এসএসসি/দাখিল (ভোকেশনাল) এসাইনমেন্ট ২০২১ উত্তর /সমাধান ৩য় সপ্তাহের সিভিল কনস্ট্রাকশন-১ (এসাইনমেন্ট ৩)
শিরোনামঃ মিজারিং টুলস পরিচিতিকরণ
সমাধানঃ
১.বিভিন্ন প্রকার মেজারিং টুলস এর নামঃ
নির্মাণকাজে বিভিন্ন প্রকার মিজারিং টুলস ব্যবহৃত হয় । যেমন :
১। কাপড় বা লিলেনের ফিতা ( Linen tap rule )
২। স্টিল টেপ ( Steel tap )
৩। মেটাল টেপ ( Metal tap )
৪। স্টিল রুল ( Steel rule )
৫। স্টিল ব্যান্ড ( Steel band )
৬। জরিপ শিকল ( Survey chain )
৭। ফোল্ডিং রুল ( Folding rule )
৮। জিগজাগ রুল ( Zig zag rule )
৯। আউট সাইড ক্যালিপার্স ( Outside callipers )
১০। ইন সাইড ক্যালিপার্স ( Inside callipers )
১১। মারর্কিং গেজ ( Marking gauge )
১২। মরটাইজ গেজ ( Mortise gauge )
১৩। ডিভাইডার ( Divider )
১৪। কম্পাস ( Compass )
২.বিভিন্ন প্রকার মেজারিং টুলস এর বৈশিষ্ট্যঃ
১. কাপড় বা লিলেনের ফিতা : এটি লিলেনের ফিতা দ্বারা তৈরি এক ধরনের পরিমাপ স্কেল । সাধারণত ১৫ বা ২০ মিটার দৈর্ঘ্য এবং ১৬ মি.মি প্রস্থ হয়ে থাকে । কাপড়ের উপর মিটার , সেন্টিমিটার অথবা ফুট বা ইঞ্চি ইত্যাদির দাগ দেওয়া থাকে । সমগ্র ফিতাটিকে একটি গােল চামড়ার বক্সের মধ্যে গুটিয়ে রাখা হয় । এজন্য বক্সের একটি হাতল থাকে ।
২. স্টিল টেপ : এটি স্টিলের তৈরি নমনীয় ফিতা এক ধরনের পরিমাপ স্কেল । এর দৈর্ঘ্য ১ , ২ , ১০ , ২০ , ৩০ এবং ৫০ মিটার হয়ে থাকে । প্রস্থে ৬-১২ মি.মি। সমগ্র ফিতাটিকে একটি গােলাকার খাপ বা বক্সের মধ্যে গুটিয়ে রাখা যায় । খাপের উপর বােতামের ন্যায় একটি নব থাকে । নবটির উপর চাপ দিলে ফিতাটি স্প্রিং - এর টানে নিজে নিজেই গুটিয়ে আসে । অবশ্য ২ মিটারের বেশি দৈর্ঘ্য ফিতায় এই সুযােগ নেই । কাপড়ের ফিতা অপেক্ষা স্টিলের ফিতা ব্যবহার বেশি সুবিধাজনক ।
৩. মেটাল টঃ বেশির ভাগ ধাতব ফিতার দৈর্ঘ্য ২০ অথবা ৩০ মিটার হয়ে থাকে । লিলেনের কাপড়ের ফিতার ভিতরে তামার সূক্ষ্ম তার বুনিয়ে এ ফিতা তৈরি করা হয় । কাপড়ের ফিতা অপেক্ষা এতে কিছুটা বেশি সুবিধা পাওয়া যায় । যেমন- কাপড়ের ন্যায় পাক পড়ে না , এটি টানে লম্বা হয় না ইত্যাদি ।
