২০২১ সালের এসএসসি (ভোকেশনাল) ইলেকাট্রক্যাল মেইনটেন্যান্স ওয়ার্কস-১ (২য় পত্র) এসাইনমেন্ট সমাধান/উত্তর (২য় সপ্তাহ) | এসএসসি (ভোকেশনাল) ২য় সপ্তাহের এসাইনমেন্ট সমাধান ২০২১ উত্তর ইলেকাট্রক্যাল মেইনটেন্যান্স ওয়ার্কস-১ (২য় পত্র)


    ২০২১ সালের এসএসসি (ভোকেশনাল) ইলেকাট্রক্যাল মেইনটেন্যান্স ওয়ার্কস-১ (২য় পত্র) এসাইনমেন্ট সমাধান/উত্তর (২য় সপ্তাহ)


    মেইনটন্যান্স এর ধারণাঃ 

    মেইনটেন্যান্স একটি ইংরেজি শব্দ । এর বাংলা অর্থ রক্ষণাবেক্ষণ অর্থাৎ কোনাে কিছু সঠিক ও সুন্দরভাবে রাখা যাতে তা অনাকাঙ্ক্ষিতভাবে নষ্ট বা ক্ষতিগ্রস্ত না হয় অর্থাৎ ব্যবহার অনুপযােগী না তিগ্রস্ত না হয় । ব্যবহাররত বা ব্যবহারের উদ্দেশ্যে রক্ষিত অথবা গুদামজাতকৃত কোনাে বস্তু বা দ্রব্যসামগ্রী যাতে অনাকাঙ্ক্ষিত প্রাকৃতিক প্রভাব , পরিবেশগত প্রভাব বা ব্যবহারকালীন কর্ম প্রভাব ইত্যাদি কারণে ক্ষতিগ্রস্ত না হয় সেই জন্য যে সকল ব্যবস্থা ও পদক্ষেপ গ্রহণ করা হয় , তাই রক্ষণাবেক্ষণ বা মেইনটেন্যান্স ।

    মেইনটেন্যান্স ও মেরামতের পার্থক্যঃ

    মেইনটেন্যান্স এর প্রয়ােজনীয়তাঃ 

    সঠিক সময়ে এবং সুষ্ঠুভাবে মেইনটেন্যান্স করা না হলে কোনাে যন্ত্রপাতি বা মেশিন দ্বারা কাক্ষিত সার্ভিস পাওয়া যায় না । তাই মেইনটেন্যান্সের প্রয়ােজনীয়তা অপরিসীম । নিম্নলিখিত কারণে মেইনটেন্যান্স অপরিহার্য । 

    ১। বস্তুসামগ্রী ও যন্ত্রপাতিকে অনাকাক্ষিতভাবে নষ্ট ও ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা করে । 
    ২। বস্তুসামগ্রী ও যন্ত্রপাতি থেকে সর্বাধিক উপযােগ বা সার্ভিস পাওয়া । 
    ৩। যন্ত্রপাতি ও দ্রব্যসামগ্রীকে সঠিক ও নির্ভুল কাজের উপযােগী রাখা । 
    ৪। বস্তুসামগ্রী ও যন্ত্রপাতিকে দীর্ঘদিন ব্যবহারের উপযােগী রাখা । 
    ৫। মেরামতের ঝুঁকি ও ঝামেলা হ্রাস করা । 
    ৬। বস্তুসামগ্রী ও যন্ত্রপাতি দীর্ঘদিন ব্যবহার উপযােগী থাকে বলে আর্থিক সাশ্রয় হয় । 
    ৭। প্রয়ােজনের সময় কাজের উপযােগী থাকে বলে সময় ও অর্থ দুই - ই সাশ্রয় হয় ।

    মেইনটেন্যান্স সিডিউল এর গুরুত্বঃ 

    শিল্পকারখানার উৎপাদন , উৎপাদিত বস্তুর গুণগত মান এবং উৎপাদনের নিরবচ্ছিন্নতা তিনটি প্রধান বিষয়ের উপর নির্ভরশীল । এগুলাে হলাে- 
    ( ১ ) মেশিন ও যন্ত্রপাতি , 
    ( ২ ) প্রয়ােজনীয় কাঁচামাল এবং 
    ( ৩ ) কর্মসম্পাদনকারী জনবল । 
    এদের যে কোনাে একটির অভাব বা অনুপযােগিতা অন্য দুটোকে অকর্মণ্য করে উৎপাদন ও সেবার কাজে বিঘ্ন ঘটায় । আবার শুধু মেশিন বা যন্ত্রপাতির প্রাপ্যতা বা পর্যাপ্ততাই তার কাজ করার ক্ষমতা বা উপযােগিতা নিশ্চিত করে , কাজের সম্পূর্ণ উপযােগী থাকাও আব্যশক । সঠিক মেইনটেন্যান্স শিডিউল প্রণয়ন ও অনুসরণের মাধ্যমেই মেশিনাদি ও যন্ত্রপাতিকে সব সময় ব্যবহারের উপযােগী রাখা যায় । তাই মেইনটেন্যান্স শিডিউলের গুরুত্ব অপরিসীম ।



    এসএসসি (ভোকেশনাল) ২য় সপ্তাহের এসাইনমেন্ট সমাধান ২০২১ উত্তর ইলেকাট্রক্যাল মেইনটেন্যান্স ওয়ার্কস-১ (২য় পত্র)



    Tag: ২০২১ সালের এসএসসি (ভোকেশনাল) ইলেকাট্রক্যাল মেইনটেন্যান্স ওয়ার্কস-১ (২য় পত্র) এসাইনমেন্ট সমাধান/উত্তর (২য় সপ্তাহ),  এসএসসি (ভোকেশনাল) ২য় সপ্তাহের এসাইনমেন্ট সমাধান ২০২১ উত্তর ইলেকাট্রক্যাল মেইনটেন্যান্স ওয়ার্কস-১ (২য় পত্র)
                                   
    Previous Post Next Post


    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com

     



    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com

    (সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Facebook এবং Telegram পেজ)