শ্রাবণে সুকুমার রায় কবিতা
কবিতা শ্রাবণে
Kobita Srabone Sukumar Ray
শ্রাবণে
সুকুমার রায়
জল ঝরে জল ঝরে সারাদিন সারারাত -
অফুরান নামলায় বাদলের ধারাপাত ।
আকাশের মুখ ঢাকা , ধোয়ামাখা চারিধার ,
পৃথিবীর ছাত পিটে ঝমাঝম বারিধার ।
ম্লান করে গাছপালা প্রাণখােলা বরষায় ,
নদীনালা ঘােলাজল ভরে উঠে ভরসায় ।
উৎসব ঘনঘাের উন্মাদ শ্রাবণের
শেষ নাই শেষ নাই বরষার প্লাবনের ।
জলেজলে জলময় দশদিক টলমল ,
অবিরাম একই গান , ঢালাে জল , ঢালাে জল ।
ধুয়ে যায় যত তাপ জর্জর গ্রীষ্মের ,
ধুয়ে যায় রৌদ্রের স্মৃতিটুকু বিশ্বের ।
শুধু যেন বাজে কোথা নিঃঝুম ধুকধুক ,
ধরণীর আশাভয় ধরণীর সুখদুখ ।
Tag: শ্রাবণে সুকুমার রায় কবিতা, কবিতা শ্রাবণে, Kobita Srabone Sukumar Ray
Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)