এসএসসি/দাখিল (ভোকেশনাল) এসাইনমেন্ট ২০২১ উত্তর /সমাধান ৮ম সপ্তাহের জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস-২ (এসাইনমেন্ট ৫) | ২০২১ সালের এসএসসি/দাখিল (ভোকেশনাল) ৮ম সপ্তাহের জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস-২ (২য় পত্র) এসাইনমেন্ট সমাধান

4

       
       

    এসএসসি/দাখিল (ভোকেশনাল) এসাইনমেন্ট ২০২১ উত্তর /সমাধান ৮ম সপ্তাহের জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস-২ (এসাইনমেন্ট ৫)  


    শিরোনামঃ বৈদ্যুতিক সার্কিট ব্রেকার সম্পর্কে বিস্তারিত আলোচনা 


    সার্কিট ব্রেকারের ধারনাঃ 

    সার্কিট ব্রেকারের সংজ্ঞা ( The meaning of circuit breaker ) : সার্কিট ব্রেকার একটি সুইচিং ও প্রটেকটিভ ডিভাইস , যা দুইটি মৌলিক উদ্দেশ্যে ব্যবহৃত হয় । 

    ( ১ ) সিস্টেম পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এর ক্ষেত্রে সুইচিং করতে , 

    ( ২ ) শর্ট সার্কিট জনিত ক্রটিতে স্বয়ংক্রিয় অপারেশনের জন্য । 

    বৈদ্যুতিক পাওয়ার সিস্টেমের ক্রটিতে বা ওভারলােড জনিত কারণে মাত্রাতিরিক্ত কারেন্ট প্রবাহে সিস্টেম ও ব্যবহৃত যন্ত্রপাতিকে ক্ষতির হাত থেকে রক্ষার জন্য যে স্বয়ংক্রিয় ডিভাইস ব্যবহার করা হয় তাকে সার্কিট ব্রেকার বলে । সার্কিট ব্রেকারের স্বয়ংক্রিয় অপারেশনের জন্য রিলে কাজ করে । বৈদ্যুতিক পাওয়ার সিস্টেমের ক্রটিতে যে মাত্রাতিরিক্ত কারেন্ট প্রবাহিত হয় তাতে ডিভাইস ও সরঞ্জাম নষ্ট হয়ে যেতে পারে । এরূপ দুর্ঘটনা থেকে রক্ষা করতে সার্কিট ব্রেকার উপযােগী প্রটেকটিভ ডিভাইস । আবার সিস্টেম পরিচালনায় সুইচিং করতে এবং রক্ষণাবেক্ষণে সিস্টেম অপারেট করতে ইহা ব্যবহার হয় । সুতরাং আমরা বলতে পারি , সার্কিট ব্রেকার একটি স্বয়ংক্রিয় প্রটেকটিভ ডিভাইস , যা প্রয়োজনে সুইচিং ডিভাইস হিসেবে কাজ করে । সার্কিট ব্রেকারের ক্ষমতাকে কেভিএ বা এমভিএ দিয়ে লেখা হয় । 


    সার্কিট ব্রেকারের প্রকারভেদ ( Classification of circuit breaker ) : 

    সার্কিট ব্রেকারের গঠন , অপারেশন , কার্যনীতি ইত্যাদির উপর ভিত্তি করে নিম্নলিখিত ভাগে ভাগ করা যায় । 

    ১। এয়ার সার্কিট ব্রেকার , 

    ২। অয়েল সার্কিট ব্রেকার এবং 

    ৩। সালফার হেক্সা - ফ্লোরাইড ( SF6 ) সার্কি ব্রেকার । 

    আর্ক নির্বাপণের ব্যবস্থা অনুসারে এয়ার সার্কিট ব্রেকার আবার দুই প্রকার -

    ( ক ) সাধারণ এয়ার সার্কিট ব্রেকার ও 

    ( খ ) এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকার । 

    তেলের পরিমাণের উপর নির্ভর করে অয়েল সার্কিট ব্রেকার আবার দুই রকম -

    ( ক ) মিনিমাম বা স্মল বা লাে অয়েল সার্কিট ব্রেকার ও 

    ( খ ) বান্ধ অয়েল সার্কিট ব্রেকার । 

    কার্যনীতির উপর ভিত্তি করে বান্ধ অয়েল সার্কিট ব্রেকার আবার দুই রকম হয়ে থাকে । 

    ( ১ ) প্লেইন ব্রেক টাইপ বান্ধ অয়েল সার্কিট ব্রেকার ও 

    ( ২ ) আর্ক নিয়ন্ত্রিত বান্ধ অয়েল সার্কিট ব্রেকার ।


    চিত্র অনুযায়ী লাইনের ফ ’ চিহ্নিত স্থানে ত্রুটির কারণে প্রবাহিত মাত্রাতিরিক্ত কারেন্টের আনুপাতিক কারেন্ট সিস্টেমে সংযুক্ত সিটি’র সেকেন্ডারি কয়েল দিয়ে প্রবাহিত হয়ে রিলের কয়েল উত্তেজিত করে এবং এতে ট্রিপ সার্কিট অন হয়ে যায় । আর তখন সার্কিট ব্রেকার স্বয়ংক্রিয়ভাবে অফ হয়ে যায় । এভাবে স্বয়ংক্রিয় পদ্ধতিতে সার্কিট ব্রেকারের কাজ সংঘটিত হয় । যেহেতু সিস্টেমের ৮০ % ক্রটি আপনা আপনিই দূর হয় সেহেতু অল্প সময় পরই সার্কিট ব্রেকার অন করে দিলে প্রায় ক্ষেত্রেই সিস্টেম চলতে থাকে ।



    ২০২১ সালের এসএসসি/দাখিল (ভোকেশনাল) ৮ম সপ্তাহের জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস-২ (২য় পত্র) এসাইনমেন্ট সমাধান



    Tag: এসএসসি/দাখিল (ভোকেশনাল) এসাইনমেন্ট ২০২১ উত্তর /সমাধান ৮ম সপ্তাহের জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস-২ (এসাইনমেন্ট ৫),  ২০২১ সালের এসএসসি/দাখিল (ভোকেশনাল) ৮ম সপ্তাহের জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস-২ (২য় পত্র) এসাইনমেন্ট সমাধান


    Any business enquiry contact us

    Email:-Educationblog24.com@gmail.com

    (সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)


                                   
    Previous Post Next Post


    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com


     

    কিভাবে আমাদের ওয়েবসাইট থেকে পিডিএফ ডাউনলোড করবেন এবং পাসওয়ার্ড কি দিবেন? বিস্তারিত জেনে নিন