এসএসসি রেজাল্ট পুনঃনিরীক্ষণ/বোর্ড চ্যালেঞ্জ ২০২২ পদ্ধতি,নিয়ম | এসএসসি রেজাল্ট পুনঃনিরীক্ষণ করার নিয়ম ২০২২

 আসছালামু আলাইকুম সম্মানিত এসএসসি শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের এসএসসি ২০২২ সালের রেজাল্ট প্রকাশিত হয়েছে। এবারের এসএসসি পরীক্ষায় পাসের হার ৮৭.৪৪%। যারা এক সাবজেক্ট বা ২ সাবজেক্টে ফেল করেছেন তারা কিভানে বোর্ড চ্যালেঞ্জ করবেন। আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করবো। আসা করি তোমাদের উপকারে আসবে। 

মনে রাখবেন একটি পরীক্ষা কখনো একটি জীবনের মূল্যের সমপরিমাণ হতে পারে না!

এটা যেমন একজন স্টুডেন্ট হিসেবে আমাদের বুঝা উচিত তেমনি একজন অভিভাবকদেরও বোঝা উচিত। 

পরীক্ষা খারাপ করেছি,ভালো করেছি,পাস করতে পারিনি যাই হোক না কেন;এই সম্পূর্ণ বিষয়গুলো উপরওয়ালা থেকে প্রদত্ত। এটা নিয়ে বাড়াবাড়ি রকমের ঝামেলা করে মানসিক ভাবে ভেঙে পড়লে কোন উপকার হবে না।

সবাইকে অনেক অনেক অভিনন্দন !

আর যারা এবার খারাপ রেজাল্ট করেছেন তাদের পরবর্তী সময়ের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল! 

   
       

    এসএসসি রেজাল্ট পুনঃনিরীক্ষণ/বোর্ড চ্যালেঞ্জ ২০২২ পদ্ধতি 

    শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে। আবেদন করতে মোবাইলের Message অপশনে গিয়ে RSC <Space> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <Space> রোল নম্বর <Space> বিষয় কোড লিখে Send করুন 16222 নম্বরে।


    উদাহরণ: ঢাকা বোর্ডের কোন পরীক্ষার্থীর রোল নম্বর 123456 এবং বাংলা ১ম পত্রে আবেদন করতে চাইলে Message অপশনে RSC Dha 123456 101 লিখে send করুন 16222 নম্বরে। ফিরতি এসএমএস-এ আবেদন বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে একটি PIN প্রদান করা হবে। এতে সম্মত থাকলে Message অপশনে গিয়ে RSC <Space> Yes <Space> PIN <Space> Contact Number (যে কোন মোবাইল অপারেটর) লিখে send করুন 16222 নম্বরে।


    উল্লেখ্য পুনঃনিরীক্ষণের ক্ষেত্রে একই এসএমএস এর মাধ্যমে একাধিক বিষয়ের জন্য আবেদন করা যাবে। সেক্ষেত্রে কমা দিয়ে বিষয় কোডগুলো আলাদা করে লিখতে হবে। যেমন, বাংলা ও ইংরেজি দুটি বিষয়ের জন্য আপনার টেলিটক প্রি-পেইড মোবাইলের Message অপশনে গিয়ে RSC <Space> Dha < Space > Roll Number <Space> 101 102 107, 108 লিখতে হবে। এক্ষেত্রে প্রতিটি পত্রের জন্য ১২৫ টাকা হারে ফি প্রযোজ্য হবে।


    বিঃদ্রঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয়/বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং ধর্ম ও নৈতিক শিক্ষা- এই বিষয়সমূহের ক্ষেত্রে আবেদন করার প্রয়োজন নেই।

    এসএসসি রেজাল্ট পুনঃনিরীক্ষণ করার নিয়ম ২০২২

    এসএসসি রেজাল্ট পুনঃনিরীক্ষণ করার নিয়ম ২০২২



    Tag:এসএসসি রেজাল্ট পুনঃনিরীক্ষণ/বোর্ড চ্যালেঞ্জ ২০২২ পদ্ধতি,এসএসসি রেজাল্ট পুনঃনিরীক্ষণ করার নিয়ম ২০২২

                                   
    Previous Post Next Post


    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com

     



    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com

    (সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Facebook এবং Telegram পেজ)