২০২২ সালের এসএসসি অ্যাসাইনমেন্ট গার্হস্থ্য বিজ্ঞান (১৫তম সপ্তাহ) | এসএসসি ১৫তম সপ্তাহের গার্হস্থ্য বিজ্ঞান এসাইনমেন্ট সমাধান /উত্তর ২০২২ | এসএসসি গার্হস্থ্য বিজ্ঞান অ্যাসাইনমেন্ট ২০২২ উত্তর /সমাধান

 

২০২২ সালের এসএসসি অ্যাসাইনমেন্ট গার্হস্থ্য বিজ্ঞান (১৫তম সপ্তাহ) | এসএসসি ১৫তম সপ্তাহের গার্হস্থ্য বিজ্ঞান এসাইনমেন্ট সমাধান /উত্তর ২০২২ | এসএসসি গার্হস্থ্য বিজ্ঞান অ্যাসাইনমেন্ট ২০২২ উত্তর /সমাধান

২০২২ সালের এসএসসি অ্যাসাইনমেন্ট গার্হস্থ্য বিজ্ঞান (১৫তম সপ্তাহ) 

 এসএসসি ১৫তম সপ্তাহের গার্হস্থ্য বিজ্ঞান এসাইনমেন্ট সমাধান /উত্তর ২০২২ 

 এসএসসি গার্হস্থ্য বিজ্ঞান অ্যাসাইনমেন্ট ২০২২ উত্তর /সমাধান

( ক ) নং প্রশ্নের উত্তরঃ 

বাজেট বাজেট হচ্ছে অর্থ ব্যয়ের পূর্বপরিকল্পনা । আরও স্পষ্টভাবে বলা যায় , নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট আয়ের ব্যয় ও সঞ্চয় করার পূর্বপরিকল্পনা হচ্ছে বাজেট । বাজেটে সম্ভাব্য আয়কে কোন কোন খাতে , কোন কোন সময়ে কী পরিমাণে ব্যয় করা হবে , তার লিখিত বিবরণ থাকে । সুপরিকল্পিতভাবে ব্যয় করলে মূল্যবান অর্থের অপচয় ঘটে না । অধিকন্তু আমাদের সব চাহিদা পূরণ হয়ে থাকে । 

বাজেটের খাত 

প্রকৃত বাজেট প্রস্তুত করার সময় কোন কোন খাতে অর্থ ব্যয় করতে হবে সেগুলো স্থির করতে হয় । পারিবারিক জীবন যাপনের যেসব ক্ষেত্রে ব্যয় করতে হয় , সেগুলোই বাজেটের খাত হিসেবে পরিচিত । গুরুত্ব অনুযায়ী খাতগুলো সাজিয়ে নিয়ে প্রতিটি খাতের মধ্যে কোন কোন বিষয় অন্তর্ভুক্ত করতে হবে তা নির্ধারণ করতে হবে । খাতগুলো সাজানো হয় পরিবারের প্রয়োজনের গুরুত্ব অনুসারে । জীবনধারণের প্রয়োজনে সাধারণত খাতগুলো নিম্নোক্তভাবে সাজানো থাকে

২০২২ সালের এসএসসি অ্যাসাইনমেন্ট গার্হস্থ্য বিজ্ঞান (১৫তম সপ্তাহ) | এসএসসি ১৫তম সপ্তাহের গার্হস্থ্য বিজ্ঞান এসাইনমেন্ট সমাধান /উত্তর ২০২২ | এসএসসি গার্হস্থ্য বিজ্ঞান অ্যাসাইনমেন্ট ২০২২ উত্তর /সমাধান

খ ) নং প্রশ্নের উত্তরঃ

বাজেটের প্রয়োজনীয়তা 

বাজেট অর্থ ব্যয়ের একটি চমৎকার কৌশল । বাজেট সীমিত অর্থে আমাদের সকল চাহিদা পূরণ করতে সাহায্য করে । বাজেটের কয়েকটি উল্লেখযোগ্য প্রয়োজনীয়তা নিম্নে উল্লেখ করা হলো । 

