২০২১ সালের এসএসসি/দাখিল (ভোকেশনাল) জেনারেল মেকানিক্স-১ (২য় পত্র) এসাইনমেন্ট সমাধান/উত্তর (১ম সপ্তাহ)
শিরোনামঃ ওয়ার্কশপের সতর্কতামূলক পরিবেশ
সমাধানঃ
বিপজ্জনক অবস্থাসমূহঃ
ওয়ার্কশপে বা কারখানায় কার্য সম্পাদন করার সময় বিভিন্ন প্রকার মেশিন ও যন্ত্রপাতি নিয়ে কাজ করতে হয় । এসব মেশিন ও যন্ত্রপাতি নিয়ে কাজ করার সময় ক্ষয়ক্ষতি এবং আরাে নানা কারণে বিভিন্ন প্রকার দুর্ঘটনা ঘটায় বা ক্ষতির আশঙ্কা থাকে । এ দুর্ঘটনা বা ক্ষতির আশঙ্কামুক্ত অবস্থাকে বিপজ্জনক অবস্থা বলা হয় ।
বিপজ্জনক অবস্থাসমূহের তালিকা করে নিম্নে উপস্থাপন করা হলোঃ
১। অপর্যাপ্ত স্তান - মানুষ , জিনিসপত্র , যন্ত্রপাতি ও মেশিন ইত্যাদির জন্য বিধিসম্মত জায়গার অভাব দুর্ঘটনা ঘটার অন্যতম কারণ ।
২। অপর্যাপ্ত আলাে , কম আলাে এবং বেশি বা ঝলকানাে আলাে দুটিই কাজের জন্য ক্ষতিকর এবং দুর্ঘটনার কারণ হতে পারে ।
৩। অপর্যাপ্ত বিশুদ্ধ বায়ু চলাচলের পথ ।
৪। বৈদ্যুতিক ত্রুটি ।
৫। সেফটি গার্ডবিহীন মেশিনপ্রত এবং কর্মস্থল ।
৬। যন্ত্রাদির ঢিলে বা ভাঙা অংশ ।
৭। যন্ত্রাদির ধারালাে কাটিং এজ ।
৮। যন্ত্রাদির ধারালাে চোখপ্রাপ্ত ।
৯। ওয়ার্কশপের মেঝেতে পড়ে থাকা তেল , গ্রীজ বা অন্যান্য তরল পদার্থ ।
১০। স্ক্র্যাপ মেটাল ।
১১। ধাতব চিপস ।
১২। ত্রুটিপূর্ণ যন্ত্রপাতি এব মেশিনপত্র ।
নিচে দুর্ঘটনার কারণ উল্লেখ করা হলাে :
১।অপর্যাপ্ত আলাে - কম বা বেশি আলাে দুটোই কাজের জন্য ক্ষতিকর এবং দুর্ঘটনার কারণ হতে পারে ।
২। অপর্যাপ্ত স্থান - মানুষ , পণ্য ও টুলসের জন্য প্রয়ােজনীয় স্থানের অভাব দুর্ঘটনা ঘটিয়ে থাকে ।
৩। অপর্যাপ্ত বিশুদ্ধ বায়ু চলাচল ।
৪। বৈদ্যুতিক ব্যবস্থার ত্রুটি ।
৫। সেফটি গার্ডবিহীন মেশিনপত্র এবং কর্মস্থল ।
৬। যন্ত্রাদির চোখা ধারালাে কাটিং এজ - এর অসাবধান ব্যবহার
৭। যন্ত্রাদির চোখা ( Pointed ) প্রান্তের অসাবধান ব্যবহার ।
৮। যন্ত্রপাতির ঢিলা বা ভাঙ্গা অংশ থাকা ।
৯। মেঝেতে পড়ে থাকা , গ্রীজ , তরল ও অন্যান্য পিচ্ছিল পদার্থ ।
১০। ধাতব চিপস ঠিকমতাে অপসারণ না করা । ১২। নিরাপদ কার্যাভ্যাস না থাকা ।
১৩। ত্রুটিপূর্ণ যন্ত্রপাতি হ্যান্ড টুলস এবং মেশিনপত্র প্রভৃতি ব্যবহার করা ।
১৪। সঠিক কুলেন্ট ও লুব্রিক্যান্ট ব্যবহার না করা ।
