নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে দুই বন্ধুর সংলাপ রচনা | নারী শিক্ষার গুরুত্ব সংলাপ

নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে দুই বন্ধুর সংলাপ রচনা | নারী শিক্ষার গুরুত্ব সংলাপ


আসছালামু আলাইকুম সম্মানিত পাঠকবৃন্দ সবাইকে আমাদের ওয়েবসাইটে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই নিবন্ধে আজকে আমরা আমাদের নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে দুই বন্ধুর সংলাপ সংলাপ রচনা করবো। তোমরা যারা নারী শিক্ষা নিয়ে সংলাপ খুজতেছো তোমাদের জন্য আজকের  এই আর্টিকেল অনেক উপকারী হবে।

   
       

    নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে দুই বন্ধুর সংলাপ সংলাপ রচনা 

    নারী শিক্ষার গুরুত্ব সংলাপ

    আব্দুল্লাহঃ- কেমন আছো বন্ধু?
    আরিফঃ ভালো। তুমি কেমন আছো?
    আব্দুল্লাহঃ- হুম! ভালো আছি। আচ্ছা, নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে তোমার ধারণা কেমন?
    আরিফঃ শিক্ষা তো সবার জন্য সমান। তবে আমাদের দেশের বর্তমানে নারীশিক্ষার ব্যাপারে সরকার খুবই সচেতন।
    আব্দুল্লাহঃ- তুমি ঠিকই শুনেছ। সরকার বর্তমানে দেশের সকল নারীদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে বদ্ধপরিকর। তবে এর পিছনে নিদিষ্ট কিছু কারণ আছে।
    আরিফঃ কী কারণ? বলো তো?
    আব্দুল্লাহঃ- শিক্ষা জাতির মেরুদণ্ড। আর যেকোনো জাতির সমৃদ্ধির জন্য শিক্ষার গুরুত্ব অপরিসীম। এক্ষেত্রে শুধু পুরুষদের নিয়ে দেশ এগিয়ে যেতে পারে না। কেননা দেশের মোট জনসংখ্যার অর্ধেকই তো নারী।

     
    আরিফঃ ঠিকই বলেছ তুমি। পৃথিবীর সব জয়-অভিযানে যেমন নারী-পুরুষের সমান অবদান আছে, তেমনি নারীশিক্ষার বিস্তারের মাধ্যমে নারীদের দ্বারাও বর্তমান উন্নয়নের গতি বাড়িয়ে নেওয়া সম্ভব।
    আব্দুল্লাহঃ- কিন্তু দুঃখজনক হলেও সত্য- বর্তমান সমাজে নানা সামাজিক বাধা ও ধর্মীয় কুসংস্কারের দোহাই দিয়ে নারীদের দমিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে।
    আরিফঃ সেটা ঠিক। তবে তাদের মাঝে যদি যথার্থ শিক্ষার বিস্তার করা যায়, তবে তারা এ অন্যায়ের প্রতিবাদ করতে শিখবে।
    আব্দুল্লাহঃ- ঠিক বলেছ। নারীরা শিক্ষা সংস্পর্শে এলে গোটা জাতির সমৃদ্ধির পথ আরও সুগম হবে।
    আরিফঃ হ্যাঁ বন্ধু। একজন নারী শুধু নয় সে মা, বোন ও স্ত্রী। একজন শিক্ষত মা যেমন পারে তার সন্তানের পরিপূর্ণ বিকাশ সাধন করতে, তেমনি শিক্ষিত বোন ও স্ত্রীরা পারে সামাজিক ক্ষেত্রে অবদান রাখতে।
    আব্দুল্লাহঃ- একজন শিশুর মধ্যে সুন্দর সমাজ এবং জাতির ভবিষ্যৎ অনেকাংশে নির্ভর করে। তাই নারীদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার মাধ্যমে আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎরূপে গড়ে তোলা সম্ভব।
    আরিফঃ ঠিক বলেছ। এর জন্য সরকার যে পদক্ষেপ নিয়েছে, তা প্রশংসনীয়।
    আব্দুল্লাহঃ- তবে সরকারের পদক্ষেপ গুলো বাস্তবায়ন করতে আমাদেরও সচেতন হতে হবে। তা হলেই নারীশিক্ষার প্রসার ঘটানো সম্ভব হবে।
    আরিফঃ ঠিক বলেছ বন্ধু। এ বিষয়ে তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো। ধন্যবাদ তোমাকে।
    আব্দুল্লাহঃ- তোমাকেও ধন্যবাদ। ভালো থেকো। আজ বিদায়।


    Tag:নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে দুই বন্ধুর সংলাপ সংলাপ রচনা | নারী শিক্ষার গুরুত্ব সংলাপ


    Any business enquiry contact us

    Email:-Educationblog24.com@gmail.com

    (সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)


                                   
    Previous Post Next Post


    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com


     

    কিভাবে আমাদের ওয়েবসাইট থেকে পিডিএফ ডাউনলোড করবেন এবং পাসওয়ার্ড কি দিবেন? বিস্তারিত জেনে নিন