দুর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য
বিদ্যা এবং চরিত্র মানবজীবনে মূল্যবান সম্পদ । বিদ্বানের সঙ্গ কল্যাণকর কিন্তু বিদ্বান অথচ চরিত্রহীন এমন । ব্যক্তির সঙ্গ কখনােই মঙ্গলজনক নয় , এদের সঙ্গ সর্বদাই পরিত্যাজ্য । বিদ্বান ব্যক্তি পৃথিবীর সর্বত্রই সম্মানিত । বিদ্বান ব্যক্তির জ্ঞানালােকের সংস্পর্শে এলে সকলেরই মন আলােকিত হয় । তদুপরি যদি তিনি সৎ চরিত্রবান হন তবে তার চরিত্র - মাধুর্য সকলকেই মুগ্ধ করে , তিনি সকলের ভক্তি ও শ্রদ্ধার পাত্র হন ।
আর যদি বিদ্বান ব্যক্তি চরিত্রহীন হন , তখন অশ্রদ্ধার পাত্র হন । কেউ সহজে তার সঙ্গে মিশতে চায় না , কথাবার্তা এমনকি চলাফেরাও করতে চায় না । সকলেই তাঁর কাছ থেকে দূরে থাকে । কারণ চরিত্রহীন ব্যক্তি অসৎ উদ্দেশ্য ও হীনস্বার্থ হাসিলে তৎপর থাকে । তিনি তখন অশিক্ষিত ও দুর্জন ব্যক্তির মতাে যেকোনাে অন্যায় কাজ করতে দ্বিধা করেন না ।
এ ধরনের ব্যক্তির সাহচর্য পেলে নিজ চরিত্রও কলুষিত হতে পারে । তাই চরিত্রহীন বিদ্বান ব্যক্তির সাহচর্য আমাদের কাম্য নয় । বিষধর সাপের মাথায় মহামূল্যবান মণি থাকে , তাই বলে মণি লাভের নিমিত্তে বিষধর সাপের কাছে গেলে মৃত্যুর আশঙ্কাও থাকে । তেমনই বিদ্বান অথচ চরিত্রহীন ব্যক্তির সাহচর্যে গিয়ে বিদ্যালাভ করলে বিপদও হতে পারে । সমাজে ঘৃণিত ও নিন্দনীয় হওয়ার সম্ভাবনা থাকে । অনেক সাধনা করে অর্জন করা বিদ্যাও অর্থহীন হয়ে পড়তে পারে ।
তাই চরিত্রহীন বিদ্বান ব্যক্তিকে সব সময় এড়িয়ে চলা উচিত । সচ্চরিত্র ব্যক্তি অশিক্ষিত বা স্বল্পশিক্ষিত হলেও সে চরিত্রহীন বিদ্বান অপেক্ষা শ্রেয় । কেননা চরিত্র মানবজীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ এবং মানুষের ভালােমন্দ নিরূপণের মাপকাঠি । চরিত্র মানবজীবনের শ্রেষ্ঠ সম্পদ । চরিত্র নষ্ট হয়ে গেলে মানুষ আর মানুষ থাকে না , পশুতে পরিণত হয় । তাই চরিত্রহীন ব্যক্তি বিদ্বান হলেও তাকে পরিত্যাগ করাই শ্রেয় ।
Tag: ভাব সম্প্রসারণ - দুর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য, দুর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য বলতে কি বোঝায়, দুর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য উক্তিটি কার, দুর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য English Translate, দুর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য কেন বলা হয়েছে
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg-UwC5SHMBcMvRXgPEzzXhb853mxbhZTox9617iAsMfiCiZuj2kqofWkC7qbzIFtw9ukFfRfbjCyyVcb-qhbxti6TObUrdeoshU_Z4GoHg5SSdi6zr88B_emc_7bMbm-yKeZahEUscOpNnWwPJrq1JQ8pjh67rDY-Uog4Iz6oEUwInxNEM3i2quEHC7Zsd/s320/images-removebg-preview.png)
Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)