভয়ে সব ধরনের অন্যায় ও পাপ কাজ থেকে নিজেকে বিরত রেখে কুরআন ও সুন্নাহর আলোকে জীবনযাপন করাকে তাকওয়া বলে।
৬। ইমাম গাযযালি (র) এর মতে তাকওয়ার সোপান কয়টি?
উত্তর: চারটি
৭ । সিদক কী?
উত্তর: সিদক অর্থ সত্যবাদিতা। সাধারণভাবে সত্য বলার অভ্যাসকে সত্যবাদিতা বলা হয় ।
৮। সবর শব্দের অর্থ কী?
উত্তর: সবর শব্দের অর্থ ধৈর্যধারণ করা।
৯। 'জিকির' কী?
উত্তর: জিকির হলো সবরকম কাজকর্মে মুখে আল্লাহর নাম উচ্চারণ ও অন্তরে স্মরণের মাধ্যমে তাঁর সাথে মানুষের আত্মার মিলন ঘটানোর পদ্ধতি ।
১০। 'শোকর' কী?
উত্তর: আল্লাহ তায়ালার নিয়ামত ও রহমতের জন্য তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করাকে শোকর বলে।
১১। ইহসান কী?
উত্তর: সৎ ও কল্যাণকর কাজ করা, উপকার করা এবং উত্তম ব্যবহার করা হলো ইহসান ।
১২। 'তাওয়াক্কুল' শব্দের অর্থ কী?
উত্তর: 'তাওয়াক্কুল' শব্দের অর্থ আল্লাহর ওপর ভরসা বা নির্ভর করা।
১৩। দেশপ্রেম কী?
উত্তর: জন্মভূমির প্রতি তথা এর মানুষের প্রতি যে ভালোবাসা ও কর্তব্যবোধ জাগ্রত হয় তাই দেশপ্রেম।
৩য় অধ্যায়: ইসলাম ও পারিবারিক জীবন
১। পরিবার কী?
উত্তর: সমাজ স্বীকৃত বিবাহবন্ধনের আবদ্ধ হয়ে স্বামী-স্ত্রীর একত্রে বসবাস করাকে পরিবার বলে।
২। ইসলামি পরিবার কাকে বলে?
উত্তর: ইসলামের আদর্শ, নীতিমালা ও বিধিবিধানের ভিত্তিতে যে পরিবার গড়ে ওঠে ও পরিচালিত হয় তাকে ইসলামি পরিবার বলে।
৩। পৃথিবীর প্রথম মানব কে?
উত্তর: পৃথিবীর প্রথম মানব হযরত আদম (আ)।
৪। 'মোহরানা' কী?
উত্তর: বিবাহে স্ত্রীর প্রতি মর্যাদাস্বরূপ স্বামী স্ত্রীকে যে সম্পদ বা অর্থ প্রদানের অঙ্গীকার করেন তাকে দেনমোহর বা মোহরানা বলা হয় ।
১। মোহরানা কার অধিকার?
উত্তর: মোহরানা স্ত্রীর ন্যায়সঙ্গত ও আল্লাহ প্রদত্ত অধিকার।
৫। ইসলামি পরিবারের প্রধান কে?
উত্তর: ইসলামি পরিবারের প্রধান হলো পিতা ।
৬। শিশুর প্রাথমিক শিক্ষালয় কোনটি?
উত্তর: শিশুর প্রাথমিক শিক্ষালয় হলো পরিবার ।
৪র্থ অধ্যায়: ইসলাম ও সমাজজীবন
১। ইসলামি সমাজ কাকে বলে?
উত্তর: ইসলামি আদর্শ ও বিধি-বিধানভিত্তিক সমাজব্যবস্থাকে ইসলামি সমাজ বলে ।
২। ইসলামি সমাজ কোন নীতির ওপর প্রতিষ্ঠিত?
উত্তর: ইসলামি সমাজ সাম্য ও ভ্রাতৃত্ব নীতির ওপর প্রতিষ্ঠিত।
৩। মসজিদ কাকে বলে?
