এসএসসি এসাইনমেন্ট ২০২১ উত্তর /সমাধান ৫ম সপ্তাহের আর্কিটেকচারাল ড্রাফটিং উইথ ক্যাড-২ (এসাইনমেন্ট ৩)
১. আবর্জনা অপসারণ ডাক্ট বা Garbageshoot এর সংজ্ঞা ও অবস্থান সম্পর্কে ধারণাঃ
আবর্জনা অপসারণ ডাক্ট এর সংজ্ঞাঃ
বিল্ডিং এ কিচেন এর ময়লা আবর্জনা ও অন্যান্য শুকনা আবর্জনা একত্রে করে নির্দিষ্ট কোন স্থানে ফেলা হয় । কিন্তু এজন্য বাসিন্দাদের বিল্ডিং এর নিচে নেমে যেয়ে ময়লা ফেলে আসতে হয় । যে সকল ভবন অত্যান্ত উঁচু সে সকল ভবন থেকে বারবার নিচে নামা বিরক্তিকর ও শ্রমসাধ্য । একারনে আজকাল বিভিন্ন বড় বড় উঁচু ভবনে ময়লা আবর্জনা ফেলার জন্য পৃথক ব্যবস্থা করা হয় । এরূপ আবর্জনা অপসারনের জন্য যে সকল ডাক্ট ব্যবহার করা হ তাকে আবর্জনা অপসারণ ডাক্ট বা Garbage shoot বলে ।
অবস্থানঃ সাধারণত লিফট কোর বা সিঁড়িঘর এরূপ স্থান যা সবাই ব্যবহার করতে পারে সেরূপ স্থানে রাখা হয় । প্রতি ফ্লোরে ময়লা ফেলার জন্য ছােটো দরজাসহ ফোকর থাকে , যেখানে ময়লা ফেললে ডাক্টের মাধ্যমে সরাসরি নিচের ডাস্টবিনের চলে যাবে । এরূপ ক্ষেত্রে ময়লা নির্দিষ্ট প্যাকেট বা ব্যাগে আবদ্ধ করে ফেলতে হয় । যেন না ছড়ায় । পরে নিচের ডাস্টবিন থেকে ময়লা অপসারণ করে নেয়া হয় ।
কোনাে কোনাে ভবনে আবার কিচেন এর কাছাকাছি রাখা হয় । সেক্ষেত্রে ধাতব চ্যানেল বা তৈরি করে দেয়া হয় যা দিয়ে ময়লা সংগ্রহ করে একটি চ্যানেল দিয়ে নিচে নেমে যায় । কোনােভাবেই ভেজা ময়লা শুকনা ময়লার সাথে একত্রিত করা উচিত নয় । এছাড়া ডাক্টের ময়লা ফেলার জন্য নির্দিষ্ট ব্যাগ বা প্যাকেট ব্যবহার করা উচিত । ডাক্টের এবং নিচে ডাস্টবিনের অবস্থান এমন স্থানে হওয়া উচিত যেন তা বাইরের প্রবেশ পথের কাছে বা সহজগম্য হয় আবার যেন দেখা না যায় বা আড়াল থাকে । এতে ময়লা অপসারণ সহজ হয় । আবার এর অবস্থান যতদূর সম্ভব দক্ষিণ দিকে না করা করাই উত্তম ।
২. এসকেলেটর এর চিত্র একে বিভিন্ন অংশের নামসমূহঃ
এসকেলেট - এর বিভিন্ন অংশ
★একটি স্টিল ট্রাসের ফ্রেম ,
★হ্যান্ডরেইল এবং
★একটি প্রতিৰিহীন স্টেপের বেস্ট নিয়ে এটা গঠিত।
ঘূর্ণায়মান ড্রাম দ্বারা বিদ্যুতের সাহায্যে সিঁড়িকে আস্তে আস্তে ঘুরানাে হয় । এটাকে একইভাবে পরপর দুই মেঝের । মধ্যে ঘুরানো হয় । এসকেলেট কুমির সাথে সর্বোচ্চ 30 ° কোণ করে বসানো হয় এবং চলমান গতি প্রতি সেকেড়ে ৪৫ সেমি হয়ে থাকে ।
৩. বহুতল ইমারতের Fire escape এর অবস্থান সম্পর্কে ধারণাঃ
প্রধান প্রবেশ পথ যখন অকার্যকর হয়ে পরে কিংবা আগুন লেগে গেলে যে পথে দ্রুত নির্গমনের জন্য ব্যবস্থা করা হয় সেই নির্গমন পথকে অগ্নি নির্গমন সিঁড়ি বা Fire Escape বলে । সাধারণত বা ততােধিক গুলা বিশিষ্ট ইমারতের জন্য ইমারত নির্মাণ বিধিমালা অনুসারে অগ্নি নির্গমন সিঁড়ির ব্যবস্থাকরা বাধ্যতামূলক । এই ধরনের সিঁড়ি 2 থেকে 2-6 " পর্যন্ত চওড়া হয়ে থাকে । এর দেয়াল ও দরজাসমূহ অগ্নি নির্বাপক উপাদান দিয়ে তৈরিকরাহয় । দরজাইমারতের ভিতর থেকে Fire Escape এর দিকে খালো যাবে কিন্তু বাইরের দিক থেকে বা Fire Escape এর ভিৱ থেকে ইমারতের দিকে খালাে যায় না । এতে কোন ল্যান্ডিং রাখা হয় এবং সরু গুলবাম্পাইরাল আকারের বেশি করা হয় । অগ্নি নির্গমনসিঁড়ি বা Fire Escape এর অবস্থান এমন স্থানে হওয়া উচিত যেন -
★প্রতিটি ফ্লোর থেকে আসা যায় ।
★এক ফ্লোর থেকে বের হওয়ার সময় অন্য ফ্লোর থেকে বাধার সৃষ্টি না করে ।
★অত্যন্ত উঁচুবনের জন্য বেডরুমের কাছাকাছি অবস্থানে থাকতে হবে ।
★ফ্লোর এরিয়া বেশি হলে একাধিক Fire Escape থাকতে হবে এবং পৌছানাে যায় এমন দূরত্বে হতে হবে ।
★অবশ্যই সহপম্যহতে হবে । সার্সি এন্ট্রি থেকে হতে পারে ।
২০২১ সালের এসএসসি ৫ম সপ্তাহের আর্কিটেকচারাল ড্রাফটিং উইথ ক্যাড-২ (২য় পত্র) এসাইনমেন্ট সমাধান
Tag: এসএসসি এসাইনমেন্ট ২০২১ উত্তর /সমাধান ৫ম সপ্তাহের আর্কিটেকচারাল ড্রাফটিং উইথ ক্যাড-২ (এসাইনমেন্ট ৩), ২০২১ সালের এসএসসি ৫ম সপ্তাহের আর্কিটেকচারাল ড্রাফটিং উইথ ক্যাড-২ (২য় পত্র) এসাইনমেন্ট সমাধান
Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)