  • বাজেট পরিবারের আয় ও ব্যয় সম্বন্ধে ধারণা দেয়। 
  • পরিবারের অপচয় রোধ করে স্বচ্ছলতা আনয়নে সাহায্য করে । 
  • ভবিষ্যতের জন্য সঞ্চয়ের ব্যবস্থা নিতে সাহায্য করে । 
  • গুরুত্বপূর্ণ চাহিদাগুলো অগ্রাধিকার ভিত্তিতে পূরণ করে । 
  • বাজেট পরিবারের সদস্যদের মিতব্যয়ী হতে সাহায্য করে ।
  •  বাজেট করে অর্থ ব্যয় করলে সময় ও শক্তির সাশ্রয় হয় । 
  • বাজেট পরিবারের সদস্যদের সকল চাহিদা পূরণ করে তাদের সন্তুষ্টি দিতে পারে ।
  • তালিকাভুক্ত প্রতিটি দ্রব্যের মূল্য নির্ধারণ করার আগে সব জিনিসের বাজারদর সঠিকভাবে জানতে হবে । এরপর সবগুলোর মূল্য একত্রে বাজেটের অন্তর্ভুক্ত করতে হবে । এক্ষেত্রে পরিবারের সদস্যদের মতামত নেওয়া ভালো । বিভিন্ন সদস্যদের কাছ থেকে দ্রব্যমূল্য সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য পাওয়া যেতে পারে । ভালোভাবে না জেনে জিনিসের মূল্য নির্ধারণ করলে বাজেট বাস্তবায়নে অসুবিধার সম্মুখীন হওয়ার আশঙ্কা থাকে । 
  •  আনুমানিক আয়ের সাথে ব্যয়ের একটা সমতা রক্ষা করতে হবে । মোট আয় জানার পর সম্ভাব্য ব্যয়ের টাকার পরিমাণের সঙ্গে হিসাব করে দেখতে হবে যেন আয় ও ব্যয়ের মধ্যে সমতা থাকে । ব্যয় যেন কখনোই আয়ের অংক থেকে বেশি না হয় । তবে পারিবারিক আয় বাড়িয়ে অথবা খরচের পরিমাণ কমিয়ে এ অবস্থার মোকাবিলা করা যায় । 
  • কোন খাতে কতো ব্যয় করা যাবে তা নির্ধারণ করতে হবে । সাধারণত খাদ্য খাতে সবচেয়ে বেশি বরাদ্দ দিতে হয় । মধ্যবিত্ত পরিবারগুলোর বাজেটে খাদ্য খাতে শতকরা ৪০ থেকে ৬০ ভাগ পর্যন্ত বরাদ্দ দেওয়া হয় । পক্ষান্তরে নিম্নবিত্তের বাজেটে এ খাতে আয়ের শতকরা ৮০ ভাগ খরচ হতে পারে । আয় যত বাড়ে শতকরা হারে খাদ্য খাতে ব্যয়ও তত কমে যায় । সাধারণত সর্বনিম্ন বরাদ্দ দেওয়া হয় সঞ্চয় , চিকিৎসা ইত্যাদি খাতে । 
  • পরিশেষে বাজেটটিকে পরীক্ষা করে দেখতে হবে যেন তা বাস্তবায়ন করা যায় । কয়েকটি বিষয় বিবেচনায় রাখলে বাজেটকে বাস্তবমুখী করা যায় । যেমন- প্রত্যেক সদস্যের প্রয়োজনগুলোর দিকে খেয়াল রাখা , জরুরি অবস্থার মোকাবিলা করার জন্য কিছু বাড়তি অর্থ সব সময় হাতে রাখা , দীর্ঘমেয়াদি লক্ষ্যের দিকে খেয়াল রাখা ইত্যাদি ।


২০২২ সালের এসএসসি অ্যাসাইনমেন্ট গার্হস্থ্য বিজ্ঞান (১৫তম সপ্তাহ) | এসএসসি ১৫তম সপ্তাহের গার্হস্থ্য বিজ্ঞান এসাইনমেন্ট সমাধান /উত্তর ২০২২ | এসএসসি গার্হস্থ্য বিজ্ঞান অ্যাসাইনমেন্ট ২০২২ উত্তর /সমাধান

২০২২ সালের এসএসসি অ্যাসাইনমেন্ট গার্হস্থ্য বিজ্ঞান (১৫তম সপ্তাহ) | এসএসসি ১৫তম সপ্তাহের গার্হস্থ্য বিজ্ঞান এসাইনমেন্ট সমাধান /উত্তর ২০২২ | এসএসসি গার্হস্থ্য বিজ্ঞান অ্যাসাইনমেন্ট ২০২২ উত্তর /সমাধান


Tag:২০২২ সালের এসএসসি অ্যাসাইনমেন্ট গার্হস্থ্য বিজ্ঞান (১৫তম সপ্তাহ), এসএসসি ১৫তম সপ্তাহের গার্হস্থ্য বিজ্ঞান এসাইনমেন্ট সমাধান /উত্তর ২০২২, এসএসসি গার্হস্থ্য বিজ্ঞান অ্যাসাইনমেন্ট ২০২২ উত্তর /সমাধান

                               
Previous Post Next Post


Any business enquiry contact us

Email:- Educationblog24.com@gmail.com



Any business enquiry contact us

Email:- Educationblog24.com@gmail.com

(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Facebook এবং Telegram পেজ)