উত্তর: মসজিদ শব্দের অর্থ সিজদার স্থান। ইসলামি পরিভাষায়, আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে বিশেষভাবে তৈরি ঘরকে মসজিদ বলে।
৪। গণশিক্ষা কী?
উত্তর: নিরক্ষরতা দূরীকরণের জন্য বয়স্ক এবং শিশুদের নিয়ে মসজিদকেন্দ্রিক যে শিক্ষাব্যবস্থা তাই গণশিক্ষা ।
৫ । আদল কী?
উত্তর: ইসলামি বিধান অনুসারে নিষ্ঠা ও ইহসানের সাথে আল্লাহ ও তার সৃষ্টির হক আদায় করাকে আদল বলে।
৬। সামাজিক অনাচার কী?
উত্তর: সমাজে প্রচলিত বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকান্ড যা ব্যক্তি ও সমাজজীবনে বিপর্যয় সৃষ্টি করে তাই সামাজিক অনাচার ।
৭ । গিবত কী?
উত্তর: গিবত হচ্ছে কারও অনুপস্থিতিতে তার দোষ-ত্রুটি অন্যের কাছে এমনভাবে বলা বা প্রকাশ করা, যা শুনলে সে কষ্ট পাবে ।
৮। সুদ কী?
উত্তর: কাউকে দেওয়া ঋণের ওপর পূর্বনির্ধারিত শর্তের ভিত্তিতে অতিরিক্ত আদায় করাকে সুদ বলা হয়।
৯। জুয়া কী?
উত্তর: অনেককে বঞ্চিত করে সহজে বিপুল অর্থসম্পদ উপার্জনের প্রতারণামূলক পদ্ধতিই জুয়া।
১০। মাদকাসক্তি কী?
উত্তর: মাদকাসক্তি হলো মাদকদ্রব্যের প্রতি আসক্তি বা মাদকদ্রব্য সেবনের তীব্র আকাঙ্ক্ষা।
১১ । চুরি কী?
উত্তর: চুরি বলতে অপরের মাল গোপনে করায়ত্ত করাকে বোঝায়।
১২। চুরি করা কী?
উত্তর: চুরি করা কবিরা গুনাহ
১৩। যৌতুক কাকে বলে?
উত্তর: বিবাহের সময় বা পরে কনের অভিভাবক ও পরিবার বাধ্য হয়ে পাত্রপক্ষকে যে সম্পদ বা দ্রব্যসামগ্রী প্রদান করে তাকে যৌতুক বলে ।
৫ম অধ্যায়: ইসলামের অর্থব্যবস্থা
১। বায়তুল মাল অর্থ কী?
উত্তর: বায়তুল অর্থ ঘর, ভবন বা কক্ষ, আর মাল অর্থ সম্পদ বা বিত্ত। সুতরাং বায়তুল মাল অর্থ সম্পদের ঘর।
২। বায়তুল মাল কী?
উত্তর: ইসলামি রাষ্ট্রের রাষ্ট্রীয় কোষাগারকে বলা হয় বায়তুল মাল ।
৩। নিসাব কাকে বলে?
উত্তর: যে পরিমাণ সম্পদ কোনো মুসলিম ব্যক্তির নিকট পূর্ণ এক বছর থাকলে তার ওপর জাকাত আদায় ফরজ হয় তাকে নিসাব বলে ।
৪। 'উশর' শব্দের অর্থ কী?
উত্তর: ’উশর' শব্দের অর্থ এক-দশমাংশ।
৫। উশর কী?
উত্তর: মুসলিমদের মালিকানাধীন ও আবাদকৃত জমিতে উৎপন্ন ফসলের ওপর এক-দশমাংশ হারে জাকাত দেওয়াকে উশর বলে ।
৬। আল-ফাই কী?
উত্তর: শত্রু কর্তৃক পরিত্যক্ত সম্পত্তি যা বিনাযুদ্ধে মুসলমানদের হস্তগত হয় তাই আল-ফাই ।
৭। গণিমত শব্দের অর্থ কী?
