E SIM Grameenphone ই সিম গ্রামীণফোন/জিপি ই সিম| ই সিম মানে কি,সুবিধা অসুবিধা | E SIM supported phone ( ই সিম সাপোর্ট মোবাইল) বিস্তারিত সকল তথ্য জেনে নিন

E SIM Grameenphone ই সিম গ্রামীণফোন/জিপি ই সিম| ই সিম মানে কি,সুবিধা অসুবিধা  | E SIM supported phone ( ই সিম সাপোর্ট মোবাইল) বিস্তারিত সকল তথ্য জেনে নিন


আসছালামু আলাইকুম প্রিয় ইউজার আসা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমরা তোমাদের জন্য গ্রামিনফোন ই-সিম কার্ড নিয়ে বিস্তারিত আলোচনা করবো। যারা ই সিম সম্পর্কে জানতে চান অবশ্যই আমাদের পোস্টটি বিস্তারিত পড়ে নিবেন।


       
       

    গ্রামীণফোন ই-সিম

    বিগত দশকে আমরা প্রযুক্তির উন্নয়নের সাক্ষী থেকেছি। ওয়্যারলেস ডিভাইস থেকে শুরু করে বাসা, অফিস, স্কুল, স্টোর ইত্যাদিতে স্মার্ট অ্যাপ্লাইয়েন্স-এর ব্যবহারে যেনো এক ডিজিটাল বিপ্লব ঘটছে। এখনই সময় আমাদের হাতে থাকা প্রযুক্তিকে কাজে লাগিয়ে সামনে এগিয়ে যাওয়ার। এই বিশ্বাসেই গ্রামীণফোন বাংলদেশে সর্বপ্রথম নিয়ে এলো ই-সিম।

    ই-সিম মানে এম্বেডেড সিম, অর্থাৎ একধরণের সিম, যেটা ব্যবহার করতে ফোনে কোনও রকম সিম কার্ড ঢুকাতে হয় না। এতে প্লাস্টিকের ব্যবহারও কম হয়। সম্পূর্ণ বিশ্ব এগিয়ে চলেছে শ্যমল প্রযুক্তির পথে। আমাদেরও তাই করা উচিত। ই-সিমের সাথে আমরা প্রাকৃতিক বর্জ্য পরিমাণ কমিয়ে আনতে পারবো। এটা আমাদের সৌভাগ্য হবে যদি এই পৃথিবীকে আরও সুন্দর, আরও সবুজ বানাতে যদি আমরা একসাথে হাতে হাত রেখে কাজ করতে পারি।

    ই-সিম খুব শীঘ্রই জিপি অনলাইন শপ ও গ্রামীণফোন এক্সপেরিএন্স সেন্টার এ পাওয়া যাবে। 


    ই-সিম এর সুবিধা

    নিরাপদঃ- কারণ হারানোর ভয় নাই
    সহজঃ- খুব সহজেই ইন্সটল করা যায়
    পরিবেশবান্ধবঃ-প্লাস্টিক সিমের প্রয়োজন নেই

    নিম্নলিখিত প্রোডাক্ট গুলোর জন্য ই-সিম প্রযোজ্য হবে:

    প্রিপেইড (নিশ্চিন্ত)
    পোস্টপেইড (মাই প্ল্যান)
    রিপ্লেসমেন্ট (প্রিপেইড এবং পোস্টপেইড)

    বর্তমানে সকল বিজনেস সল্যুশন (প্রিপেইড এবং পোস্টপেইড) গ্রাহকরা এই সুযোগের বাইরে।

    E SIM supported phone | যে সকল সিমে ই সিম সাপোর্ট করবে

    Apple

    1. iPhone 13, 13 Pro, 13 Pro Max, 13 Mini
    2. iPhone 12, 12 Pro, 12 Pro Max, 12 Mini
    3. iPhone SE
    4. iPhone 11, 11 Pro, 11 Pro Max
    5. iPhone XS, XS Max
    6. iPhone XR
    7. iPad Pro 12.9‑inch (4th generation)
    8. iPad Pro 12.9‑inch (3rd generation)
    9. iPad Pro 11‑inch (2nd generation)
    10. iPad Pro 11‑inch (1st generation)
    11. iPad Air (4th generation)
    12. iPad Air (3rd generation)
    13. iPad (8th generation)
    14. iPad (7th generation)
    15. iPad mini (5th generation)

