দাখিল পরীক্ষার পদার্থবিজ্ঞান সাজেশন ২০২২ (সর্ট সিলেবাস অনুযায়ী)
এসএসসি পদার্থ বিজ্ঞান জ্ঞানমূলক প্রশ্ন :
● অর্ধায়ু কাকে বলে ?
★একুয়াস হিউমার কাকে বলে ?
★ আইসোটোপ কাকে বলে ?
★কেলভিন কাকে বলে ?
★ ক্যালরিমিতি কাকে বলে ?
★ কর্মদক্ষতা কাকে বলে ?
★চৌম্বকক্ষেত্র কি ?
★তড়িৎ বলরেখা কি ?
★ তড়িৎ ক্ষমতা কাকে বলে ?
★তড়িৎ বিভব কাকে বলে ?
★ তড়িৎ চৌম্বক আবেগ কি ?
★ তেজস্ক্রিয়তা কি ?
★পর্যায়কাল কাকে বলে ?
★প্রতিধবনি কাকে বলে / পূর্নস্পন্দন কি ?
★পূর্ন অভ্যান্তরিন প্রতিফলন কি ?
★ফিউশন কি ? বিভব শক্তি কাকে বলে ?
★বিস্তার কাকে বলে ?
★ বৈদ্যুতিক কল কাকে বলে ?
★ভরবেগের সংরক্ষন সুত্র কি ?
★ম্যাগমা কাকে বলে ?
★মডুলেশন কি ?
★লেন্সের ক্ষমতা কি ?
★শব্দের তীব্রতা কাকে বলে ?
★শব্দের উপরিপাতন কাকে বলে ?
★সাম্যবল কাকে বলে ?
★সলিনয়েড কাকে বলে ?
★হুকের সুত্র কি ?
এসএসসি পদার্থবিজ্ঞান অনুধাবনমূলক প্রশ্ন সাজেশন
★বৈদুতিক পাখার সুইচ বন্ধ ক্রার সাথে সাথে থেকে যায় না কেনো ?
★শীতকাল অপেক্ষা বর্ষাকালে শব্দ দ্রুত শুনা যায় কেনো ?
★থেমে থাকা গাড়ি গঠাত চলতে আরম্ব করলে যাত্রীরা পিছনের দিকে হেলে পড়ে কেনো ?
★বন্দুক হতে গুলি ছুড়লে বন্দুক ধারী পিছনের দিকে ধাক্কা অনুভব করে কেনো ?
★নৌকা থেকে লাফ দিলে নৌকা পেছনের দিকে ছুটে যায় কেনো ?
★পানির মধ্যে ভারি জিনিস উত্তোলন সহজ কেনো ? বরফ পানিতে ভাসে কেনো ?
★একখন্ড লোহা পানিতে ডুবে যায় , কিন্তু লোহার তৈরি জাহাজ পানিতে ভাসে কেনো ?
★গ্রীষ্মকাল অপেক্ষা শীতকালে ভিজা কাপর দ্রুত শুকায় কেনো ?
★মরু অঞ্চলে দিনে তীব্র গরম ও রাতে তীব্র ঠান্ডা পড়ে কেনো ?
★দিনের বেলার চেয়ে রাতের বেলা তিন শব্দের বেগ বেশি থাকে কেনো ?
★বাদুর রাতে চলতে সাচ্ছন্দ্যবোধ করে কেন ?
অধ্যায় – তৃতীয় (গতি)
গুরত্বপূর্ণ সৃজনশীল নমুনা প্রশ্নঃ
১. ফারুক 4kg ভার একটি বাক্স একটি মেঝের উপর দিয়ে সমবলে টেনে গনিল । বাক্স ও মেঝের মধ্যকার ঘর্ষণ বলের মান হল 1.5N । বাক্সটিকে টেনে নেওয়ার ত্বরণ হল 0.8m ৷ এরপর বাক্সটিকে ঘর্ষণবিহীন মেঝেতে একই বল প্রয়োগ করে টানা হলো ।
ক) প্রথম ক্ষেত্রে বাক্সটির উপর প্রযুক্ত বলের মান নির্ণয় কর । [ Ans : 4.7N ]
ঘ.ঘর্ষণযুক্ত ও ঘর্ষণবিহীন মেঝেতে ত্বরণের কীরূপ পরিবর্তন হবে ? গাণিতিক যুক্তি দাও ।
[ Ans : ঘর্ষণবিহীন - 1.175 m , ঘর্ষণযুক্ত- 0.8]
২. 20kg ও 30kg ভরের দুটি বস্তুকে আনুভূমিকভাবে একটি রশি দিয়ে বেঁধে 250N বল প্রয়োগ করে টেনে নিয়ে যাওয়া হচ্ছে ।
গ . কত তুরণে বস্তু দাট টেনে নিয়ে যাওয়া হচ্ছে ?