উত্তর: গণিমত শব্দের অর্থ লব্ধ বস্তু। ইসলামি পরিভাষায়, অমুসলিমদের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হওয়ার মধ্য দিয়ে শত্রুদের যা কিছু মুসলিমদের হস্তগত হয় তাকে গণিমত বলে ।
৮। ইসলামি অর্থব্যবস্থা কী?
উত্তর: ইসলামি শরিয়ত অর্থাৎ কুরআন ও হাদিসে নির্দেশিত অর্থোপার্জন ও ব্যয়ের নীতিমালাই ইসলামি অর্থব্যবস্থা।
৭ম অধ্যায়: ইসলামের আন্তর্জাতিক ব্যবস্থা
উত্তর: উখওয়াত শব্দের অর্থ ভ্রাতৃত্ব।
১। উখওয়াত শব্দের অর্থ কী?
২। ভ্রাতৃত্ববোধ কী?
উত্তর: পরস্পরের মধ্যে হৃদ্যতা, আন্তরিকতা, সম্প্রীতি ও সৌহার্দমূলক নিবিড় বন্ধনকে ভ্রাতৃত্ববোধ বলা হয় ।
৩। 'উম্মাহ' শব্দের অর্থ কী?
উত্তর: 'উম্মাহ' শব্দের অর্থ জাতি।
৪। মুবাল্লিগ শব্দের অর্থ কী?
উত্তর: মুবাল্লিগ শব্দের অর্থ যিনি পৌঁছান।
৫। ইহসান কী?
উত্তর: আল্লাহ তায়ালা ও তাঁর সৃষ্টির প্রতি মানুষের যে দায়িত্ব ও কর্তব্য রয়েছে তা নিষ্ঠা ও আন্তরিকতার সাথে উত্তমরূপে সম্পাদন করাই ইহসান।
৬। খিদমতে খালক কাকে বলে?
উত্তর: আল্লাহ তায়ালা সৃষ্টির লালন-পালন, হিফাজত ও সংরক্ষণ, সৃষ্টির সহায়তায় সহানুভূতি ইত্যাদি প্রদর্শনকে খিদমতে খালক বলে।
৭। পরিবেশ কী?
উত্তর: আমাদের চারপাশে যা কিছু আছে তা নিয়েই আমাদের পরিবেশ।
৮। তাওহিদ কী?
উত্তর: তাওহিদ হচ্ছে আল্লাহর একত্ববাদ বিশ্বাস ।
'খ' নম্বরের জন্য
অনুধাবনমূলক প্রশ্ন
১ম অধ্যায়: ইসলামি শিক্ষা ও সংস্কৃতি
১। ইসলাম শিক্ষা তাওহিদভিত্তিক-ব্যাখ্যা করো।
২। ইসলামি শিক্ষাকে সর্বজনীন' বলা হয় কেন?
৩। জ্ঞানান্বেষণ করা প্রত্যেক মুসলিম নর-নারীর ওপর ফরজ-ব্যাখ্যা করো।
৪। 'বিজ্ঞান চর্চায় বায়তুল হিকমার প্রতিষ্ঠা একটি মাইলফলক'-ব্যাখ্যা করো
৫। 'চিকিৎসাশাস্ত্রে ইবনে সিনার অবদান অতুলনীয়'-ব্যাখ্যা করো।
৬। মক্তব শিক্ষা প্রয়োজন কেন? ব্যাখ্যা করো।
২য় অধ্যায়: ইসলাম ও ব্যক্তিজীবন
১। 'সত্য মুক্তি দেয় আর মিথ্যা ধ্বংস করে -ব্যাখ্যা করো।
২। সত্যিকারের মুমিনগণ আল্লাহর ওপর ভরসা করেন-ব্যাখ্যা করো ।
৩। আত্মশুদ্ধিতে সালাতের ভূমিকা অনন্য'- ব্যাখ্যা করো।
৪। ইমান ও কুফরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া”-ব্যাখ্যা করো।
৫। 'হালাল উপার্জনও একটি ইবাদত-ব্যাখ্যা করো।
৬। দেশপ্রেম বলতে কী বুঝ ?