    Samsung

    1. Samsung Galaxy S22 5G, Ultra 5G, S22+ *(official version will support eSIM by April 01, 2022)
    2. Samsung Fold LTE model
    3. Samsung Galaxy Z Fold3 5G
    4. Samsung Galaxy Z Flip 5G
    5. Samsung Galaxy Z Flip
    6. Samsung Galaxy Z Fold2 5G
    7. Samsung Galaxy Fold
    8. Samsung Galaxy S21+ 5G *(coming soon)
    9. Samsung Galaxy S21 Ultra 5G *(coming soon)
    10. Samsung Galaxy Note 20 FE 5G *(coming soon)
    11. Samsung Galaxy Note 20 FE *(coming soon)
    12. Samsung Galaxy Note 20, 20+, 20 Ultra, Ultra 5G *(coming soon)
    13. Samsung Galaxy S20, S20+, S20 Ultra *(coming soon)

    Google Pixel

    1. Google Pixel 6 Pro
    2. Google Pixel 6
    3. Google Pixel 5a 5G
    4. Google Pixel 5
    5. Google Pixel 4a
    6. Google Pixel 4
    7. Google Pixel 3 & 3XL (Limited support)
    8. Google Pixel 2

    নতুন ই-সিম কীভাবে অ্যাক্টিভেট করা যাবে?


    • পছন্দ অনুযায়ী একটা প্ল্যান বেছে নিন
    • আপনার মোবাইল নম্বরটি বেছে নিন
    • বায়োমেট্রিক ভেরিফিকেশন পদ্ধতিটি সম্পন্ন করুন
    • আপনার হ্যান্ডসেটটিতে ইন্টারনেট সংযোগ নিশ্চিত করুন
    • সিম কিটে দেওয়া QR কোডটি স্ক্যান করুন
    • আপনার হ্যান্ডসেট অনুযায়ী ধাপে ধাপে প্রসেসটি কমপ্লিট করুন

    ফিজিক্যাল সিমকে ই-সিমে কীভাবে রিপ্লেস করা যাবে?


    আপনার ফিজিক্যাল সিমকে ই-সিমে রিপ্লেস করতে ই-সিম সাপোর্টেড হ্যান্ডসেট নিয়ে আপনার নিকটবর্তী জিপি এক্সপেরিয়েন্স সেন্টারে গিয়ে ই-সিম ক্রয় করার পক্রিয়াটি সম্পন্ন করুন অথবা জিপি অনলাইন শপে গিয়ে নিচের স্টেপগুলো অনুসরণ করে ই-সিমে কনভার্ট করে নিন:

    • ই-সিম রিপ্লেসমেন্টের জন্য রিকোয়েস্ট করুন
    • বায়োমেট্রিক ভেরিফিকেশন পদ্ধতিটি সম্পন্ন করুন
    • আপনার হ্যান্ডসেটটিতে ইন্টারনেট সংযোগ চালু করুন
    • সিম কিটে দেওয়া QR কোডটি স্ক্যান করুন
    • আপনার হ্যান্ডসেট অনুযায়ী ধাপে ধাপে প্রসেসটি কমপ্লিট করুন

    ই-সিম থেকে ফিজিক্যাল সিমে কীভাবে ফিরবেন?