৪. স্টিল ফল : অধিকাংশ ক্ষেত্রে এটির দৈর্ঘ্য ১ ফুট হয় বিধায় একে ফুট রুল বলে । স্টিলের তৈরি তাই বেশ শক্ত এবং দৃঢ় । তাছাড়া মরিচা পড়ার কোনাে আশঙ্কা নেই ।
৫. স্টিল ব্যান্ডঃ এর দৈর্ঘ্য ২০ মিটার বা ৩০ মিটার হয়ে থাকে । পাতলা ইস্পাতের পাতকে একটি আধারে গুটিয়ে রাখা যায় ।
৬. জরিপ শিকল : জরিপ কার্যে দৈর্ঘ্যের মাপ নেওয়ার জন্য বিভিন্ন প্রকার চেইন ব্যবহৃত হয় । যথা :
ক , প্রকৌশল চেইন ;
খ . মেট্রিক চেইন ;
গ. গান্টার চেইন ।
৭.ফোন্ডিং রুলঃ এটি বক্স উডের তৈরি । একে চার ভাঁজ করা যায় । দৈর্ঘ্য ২ ফুট । এর মধ্যভাগে একটি কীলক থাকে । কীলক এবং কাঠের ফুলের প্রান্ত দুটি পিতল নির্মিত । এই কীলকের সাহায্যে সমগ্র রুলকে দুই ভাঁজ করা যায় । আবার প্রতি ফুট রুলকে ভাঁজ করার জন্য দুইটি কজা থাকে ।
৮. জিগজাগ কুল : ফোল্ডিং রুলের এটিও বক্স উডের দ্বারা তৈরি । এর দৈর্ঘ্য ১-২ মিটার হয়ে থাকে । এতে অনেকগুলাে ভাঁজ থাকে এবং ভাঁজগুলাে ফোন্ডিং রুলের ন্যায় শক্তিশালী নয় বিধায় এর ভাঁজ আস্তে আস্তে খােলা হয় ।
৩. মেজারিং টুলস সমূহের ব্যবহারঃ
উপরে উল্লেখিত মেজারিং টুলসসমূহের ব্যবহার নিন্মে ধাপে ধাপে দেওয়া হলােঃ
1 . ব্যবহার: লম্বা কোনাে জায়গা যেমন জমি জরিপ বা বস্তুর মাপ নিতে এটি ব্যবহৃত হয় । কাপড়ের তৈরি বিধায় এ দ্বারা গৃহীত পরিমাপে ভুল বা ত্রুটি থেকে যায় । যেমন কোথাও ভাঁজ পড়ে যেতে পারে ।
2 . ব্যবহার : স্টিলের ফিতা বা টেপের উপর ফুট , ইঞ্চি অথবা মিটার সেন্টিমিটার মাপযুক্ত দাগ কাটা থাকে । ফলে এর সাহায্যে সমতল বস্তু বা স্থানের দৈর্ঘ্য - প্রস্থ মাপা যায় । যেহেতু এটি বেশ নমনীয় তাই বক্র বা অসম উপরিভাগের বস্তুর দৈর্ঘ্য - প্রস্থ পরিমাপ করতেও ব্যবহার করা হয়ে থাকে ।
3 . ব্যবহার : বেশির ভাগ ধাতব ফিতার দৈর্ঘ্য ২০ অথবা ৩০ মিটার হয়ে থাকে এবং কাপড়ের বা লিলেনের ফিতার মতােই মাপ নিতে ব্যবহার করা হয় ।
4 . ব্যবহার : স্টিল ফলের সাহায্যে যে কোনাে স্বল্প পরিমাণ অত্যন্ত সূক্ষ্মভাবে নেওয়া যায় । ইঞ্চি অথবা সেন্টিমিটার উভয় মাপই নেওয়া যায় । তাছাড়া ইঞ্চির ক্ষুদ্র অংশ ( ১/১৬ ইঞ্চি ) এবং মিলিমিটারে মাপ অত্যন্ত সহজেই নেওয়া যায় ।
5 . ব্যবহার : এর সাহায্যে সার্ভেয়িং বা জরিপের সময় খুবই সূক্ষ্ম মাপ নেওয়া যায় । শিকল অপেক্ষা ওজনে হালকা বিধায় কাজ করতে বেশ সুবিধাজনক । তবে সতর্কতার সঙ্গে ব্যবহার না করলে কাজের সময় পাক লেগে যেতে পারে ।