৭। ইহসান বলতে কী বোঝায় ?
৮। জিকিরের মাধ্যমে কীভাবে আল্লাহর সাথে বান্দার যোগসূত্র স্থাপিত হয়।
৩য় অধ্যায়: ইসলাম ও পারিবারিক জীবন
১। ইসলামি পরিবারের কর্তা পিতা কেন?-বুঝিয়ে লিখ ।
২। ইসলামি পরিবার শান্তির নীড়'-ব্যাখ্যা করো ।
৩। 'পিতামাতা উভয়ই তোমার জান্নাত এবং তোমার জাহান্নাম'- ব্যাখ্যা করো।
৪। ইসলামি পরিবার একটি শিক্ষালয় -ব্যাখ্যা করো।
৫। ’একজন ধার্মিক স্ত্রী নিজের স্বার্থে কখনও স্বামীর আমানতের খেয়ানত করে না -ব্যাখ্যা করো।
৪র্থ অধ্যায়: ইসলাম ও সমাজজীবন
১। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না-ব্যাখ্যা করো ।
২। 'আমর বিল মারুফ' ও 'নাহি আনিল মুনকার' বলতে কী বোঝায়?
৩। নিরক্ষরতা দূরীকরণে মসজিদের ইমামের ভূমিকা গুরুত্বপূর্ণ কেন? ব্যাখ্যা করো ।
৪। মিথ্যা প্রতারণার নামান্তর ব্যাখ্যা করো ।
৫। নেশাজাতীয় যেকোনো দ্রব্য মদ, আর যাবতীয় মদই হারাম-ব্যাখ্যা করো।
৬। ইসলামে মাদকাসক্তি নিষিদ্ধ কেন?
৫ম অধ্যায়: ইসলামের অর্থব্যবস্থা।
১। 'জাকাত ফরজ হওয়ার জন্য নিসাব পরিমাণ সম্পদ থাকা আবশ্যক'-ব্যাখ্যা করো ।
২। 'জাকাত সম্পদ পবিত্র করে-ব্যাখ্যা করো।
৩। 'জাকাত ধনী ও গরিবের মধ্যে সেতু'-ব্যাখ্যা করো।
৪। উশর ও খারাজের পার্থক্য লেখো।
৫ । ইসলামি অর্থব্যবস্থার বৈশিষ্ট্যগুলো লেখ।
৭ম অধ্যায়: ইসলামের আন্তর্জাতিক ব্যবস্থা।
১। ’গোটা মানবজাতি একই উম্মাহ'-ব্যাখ্যা করো।
২। 'কথা ও কাজে মিল থাকা দাঈ'র অন্যতম বৈশিষ্ট্য'-ব্যাখ্যা করো।
৩। পরিবেশ সংরক্ষণে ইসলামের ভূমিকা ব্যাখ্যা করো ।
৪। 'যে ব্যক্তি মানুষকে দয়া করে না, আল্লাহ তাকে দয়া করেন না”-ব্যাখ্যা করো ।
৫। খিদমতে খালক জান্নাত লাভের একটি পথ-ব্যাখ্যা করো।
Hsc Islamic Shikkha 1st Paper Suggestion 2022 | এইচএসসি ইসলাম শিক্ষা ১ম পত্র সাজেশন
Title | এএইচএসসি ইসলাম শিক্ষা ১ম পত্র সাজেশন ২০২২ |
PDF Size | 1.6 MB |
Total page | 11 |
Hsc Islam Shikkha 1st Paper Suggestion 2022
Tag:এইচএসসি ইসলাম শিক্ষা ১ম পত্র সাজেশন ২০২২ (সকল বোর্ড💯 কমন)| Hsc Islamic Shikkha 1st Paper Suggestion 2022 | এইচএসসি ইসলাম শিক্ষা ১ম পত্র সাজেশন
Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)