[ Ans : 5m ]
ঘ . কোন ভরের উপর বল প্রয়োগ করলে রশিতে বেশি টান অনুভূত হবে !গাণিতিক যুক্তি দাও ।
[ Ans : 20kg , 150N ]
৩. ডিমসহ একটি ট্রাকের ওজন 15xN । ট্রাকটি 72km বেগে চলছিল। পথিমধ্যে চালক ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে । দৰ্ঘটনা জনিত দেখে চালক ট্রাকটিকে রাস্তার পাশের একটি খড়ের গাদার উপর উঠে দেয় । ট্রাকটি 10s এ থেমে যায় ।এতে সালাম বড় দুর্ঘটনা হতে রক্ষা পায় । সংর্ঘষে সালাম আহত হলেও অধিকাংশ ডিম অক্ষত থাকে।
গ . ট্রাকের ওপর ক্রিয়ারত বলের পরিমাণ নির্ণয় কর । [ Ans : 3.06 xN ]
ঘ.চালক ট্রাকটিকে নরম খড়ের গাদার উপর উঠিয়ে দেওয়ায় সালাম বড় । দুর্ঘটনা হতে রক্ষা পায়'- গাণিতিক বিশ্লেষণ করে এর যথার্থতা নির্ণয় কর।
৪. 1000ka ভরের একটি গাড়ি 10ms বেগে চলছিল । চলন্ত অবস্থায় । 800kg ভরের একটি স্থির গাড়িকে ধাক্কা দিল । ধাক্কার পর গাড়ি দুটি । মিলিত হয়ে 100m অতিক্রম করে থেকে গেল ।
গ . সংঘর্ষের পর গাড়ি দুটির মিলিত বেগ নির্ণয় কর । [ Ans : 5.55m ]
ঘ . চলমান গাড়িটি উপর স্থির গাড়িটির বাধাদানকারী বলের মান নির্ণয় কর। [ Ans : 154.01N ]
৫. একাট বন্দুক হতে ১ugm ভরের গুলির ওপর 5N বল 0.5sec ধরে ক্রিয়া করায় গুলিটি একটি কাঠের তক্তার মধ্যে প্রবেশ শুরু করে । কাঠের গুড়ির পুরুত্ব 2m এবং বাধাদানকারী বল 20N ।
গ . গতিশীল তক্তা আঘাত করার সময় গুলির বেগ নির্ণয় কর ।
[ Ans : 50m ]
ঘ.গুলিটি কাঠের ভাড়কে ভেদ করবে কিনা- গাণিতিক যুক্তিসহ বিশ্লেষণ কর ।
[ Ans : 3.125m , ভেদ করবে ।
৬. 900kg ভরের একটি গাড়ি 20ms বেগে ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিল । হঠাৎ গাড়িটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা 1500kg ভরের একটা ট্রাকের সাথে ধাক্কা খেল । মিলিত গাড়ি দুটি একই পথে চলতে থাকল৷
গ . উদ্দীপকে উল্লেখিত মিলিত গাড়ি দুটির বেগ কত নির্ণয় কর ।
[ Ans : 7.5ms ]
ঘ . ‘ সংঘর্ষের ফলে গাড়ি দুটির ভরবেগ সংরক্ষিত হলেও গতিশক্তি সংরক্ষিত হয় নি’- গাণিতিক বিশ্লেষণ করে এর যথার্থতা নির্ণয় কর ।
৭. নিচের চিত্রটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও ।
গ . কত সময় পর বস্তু দুইটি মিলিত হবে ?
[Ans : 40s]
ঘ . একই দিকে চলমান বস্তুর মিলিত বেগ বস্তুর দুটির পরস্পরের দিকে মিলিত বেগ অপেক্ষা বেশি । গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখাও।
অধ্যায় – চতুর্থ ( কাজ , ক্ষমতা , শক্তি ) গুরুত্বপূর্ণ সৃজনশীল নমুনা প্রশ্নঃ
১। 40kg ভরের একটি বালক এবং 60kg ভরের একজন যুবক একটি ভবনের নিচতলা থেকে এক সাথে দৌড় শুরু করে একই সময়ে ছাদের একই জায়গায় পৌছালেন । দৌড়ের সময় উভয়ের বেগ ছিল 30m / min ।
( গ ) যুবকের গতিশক্তি নির্ণয় কর ।
[ Ans : 7.5J ]
( ঘ ) ছাদের উঠার সময় দুইজনের ক্ষমতা সমান ছিল কি- না ? গাণিতিক যুক্তিসহ যাচাই কর ।
[ বালক -196 W যুবক- 294W ]
২। নিচের চিত্রটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও : চিত্রে ভূপৃষ্ট হতে নির্দিষ্ট ভরের একটি বস্তু 30m উচ্চতায় দেখানো হয়েছে । বস্তুটি কোন একসময় মুক্তভাবে ছেড়ে দেওয়া হয় ।
