সবার আমি ছাত্র সুনির্মল বসু কবিতা | কবিতা সবার আমি ছাত্র | Kobita Sobar ami Satro Sunirmol Bosu


       
       

    সবার আমি ছাত্র সুনির্মল বসু কবিতা  

    কবিতা সবার আমি ছাত্র  

    Kobita Sobar ami Satro Sunirmol Bosu 


    সবার আমি ছাত্র 

    সুনির্মল বসু 


    আকাশ আমায় শিক্ষা দিল 

                উদার হতে ভাই রে , 

    কর্মী হবার মন্ত্র আমি 

                বায়ুর কাছে পাই রে । 

    পাহাড় শিখায় তাহার সমান 

    হই যেন ভাই মৌন - মহান , 

    খােলা মাঠের উপদেশে - 

               দিল - খােলা হই তাই রে । 


    সুর্য আমায় মন্ত্রণা দেয় 

                আপন তেজে জ্বলতে , 

    চাঁদ শিখালাে হাসতে মিঠে , 

               মধুর কথা বলতে । 

    ইঙ্গিতে তার শিখায় সাগর - 

    অন্তর হোক রত্ন - আকর ; 

    নদীর কাছে শিক্ষা পেলাম 

                 আপন বেগে চলতে ।


    মাটির কাছে সহিষ্ণুতা 

             পেলাম আমি শিক্ষা , 

    আপন কাজে কঠোর হতে 

            পাষাণ দিল দীক্ষা । 

    ঝরনা তাহার সহজ গানে 

    গান জাগালাে আমার প্রাণে , 

    শ্যাম বনানী সরসভা

             আমায় দিল ভিক্ষা । 


    বিশ্ব - জোড়া পাঠশালা মাের , 

                . সবার আমি ছাত্র , 

    নানান ভাবের নতুন জিনিস 

                শিখছি দিবারাত্র ; 

    এই পৃথিবীর বিরাট খাতায় - 

    পাঠ্য যে - সব পাতায় পাতায় , 

    শিখছি সে - সব কৌতূহলে - 

                 সন্দেহ নাই মাত্র ।



    Tag: সবার আমি ছাত্র সুনির্মল বসু কবিতা,  কবিতা সবার আমি ছাত্র,  Kobita Sobar ami Satro Sunirmol Bosu 

                                   
    Previous Post Next Post


    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com



    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com

    (সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Facebook এবং Telegram পেজ)