প্রতিদান জসীমউদ্দীন কবিতা | কবিতা প্রতিদান | Kobita Protidan Josim uddin


       
       

    প্রতিদান জসীমউদ্দীন কবিতা

    কবিতা প্রতিদান  

    Kobita Protidan Josim uddin


    প্রতিদান 

    জসীমউদ্দীন 


    আমার এ ঘর ভাঙিয়াছে যেবা আমি বাধি তার ঘর, 

    আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মােরে করেছে পর । 

    যে মােরে করিল পথের বিরাগী 

    পথে পথে আমি ফিরি তার লাগি , 

    দীঘল রজনী তার তরে জাগি ' ঘুম যে হরেছে মাের; 

    আমার এ ঘর ভাঙিয়াছে যেবা আমি বাধি তার ঘর। 

    আমার এ কূল ভাঙিয়াছে যেবা আমি তার কূল বাঁধি , 

    যে গেছে বুকেতে আঘাত হানিয়া তার লাগি আমি কাঁদি । 

    যে মােরে দিয়েছে বিষে - ভরা বাণ , 

    আমি দেই তারে বুকভরা গান ; 

    কাটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম - ভর , 

    আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মােরে করেছে পর । 

    মাের বুকে যেবা কবর বেঁধেছে আমি তার বুক ভরি’ 

    রঙিন ফুলের সােহাগ - জড়ান ফুল মালঞ্চ ধরি । 

    যে মুখে সে নিঠুরিয়া বাণী , 

    আমি লয়ে করে তারি মুখখানি , 

    কত ঠাই হতে কত কী যে আনি ' সাজাই নিরন্তর 

    আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মােরে করেছে পর ।



    Tag: প্রতিদান জসীমউদ্দীন কবিতা,  কবিতা প্রতিদান,  Kobita Protidan Josim uddin

                                   
    Previous Post Next Post


    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com



    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com

    (সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Facebook এবং Telegram পেজ)