সংকল্প কাজী নজরুল ইসলাম কবিতা
কবিতা সংকল্প
Kobita Songkolpo Kazi Nuzrul Islam
সংকল্প কবিতা আবৃত্তি
সংকল্প
কাজী নজরুল ইসলাম
থাকব না কো বদ্ধ ঘরে
দেখব এবার জগৎটাকে-
কেমন করে ঘুরছে মানুষ
যুগান্তরের ঘূর্ণিপাকে ।
দেশ হতে দেশ দেশন্তরে
ছুটছে তারা কেমন করে ,
কিসের নেশায় কেমন করে
মরছে যে বীর লাখে লাখে ,
কিসের আশায় করছে তারা
বরুণ মরণ - যন্ত্রণাকে।
হাউই চড়ে চায় যেতে কে
চন্দ্রলােকের অচিনপুরে ;
শুনব আমি , ইঙ্গিত কোন
মঙ্গল হতে আসছে উড়ে ৷
পাতাল ফেড়ে নামব নিচে
উঠব আর আকাশ ফুড়ে ;
বিশ্ব-জগৎ দেখব আমি
আপন হাতে মুঠোয় পুরে ৷
Tag: সংকল্প কাজী নজরুল ইসলাম কবিতা, কবিতা সংকল্প, Kobita Songkolpo Kazi Nuzrul Islam, সংকল্প কবিতা আবৃত্তি, সংকল্প কবিতা লিরিক্স
Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)