১৫। ফ্লোর ভাঙ্গা বা উঁচু নিচু থাকা ।
১৬। গগলস না পড়ে ওয়েন্ডিং বা গ্রাইন্ডিং করা ।
নিরাপত্তামূলক পোশাক ও সরঞ্জামাদি নির্বাচন ঃ
*যে কোনাে মেশিনটুলে কাজ করার সময় সেফটি গগলস্ পরিধান করা উচিত । কারণ এটা ছিটকে আসা চিপস / কণা থেকে চোখকে রক্ষা করে ।
• ওয়ার্কশপে সর্বদা শক্ত ও অপিচ্ছিল তলযুক্ত জুতা পরিধান করা উচিত । কারণ চিপ জুতার তল কেটে পায়ের নিচে আঘাত করতে পারে । তা ছাড়া পড়ন্ত বস্তুর হাত থেকে পা - কে রক্ষা করে ।
• স্যান্ডেল পরিধান করে ওয়ার্কশপে কাজ করা উচিত নয় । কারণ যেকোনাে সময় ভারী জিনিস পায়ের উপর পড়তে পারে , যা মারাত্মক আঘাতের কারণ হয় ।
• মেশিনে কাজ করার সময় সর্বদা আঁটসাঁট পােশাক পরিধান করা উচিত । কারণ ঢিলা এবং ছেড়া পােশক চলমান যন্ত্রাংশে আটকে যেতে পারে।
• মেশিনে কাজ করার সময় হাতাকাটা বা কনুইয়ের উপর পর্যন্ত ভাজ করা জামা ব্যবহার করা উচিত । কারণ লম্বা হাতে চলমান যন্ত্রাংশে আটকে যেতে পারে ।
*ওয়ার্কশপে কাজ করার সময় আংটি , হাতঘড়ি এবং কজির অলঙ্কার পরিধান করা উচিত নয় । কারণ এগুলাে আঘাতের কারণ হতে পারে ।
• মেশিনে কাজ করার সময় নেক টাই , মাফলার এবং চাদর পরিধান করা উচিত নয় । কারণ এগুলাে চলমান যন্ত্রাংশে জড়িয়ে যেতে পারে এবং মারাত্মক দুর্ঘটনার কারণ হতে পারে
*লম্বা চুল অবশ্যই বেঁধে রাখতে হবে । কারণ লম্বা চুল চলমান যন্ত্রাংশে জড়িয়ে যেতে পারে এবং মারাত্মক দুর্ঘটনার কারণ হতে পারে ।
• মেশিনে কাজ করার সময় দস্তানা ব্যবহার করা উচিত নয় । কারণ এটা আঘাতের কারণ হতে পারে ।
*কাঁচামাল , স্ক্র্যাপ ও চিপে হাত লাগাতে চামড়ার তৈরি দস্তানা পরিধান করা উচিত ।
*বৈদ্যুতিক কাজ করার সময় রাবারের দস্তানা ব্যবহার করা উচিত ।
• অ্যাপ্রােন পরিধান করা ছাড়া কাজ শুরু করা উচিত নয় ।
দুর্ঘটনার ক্ষতির বিবরণাদিঃ
কোনাে স্থানে দুর্ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে উক্তস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত জানমাল উদ্ধারের প্রচেষ্টা চালাতে হবে । তাছাড়া ফায়ার সার্ভিস , উপযুক্ত কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সকলকে এ সম্পর্কে অবহিত করতে হবে । এছাড়া নিম্নলিখিত বিষয়াদি সংবলিত দুর্ঘটনা সম্পর্কে একটি প্রতিবেদন প্রস্তুত করতে হবে।