( গ ) চিত্রের উচ্চতায় বস্তুটির বিভব শক্তি হিসাব কর । [ Ans : 588J ]
( ঘ ) বস্তুাট যখন মুক্তভাবে ছেড়ে দেওয়া হয় তখন ভূ - পৃষ্ট স্পর্শ করার পূবমুহূতে গতিশক্তি এবং যে উচ্চতায় বস্তুটি ছিল তার বিভব শক্তির তুলনা কর । [ Ans : 588J ]
৩। হিমেলের ভর 30kg আর ইমেলের ভর 20kg । একটি দৌড় প্রতিযোগিতায় হিমেল 5m এবং ইমেল 6m বেগে দৌড়ায় । এ বেগ অর্জন করতে কৃত কাজই বগা দের গতিশক্তি ।
( গ ) দৌড়ের সময় কার গতিশক্তি কম ছিল নির্ণয় কর ।
[ Ans : ইমেল -360 J , হিমেল - 375J ]
৪। এক ব্যক্তি 20m উঁচু ট্যাংককে 5000 লিটার পানি দ্বারা 5 মিনিটে পূর্ণ করতে চান । তিনি এর জন্য উপযুক্ত একটি পাম্প কিনতে দোকানে গেলেন এবং দেখলেন দোকানপ 1HP , 2HP,4HP , 5HP এবং 7HP এর পাম্প আছে ।
( গ ) ট্যাংকটিকে 5000 লিটার পানি দ্বারা 5 মিনিটে পূর্ণ করতে কত ক্ষমতার প্রয়োজন ? 1 লিটার পানির ভর 1kg ।
[ Ans : 3266.67 W ]
( ঘ ) যদি দোকানের প্রত্যেক পাম্পের কর্মদক্ষতা 90 % হয় তবে ঐ ব্যক্তিকে কত HP এর পাম্প নিতে হবে ?
[ Ans : 5 HP ]
৫। 100m গভীর এবং 4m ব্যাসের একটি কুয়া থেকে ইঞ্জিনের সাহায্যে প্রতি মিনিটে 1000kg পানি উত্তোলন করা হয় । এ সময় ইঞ্জিনটির 20 % ক্ষমতা নষ্ট হয় ।
( গ ) ইঞ্জিনের অশ্বক্ষমতা / পদত্ত ক্ষমতা hp এককে নির্ণয় কর ।
[ Ans : 27.37hp ]
( ঘ ) একই প্রদত্ত ক্ষমতার কিন্তু 90 % কর্মদক্ষতা বিশিষ্ট একটি ইঞ্জিনের সমপরিমাণ কুয়া থেকে উঠাতে কত সময় লাগবে ?
[ Ans : 53.33s ]
৬। বকুল 0.1kg ভরের একটি ঢিল 10m উপর থেকে ছেড়ে দিল । ঢিলটি মাটিতে পড়ার পর মুকুল ঐ ঢিলটিকে উপরে ছুঁড়ে দিল বকুলের কাছে । বকুলের কাছে পৌচেয়ে ঢিলটির বেগ শূন্য হয়ে গেল এবং বকুল ঢিলটিকে ধরে ফেললো ।
( গ ) ঢিলটি মাটিতে পড়তে অভিকর্ষজ বল দ্বারা কতটুকু কাজ সম্পন্ন হয়েছে ?
[ Ans : 9.8 J ]
( ঘ ) “ ঢিলটি মাটিতে পড়তে অভিকর্ষজ বল দ্বারা যে কাজ সম্পন্ন হয়েছে , মুকুলকে ঢিলটি বকলের কাছে পাঠাতে সেই পরিমাণ কাজ সম্পন্ন করতে হয়েছে ” । এই কথাটির সত্যতা যাচাই কর ।
৭। নিচের চিত্রটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
40kg ভরের একটি বালক 20cm উঁচু 20 টি সিঁড়ি 6s এ উঠতে পারে ।
( গ ) বালকটির ক্ষমতা নির্ণয় কর ।
[ Ans : 261.3 W ]
( ঘ ) বালকটি 20kg ভরের একটি ব্যাগ তার পিঠে নিয়ে সিঁড়ির উপরে উঠতে যে সময় লাগে তা পূর্বের সময়ের অর্থাৎ 6s এর সমান হবে কি ? বিশ্লেষক কর ।
[ Ans : না , 9s লাগবে ]
৮। নিচের চিত্রটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
( গ ) স্প্রিংটিকে সংকোচন করতে কি পরিমাণ কাজ করা হলো ? [ Ans : 20 J ]
( ঘ ) স্প্রিংটিকে এবার মুক্তভাবে প্রসারিত হতে দিলে বলের সর্বোচ্চ বেগ কত হবে ?
[ Ans : 28.28 ]
দাখিল পরীক্ষার পদার্থবিজ্ঞান সর্ট সাজেশন ২০২২
Tag: দাখিল পরীক্ষার পদার্থবিজ্ঞান সাজেশন ২০২১ (সর্ট সিলেবাস অনুযায়ী), দাখিল পরীক্ষার পদার্থবিজ্ঞান সর্ট সাজেশন ২০২১
Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)