আসছালামু আলাইকুম প্রিয় পাঠকবৃন্দ সবাই কেমন আছেন। আসা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। বন্ধুরা আজকে আমরা তোমাদের স্বামী স্ত্রীর ভালোবাসার এসএমএস -স্ত্রীকে খুশি করার মেসেজ এইসব বিষয় নিয়ে এই পোস্টে আমরা শেয়ার করবো।
অনেকে আছেন যারা স্বামী স্ত্রীর ভালোবাসার এসএমএস -স্ত্রীকে খুশি করার মেসেজ গুগলে খুজে থাকেন তাই আজকের আমাদের এই কালেকশন। আসা করি তোমাদের ভালো লাগবে।
ভালবাসা জিনিস খুব মায়ার। মনের টানে ভালবাসা হয়। আপনার প্রিও মানুষকে ভালবাসার এস এম এস পাঠাটে চাইলে আমাদের এই পোস্টটি ঘুরে আসুন।
আপনারা কি স্বামী স্ত্রী ভালোবাসার এস এম এস খুজতেছেন। তাহলে এই ওয়েব সাইট টি আপনার জন্য ❤️❤️❤️
স্ত্রীকে ভালোবাসার মেসেজ
১ অল্প, অল্প মেঘ থেকে,
হালকা, হালকা বৃষ্টি হয়।
ছোট্ট, ছোট্ট গল্প থেকে,
ভালোবাসা সৃষ্টি হয়।
মাঝে, মাঝে স্বরন করলে,
সম্পর্কটা মিষ্টি হয়।
২ এক বিন্দু জল যদি
চোখ দিয়ে পড়ে,
সেই জলের ফোটা
সুধু তোমার কথা বলে..
মনের কথা বুঝনা
তুমি মুখে বলি তাই,
শত আঘাতের পরেও
তোমায় ভালবেসে যাই..!!
৩ ভালবাসা মানে আবেগ দ্বারা
নিয়ন্ত্রিত হৃদয়ের
অভ্যন্তরীণ একটা অনুভুতি,
যা কেবল – শুধু মাত্র ভালবাসার
মানুষের সামনে ভাষায়
অথবা আচরণে প্রকাশ হয়।
৪ ভালবাসার এস এম এস
হয়ে থাকবো আমি
তোমার হৃদয় জুড়ে,
প্রেমের এস এম এস
রিংটোন হয়ে বাজবো
আমি মিষ্টি মধুর সুরে,
কখনো ভেবোনা আমি
তোমার থেকে দুরে,
বন্ধু হয়ে আছি
আমি তোমার নয়ন জুড়ে।
৫৷
তুমি যদি বাসো ভালো,
চাঁদের মতো দেব আলো,
যদি আমায় ভাবো আপন,
হব তোমার মনের মতন,
নদী যেমন দেয় মোহনা,
তেমনি আমি তোমার উপমা।
৬৷ বন্ধু আমি চাইনা
তোমার অসীম সুখের ভাগ,
কিন্তু যখন থাকবে
দুঃখে দিও আমায় ডাক,
তোমার মুখে কান্না
নয় দেখতে চাই হাসি,
মনে রেখো বন্ধু
তোমায় অনেক ভালোবাসি !
৭।একটু ভালোবাসা দিবি?
যে ভালোবাসায় থাকবে না কোন দুঃখ,
থাকবে না, না পাওয়ার যন্ত্রনা,
থাকবে না মায়া কাঁন্না,
থাকবে শুধু সীমাহীন অনুভূতি,
যেই অনুভূতি কে সাথী করে
কাটিয়ে দিবো সারাটা জীবন।
৮৷ যারা ভালবাসা নিয়ে খেলা করে,
তারাই ভালবাসা পায়।
আর যারা মন থেকে ভালবাসে,
তারা ভালবাসা পায়না।
ঠিক কিনা?
৯৷ যদি বলো তোমার
কথা মনে পড়ে কতবার?
আমি বলব চোখের
পাতা নড়ে যতবার।
যদি বলো তোমায় ভালবাসি কত?
আমি বলব আকাশে তারা আছে যত..!!
