আমার বাড়ি জসীমউদ্দীন কবিতা
কবিতা আমার বাড়ি
Kobita Amer Bari Josim Uddin
আমার বাড়ি
জসীমউদ্দীন
আমার বাড়ি যাইও ভােমর ,
বসতে দেব পিঁড়ে ,
জলপান যে করতে দেব
শালি ধানের চিঁড়ে ।
শালি ধানের চিঁড়ে দেব ,
বিন্নি ধানের খই ,
বাড়ির গাছের কবরী কলা ,
গামছা - বাধা দই ।
আম - কাঠালের বনের
শুয়াে আঁচল পাতি ,
গাছের শাখা দুলিয়ে বাতাস
করব সারা রাতি ।
চাঁদমুখে তাের তাদের চুমাে
মাখিয়ে দেব সুখে ,
তারা ফুলের মালা গাঁথি ,
জড়িয়ে দেব বুকে ।
গাই দোহনের শব্দ শুনি
জেগাে সকাল বেলা ,
সারাটা দিন তােমায় লয়ে
করব আমি খেলা ।
আমার বাড়ি ডালিম গাছে
ডালিম ফুলের হাসি ,
কাজলা দিঘির কাজল জলে
হাঁসগুলি যায় ভাসি ।
আমার বাড়ি যাইও ভােমর ,
এই বরাবর পথ ,
মৌরি ফুলের গন্ধ শুকে
থামিও তব রথ ।
Tag: আমার বাড়ি জসীমউদ্দীন কবিতা, কবিতা আমার বাড়ি, Kobita Amer Bari Josim Uddin
Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)