ঝরনার গান সত্যেন্দনাথ দত্ত কবিতা
কবিতা ঝরনার গান
Kobita Jhornar Gan Sotedronath Dotto
ঝরনার গান
সত্যেন্দনাথ দত্ত
চপল পায় কেবল ধাই ,
কেবল গাই পরীর গান ,
পুলক মাের সকল গায় ,
বিভােল মাের সকল প্রাণ ।
শিথিল সব শিলার পর
চরণ থুই দোদুল মন ,
দুপুর - ভাের ঝিঝির ডাক ,
ঝিমায় পথ , ঘুমায় বন ।
বিজন দেশ , কূজন নাই ।
নিজের পায় বাজাই তাল ,
একলা গাই , একলা ধাই ,
দিবস রাত , সাঁঝ সকাল ।
ঝুঁকিয়ে ঘাড় ঝুম - পাহাড়
ভয় দ্যাখায় , চোখ পাকায় ;
শঙ্কা নাই , সমান যাই ,
টগর - ফুল - নূপুর পায় ,
কোন গিরির হিম ললাট
ঘামল মাের উদ্ভবে ,
কোন পরীর টুটুল হার
কোন নাচের উৎসবে ।
খেয়াল নাই - নাই রে ভাই ।
পাই নি তার সংবাদই ,
ধাই লীলায় , -খিলখিলাই—
বুলবুলির বােল সাধি ।
বন - ঝাউয়ের ঝােপগুলায়
কালসারের দল চরে ,
শিং শিলায় - শিলার গায় ,
ডালচিনির রং ধরে ।
ঝাপিয়ে যাই , লাফিয়ে ধাই ,
দুলিয়ে যাই অচল - ঠাট ,
নাড়িয়ে যাই , বাড়িয়ে যাই
টিলার গায় ডালিম - ফাট ।
শালিক শুক বুলায় মুখ
থল - ঝাঝির মখমলে ,
জরির জাল আংরাখায়
অঙ্গ মাের ঝলমলে ।
নিম্নে ধাই , শুনতে পাই
ফটিক জল । ' হাঁকছে কে ,
কণ্ঠাতেই তৃষ্ণা যার
নিক না সেই পাক ঘেঁকে ।
গরজ যার জল স্যাঁচার
পাতকুয়ায় যাক না সেই ,
সুন্দরের তৃষ্ণা যার
আমরা ধাই তার আশেই ।
তার খোঁজেই বিরাম নেই ।
বিলাই তান - তরল শ্লোক ,
চকোর চায় চন্দ্রমায় ,
আমরা চাই মুগ্ধ - চোখ ।
চপল পায় কেবল ধাই
উপল - ঘায় দিই ঝিলিক ,
দুল দোলাই মন ভােলাই ,
ঝিলমিলাই দিগ্বিদিক ।
Tag: ঝরনার গান সত্যেন্দনাথ দত্ত কবিতা, কবিতা ঝরনার গান, Kobita Jhornar Gan Sotedronath Dotto
Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)