১০৷ তুমি রাজি থাকলে প্রেম করবো,
কাজী এনে বিয়া করব,
রাগ করলে কিস করবো,
দূরে গেলে মিস করবো,
পাশে থাকলে আদর করবো,
আর ভুলে গেলে খুব কষ্ট পাবো…!!
১১৷ কেউ, কেউ লাভ করে,
আবার কেউ করে ইনজয়।
কেউ খাঁয় ছেকা, কেউ হয় একা।
কেউ বলে জান, কেউ করে বিষপান।
কারো মুখা হাসি,
আবার কারো গলায় ফাঁসি,
Love Is Not Fun,
So সাবধান, আর এখনকার
মেয়েরা হয় বেইমান।
১২৷ ভেবেছিলাম তুমি কতো আপন!
ভেবেছি পাশে থাকবে সারা জীবন।
কেন তুমি ভাঙলে এই মন?
ভাবিনি কখনো করবে এমন!
তারপরও তুমি আমারই জীবন।
১৩৷ আজ না খুব একা, একা লাগছে।
চোখের সামনে তুমি তবু
যেন তোমাকে ছোয়া যায় না।
কেন এমন হয় বলোতো !
ভালবাসা বুঝি শুধু কষ্ট দিতেই জানে !
তোমাকে ছাড়া যে আমার
নিশ্বাস নিতেও কষ্ট হয় !
১৪৷ মন নেই ভালো, জানিনা কি হলো।
পাসে নেই তুমি, কি করি আমি।
পাখী যদি হতাম আমি এই জীবনে,
তোমায় নিয়ে উড়ে
যেতাম অচিন ভূবনে।
তুমি কি যাবে আমার সাথে?
১৫৷ যখন কেউ কারো জন্য
কাঁদে সেটা হল আবেগ।
যখন কেউ কাউকে কাঁদায়
সেটা হল প্রতারনা।
আর যখন কেউ কাউকে কাঁদিয়ে
নিজেও কেঁদে ফেলে!
সেটাই হল প্রকৃত ভালবাসা!
১৬৷ শুধু কাছে পাওয়ার জন্য ভালবাসা নয়।
শুধু ভালো লাগার জন্য ভালবাসা নয়।
নিজের সুখ বিসর্জন দিয়ে ভালোবাসার
মানুষকে সুখী রাখার নামই ভালবাসা।
১৭৷ “ভালোবাসা” শব্দটা
হয় না কখনো পুরানো..
হয় না কখনো মলিন..
হয় না ধূসর কিংবা বর্নহীন..
যা শুধু রংধনুর রঙে রঙিন..
হোক না সেটা এপার কিংবা ওপারের..
তারপরেও ভালোবাসা তো শুধুই ভালোবাসা!
১৮৷ যে ভালবাসা বুঝেনা,
তাকে ভালবাসা শিখাতে যাবেন না!
কারন সে ভালবাসা শিখবে আপনার কাছে,
কিন্তু ভালবাসবে অন্য জনকে!
আর কষ্ট পাবেন আপনি।
১৯৷ কেউ যদি অভিমানে
তোমার সাথে কথা না বলে,
বুঝে নিবে সে তোমায় আড়ালে মিস করে..
আর কেউ যদি না দেখে কাঁদে,
বুঝে নিবে সে তোমায় ভীষণ ভালবাসে..!
২০৷ ভালবাসা স্বপ্নীল আকাশের মত সত্য,
শিশির ভেজা ফুলের মত পবিত্র..
কিন্তু সময়ের কাছে পরাজিত,
বাস্তবতার কাছে অবহেলিত..!!