    নিচের সহজ স্টেপগুলো অনুসরণ করে ই-সিম থেকে ফিজিক্যাল সিমে ফিরে আসুন-

    • ই-সিম রিপ্লেসমেন্টের জন্য রিকোয়েস্ট করুন
    • বায়োমেট্রিক ভেরিফিকেশন পদ্ধতিটি সম্পন্ন করুন
    • আপনার হ্যান্ডসেটটিতে ইন্টারনেট সংযোগ চালু করুন
    • হ্যান্ডসেট থেকে ই-সিম প্রোফাইলটা ডিঅ্যাক্টিভেট এবং ডিলিট করুন
    • আপনার হ্যান্ডসেট অনুযায়ী ধাপে ধাপে প্রসেসটি কমপ্লিট করুন

    ই-সিমের সংযোগ ঠিক রেখে হ্যান্ডসেট পাল্টাতে চাইলে আপনার যা করণীয়:

    • দুইটা হ্যান্ডসেটে ইন্টারনেট সংযোগ চালু রাখুন
    • আপনার পুরানো হ্যান্ডসেট থেকে ই-সিম প্রোফাইলটা ডিঅ্যাক্টিভেট এবং ডিলিট করুন
    • নতুন হ্যান্ডসেটে QR কোডটি স্ক্যান করুন
    • আপনার নতুন হ্যান্ডসেট অনুযায়ী ধাপে ধাপে প্রসেসটি কমপ্লিট করুন

    QR কোড স্ক্যান করার পদ্ধতি


    অ্যাপেল ব্যবহারকারীদের জন্য

    • সেটিংস-এ যেতে হবে
    • সেলুলার অথবা মোবাইল ইন্টারনেটের সংযোগ বেছে নিন
    • ইন্টারনেট প্ল্যান যোগ করতে ট্যাপ করুন
    • QR কোডটি স্ক্যান করুন (অবশ্যই ডিভাইসটি ওয়াই-ফাই অথবা মোবাইল ইন্টারনেটের সাথে সংযোগ নিশ্চিত করে)
    • ধাপে ধাপে প্রসেসটি কমপ্লিট করুন

    স্যামসাং ব্যবহারকারীদের জন্য

    • সেটিংস-এ যেতে হবে > কানেকশনস্‌ > সিম কার্ড ম্যানেজার
    • ইন্টারনেট প্ল্যান যোগ করতে ট্যাপ করুন
    • QR কোডটি ব্যবহার করতে ট্যাপ করুন
    • ডিভাইসটি ওয়াই-ফাই অথবা মোবাইল ইন্টারনেটের সাথে সংযোগ নিশ্চিত করে QR কোডটি স্ক্যান করুন
    • ধাপে ধাপে প্রসেসটি কমপ্লিট করুন

    আপনার মোবাইল প্ল্যান ডাউনলোড এবং ই-সিম অ্যাক্টিভেট হয়ে যাবে

    কিছু গুরুত্বপূর্ণ বিষয় যা মনে রাখতে হবে

    • QR কোডটি ইউনিক এবং এক বছরে সর্বোচ্চ দুইবার ব্যবহারযোগ্য। স্ক্যান করা হয়ে গেলে ক্যারিয়ার অ্যাড করা নিশ্চিত করতে হবে
    • গ্রাহকের কখনোই ই-সিম সেটিংস থেকে ডিলিট অপশন সিলেক্ট করা উচিত নয়। এটা হলে ই-সিম প্রোফাইলটা স্থায়ীভাবে ডিলিট হয়ে যাবে
    • প্রোফাইল ডিলিট হয়ে গেলে, গ্রাহককে পুনরায় QR কোড স্ক্যান করে, পূর্ববর্তী পক্রিয়াটি অনুসরণ করতে হবে
    • উভয় ক্ষেত্রেই ইন্টারনেট সংযোগ আবশ্যক


    টাগঃE SIM Grameenphone ই সিম গ্রামীণফোন/জিপি ই সিম| ই সিম মানে কি,সুবিধা অসুবিধা  | E SIM supported phone ( ই সিম সাপোর্ট মোবাইল) 





                                   
    Previous Post Next Post


    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com



    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com

    (সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Facebook এবং Telegram পেজ)