6 . ব্যবহারঃ এটি জরিপ কাজে ব্যবহৃত হয় । এর মােট দৈর্ঘ্য ২২ গজ বা ৬৬ ফুট । সমান ১০০ টি লিংকে ভাগ করা থাকে । প্রতিটি লিংকের দৈর্ঘ্য ০.৬৬ ফুট বা ৭.৯২ ইঞ্চি । প্রতি ১০ লিংক পরপর একটি ফুলি লাগানাে থাকে । মাইল বা ফার্লং ইত্যাদি দীর্ঘ দূরত্ব পরিমাপে গান্টার চেইনই বেশি সুবিধাজনক ।
7 . ব্যবহার: নির্মাণ ক্ষেত্রে বিশেষত কাঠের কাজে এর ব্যবহার সর্বাধিক । এই রুল থেকে ফুট , ইঞ্চি অথবা সেন্টিমিটার , মিলিমিটার পরিমাপ গ্রহণ করা যায় । এর সর্বাধিক দৈর্ঘ্য ২ ফুট । বর্তমানে ফুট রুলারের পরিবর্তে মিটার রুলারও পাওয়া যায় ।
8 . ব্যবহার : ফোল্ডিং রুলের ব্যবহার জিগজাগ রুলের মতাে একই । এর দৈর্ঘ্য ১-২ মিটার হয়ে থাকে । এতে ফোল্ডিং রুলের চেয়ে বেশি দীর্ঘ বস্তুও পরিমাপ নেওয়া যায় ।
৪. ডিজিটাল টুলস সমূহের ব্যবহারঃ
আউট সাইড ক্যালিপার্স ব্যবহার : গােলাকৃতির বা সমতল ঘনবন্ধুর বাহিরের পরিমাপের জন্য আউট সাইড ক্যালিপার্স ব্যবহৃত হয় ।
ইন সাইড ক্যালিপার্স : ব্যবহারঃ গােলাকৃতির ছিদ্রের ব্যাস ও চাবি পথের ভিতরের পরিমাপ নেওয়ার জন্য ইন সাইড ক্যালিপার্স ব্যবহৃত হয় ।
ডিভাইডারঃ এর দুটি সুচালাে পা আছে । যেগুলাের উপর দিকে রিভিট দ্বারা আটকানাে । লােহার তৈরি এ যন্ত্রটি সরল ও বক্ৰ রেখাকে সমান ভাগ করা বা ড্রইং থেকে যে কোনাে মাপ নেওয়ার কাজে ব্যবহৃত হয় ।
মার্টিজ পেজঃ এটি মার্কিং গেজের মতাে । তবে পার্থক্য হলাে এতে দুটি পিন থাকে । ফলে একই সেটিং - এ দুটি মাপের দাগ কাটা যায় । পরস্পর নির্দিষ্ট দূরত্বে কোনাে দাগের পুনরাবৃত্তি করার জন্য এটি ব্যবহৃত হয় । মর্টিজ ও টেনন জোড় তৈরি করতে মর্টিজ গেজ ব্যবহৃত হয় ।
২০২১ সালের এসএসসি/দাখিল (ভোকেশনাল) ৩য় সপ্তাহের সিভিল কনস্ট্রাকশন-১ এসাইনমেন্ট সমাধান ( ২য় পত্র)
Tag: এসএসসি/দাখিল (ভোকেশনাল) এসাইনমেন্ট ২০২১ উত্তর /সমাধান ৩য় সপ্তাহের সিভিল কনস্ট্রাকশন-১ (এসাইনমেন্ট ৩), ২০২১ সালের এসএসসি/দাখিল (ভোকেশনাল) ৩য় সপ্তাহের সিভিল কনস্ট্রাকশন-১ এসাইনমেন্ট সমাধান ( ২য় পত্র)

Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)