স্ত্রীকে খুশি করার মেসেজ
১৷ কতো গুলো কথা জমে যায় বরফের মতো
কতো গুলো শব্দ ছড়িয়ে যায় আকাশে
দিন যায় এমনি করে রাত গুলো
আমিও চলে যাই তোমার মতো করে।
২৷ সন্ধা গুলো চলে যায়
চলে যায় মাস-ঋতু
এমনি করে বছর এবং
যাপিত জীবন ধারা।
৩৷ কিছু, কিছু রাগ থাকে অভিমান ভরা
শক্ত হয় যেন স্বাভাবিক বৃষ্টি -খরা।
কিছু, কিছু দূরত্ব বাড়তে থাকে অবিরাম
কিছু, কিছু ঘনিষ্ঠতা সমুদ্রে হারায়
কিছুু হাত পড়ে থাকে অভিশাপ দেবার।
৪৷ বসন্ত গুলো চলে যায়
উত্তপ্ত বালুকায়
বাতাস ঝরা পাতার
শব্দ শোনায় নিরালা
চলে যায় স্বপ্ব গুলো
আশা এবং প্রত্যাশা
পূরণ-অপূরণ, চিহৃ বিচিহৃ
যতো বলা নাবলা ভাবনা,
চলে যায় ভেসে যায়
সমস্ত ব্যাথা-বেদনা।
৫৷ তোমাকে সারাদিন যতো
সহস্রবার দেখতে চাই
ততোবার নিশ্বাসও ফেলিনা
তোমাকে সারাদিন যতো অসংখ্য বার
পাশে পেতে চাই ততোবার
বাঁচতেও চাইনা…
৬৷ তোমাকে সারাক্ষণ যতো হাজার বার
ভালোবাসি বলি ততোবার
চোখের পলকও ফেলিনা,
তোমাকে সারাক্ষণ যতো অজস্রবার
হাত ধরতে বলি ততোবার
বুকের কম্পনও গুনি না…
৭৷ তুমি খুব বেশি দূরে নও
এ আমার মন জানে
শুধু চোখ জানেনা,
তুমি খুব বেশি দূরে নও
এ আমার স্পর্শ জানে
শুধু হাত জানেনা,
৮৷ তোমাকে খুঁজতে, খুঁজতে
পার করেছি বহু পথ
ঝরা পাতা মাড়িয়েছি অনেক
শুধু নিঃশ্বাসেরা জানে তুমি
কতোটা কাছে পথ জানেনা,
ঝরা পাতাও না…
৯৷ আমার সারাটা দিনই
বিফলে যায় তোমার
পিছে, পিছে ঘুরে,
আমি যতটানা আসি
কাছে তুমিযে ততটাই
থেকে যাও দূরে ।
১০৷ তোমাকে চাইলেও কি
বা নাচাইলেও কি শূন্যই
হয় ফলা ফল,
আমার এই আমিকে
তোমার ভাবনাতেই রাখে
ব্যস্ত ও চঞ্চল ।
১১৷ আমাকে পারিনা কভু
দূরে থাকার জন্য করতে
সদা প্রতিহত,
এই মন প্রাণ আত্মাটা
শুধু তোমাকে ভাবে
দিন রাত যথাযত ।
১২৷ আমার সারাটা দিনই দেখি যে
তোমার কাছে থাকে অনাদৃত,
তুমি যেন সদা অধরা তুমিযে
রয়ে যাও সর্বদা চির অনধিকৃত ।
১৩৷ আমার হৃদয়ের ঘরে সর্বদা থেকো
তুমি শুভ্র সুন্দর অনাবিল,
আমার সারাটা দিনই ভরে থাকুক
নিরাপদে তোমারই স্বপ্নীল ।
১৪৷ ভালোবাসার ঘর খানিতো
সব চেয়ে বড় হয়,
সব কিছুরই ক্ষয় আছেতো
ভালোবাসার নয় ।
১৫৷ ভালোবাসার সুগন্ধে ঘরটি
থাকে সদা ভরপুর,
দেহ মনের মিলন ঘটে
বাঁজিয়ে প্রেমের সুর ।
১৬৷ ভালোবাসার বাতায়নে
তোমারই মুখটি ভাসে,
তখন আমি পাগল হই এক
স্বপ্ন অভিলাষে ।
১৭৷ ভালোবাসার রঙীন চাদর
জড়িয়ে সারা গায়,
এই মনটি হয়যে উতাল
তোমার অপেক্ষায় ।
১৮৷ ভালোবাসার দরজা খুলে
তুমি আসলে ঘরে,
তোমার স্পর্শ পেলে পরে
দেহ-মন উঠে ভরে ।
১৯৷ ভালোবাসার যত জোর
ততই শক্ত হয়যে ঘর,
ভালোবাসার জোরেই কেউ
আপন কেউ পর ।
২০৷ ভালোবাসার ঘর বানিয়েছি
এই বুকের ভিতর,
তোমায় নিয়ে সেথায় স্বপ্ন
রচি সারা জীবনভর ।
ভালবাসার মানুষকে মেসেজ৷
১৷ মহান কোন উপহার পাওয়া
য়ায় না কোন দোকানে,
পাওয়া য়ায় না কোন গাছের নিচে,
সেটা পাওয়া শুধু পাওয়া যায়
সত্যকারী ভালবাসার
মানুষের মনে।
২৷ ভালবাসা বুকের ভিতর হয়েছে নিঃশ্বাস,
তোমার প্রেমে বেঁচে আছি
এই তো বিশ্বাস,
জান, আমার জান,
তুমি আমার প্রাণের মাঝে প্রাণ |
জান, আমার জান,
তুমি আমার প্রাণের মাঝে প্রাণ |
৩৷ টিপ, টিপ বৃষ্টি পড়ে,
তোমার কথা মনে পড়ে ।
এ মন না রয় ঘরে,
জানি না তুমি আসবে কবে !
এ প্রান শুধু তোমায় ডাকে,
আমায় ভালবাসবে বলে !
ফুল হাতে থাকবো দাঁড়িয়ে,
বলবো আমি তোমায় পেয়ে ।
সাত সমুদ্র পাড়ি দিয়ে
পেয়েছি তোমায় খুঁজে…
৪৷ টিপ, টিপ বৃষ্টি পড়ে,
তোমার কথা মনে পড়ে ।
এ মন না রয় ঘরে,
জানি না তুমি আসবে কবে !
এ প্রান শুধু তোমায় ডাকে,
আমায় ভালবাসবে বলে !
ফুল হাতে থাকবো দাঁড়িয়ে,
বলবো আমি তোমায় পেয়ে ।
সাত সমুদ্র পাড়ি দিয়ে
পেয়েছি তোমায় খুঁজে…
৫৷ যতই দূরে হারিয়ে যাও ,
আমি তোমাকে খুঁজে বের করবোই।
যতই পর ভাবো আমায় ,
আমি তোমাকে আপন করে নেবো।
যতই ঘৃনা কর আমায় ,
আমি চিরদিন এভাবে তোমায়
ভালবেসে যাবো। যতই
পাষাণ হোক তোমার মন ,
ওই মনে আমার জন্যে
ভালবাসার ফুল ফুটাবোই।
৬৷ দূর নিলিমায় রয়েছি তোমার পাশে,
খুঁজে দেখ আমায় পাবে হৃদয়ের কাছে।
শুনাব না কোন গল্প,গাইব শুধু গান,
যে গানে খুঁজে পাবে ভালবাসার টান।
কখনোও কী লিখেছো
স্বপ্নের কবিতা হৃদয়ে,
ভালবাসার শ্রাবন নামবে
মনের আকাশ ছুঁয়ে ।
এক আকাশে উড়বো
দুজনে স্বপ্নের ডানা মেলেক।
করবো তোমায় আলোকিত সুখের
প্রদীপ জ্বেলে,
চাওয়া পাওয়ার স্বপ্নে।
৮৷ কেনো হঠাৎ তুমি এলে ?
কেনো নয় তবে পুরোটা জুড়ে ?
আজ পেয়েও হারানো যায়না মানা,
বাঁচার মানেটা রয়ে যাবে দূরে ।
৯৷ একটা আঁকাশে অনেক তাঁরা,
একটা জীবনে দূঃখ ভরা,
অনেক রকম প্রেমের ভুল।
ভুলের জন্য জীবন দিবো,
তবুও আমি তোমারই রবো।
১০৷ চায়নি হতে তোমার জীবনে কাটা
তারের বেড়া জর না
করে প্রজাপতির
মতন আলত করে
ধরে রাখতে চেয়েছিলাম।
আজ দেখছি আমি
তোমার পথে বাধা হয়ে
গেছি এবং সেটা সরানোর
দায়ভার টাও আমিই নিলাম।
Tag:স্ত্রীকে ভালোবাসার মেসেজ (১০০+), স্ত্রীকে খুশি করার মেসেজ, ভালোবাসার মানুষকে মেসেজ
Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)