*দুর্ঘটনার স্থান , সময় ও সম্ভাব্য কারণ
* দুর্ঘটনার জন্য কে দায়ী
*জানমালসহ ক্ষয়ক্ষতির আনুমানিক পরিমাণ
*দুর্ঘটনার কারণে পরিপার্শ্বিক প্রতিক্রিয়া ইত্যাদি
*দুর্ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে তজ্জন্য প্রতিরােধ ব্যবস্থা গ্রহণের সুপারিশ ইত্যাদি ।
ওয়ার্কশপে দুর্ঘটনা ঘটলে তিন ধরনের ক্ষতির আশঙ্কা থাকে । যথা :
১। বাক্তিগত ক্ষতি - কর্মী
২। মেশিন , যন্ত্রপাতির বা মালামালের ক্ষতি
৩। ওয়ার্কশপের ক্ষতি
সর্বোপরি প্রতিষ্ঠানের ক্ষতি , দেশের ক্ষতি ।
নিম্নে দুর্ঘটনাজনিত উপরােক্ত ক্ষতির বিবরণাদি উল্লেখ করা হলােঃ
ব্যক্তিগত ক্ষতি :
১। অ্যাপ্রােণ ব্যবহার না করে কাজ করার ফলে শার্ট তথা শরীরের ক্ষতি ।
২। গগলস ব্যবহার না করার ফলে চিপস / ওয়েন্ডের বা গ্রাইভারের ফুলকিজনিত চোখের ক্ষতি ।
৩। চামড়ার জুতা ব্যবহার না করার ফলে পায়ের ক্ষতি ।
৪। গরম ওয়ার্কপিচ ধরার ক্ষেত্রে হ্যান্ড গ্লোভস ব্যবহার না করার জন্য হাতের ক্ষতি ।
৫। ধারালাে যন্ত্রপাতি , কর্তিত ধাতুখও , তেল জাতীয় পদার্থ মেঝের উপর ফেলে রাখলে এতে পা পিছলে দুর্ঘটনা ঘটাজনিত অঙ্গপ্রত্যঙ্গের ক্ষতি ।
মেশিন বা যন্ত্রপাতির ক্ষতিঃ
ওয়ার্কশপে বিভিন্ন মেশিন ও যন্ত্রপাতি দিয়ে কাজ করতে হয় । এ সমস্ত মেশিন বা যন্ত্রপাতি দিয়ে কাজ করার সময় কারিগরের অন্যমনস্কতা ও নিরাপত্তাজনিত কারণগুলাে সঠিকভাবে পালন না করার কারণে বিভিন্ন ভাবে মেশিন বা যন্ত্রপাতির ক্ষতি হয়ে থাকে । যেমনঃ
১। বৈদ্যুতিক সার্কিটের গােলযােগের কারণে মােটর ও ইলেট্রিক্যাল এক্সেসরিজ পুড়ে যেতে পারে ।
২। অনিয়মমাফিক যেমন কাটিং টুল ঠিকমতাে ব্যবহার না করার ফলে মেশিনের কাটিং টুল ও জবের ক্ষতি ।
৩। মেজারিং ইনমেন্টস বা টুলস সঠিক পদ্ধতিতে ব্যবহার না করা জনিত ক্ষতি ।
৪ র্মনােযােগী , অসাবধানতাবত যন্ত্রপাতি ব্যবহার করার ফলে ভেঙ্গে যাওয়া যন্ত্রপাতির ক্ষতি ।
ওয়ার্কশপের ক্ষতিঃ
সাবধানতার সাথে কাজ না করার ফলে ওয়ার্কশপের বিভিন্ন প্রকার ক্ষতির আশঙ্কা থাকে । যেমন :
১। দাহ্য পদার্থসমূহ উপযুক্ত স্থানে সংরক্ষণের ত্রুটিজনিত ক্ষতি ।
২। অনাবৃত বা খােলা আগুন দাহ্য পদার্থের সংস্পর্শে আসার ফলে ক্ষতি ।
৩। বৈদ্যুতিক শর্টসার্কিটজনিত আগুন লাগলে ফিটিংস পুড়ে গিয়ে ক্ষতি ।
৪। দরজা - জানালাসহ মালামালের ক্ষতি ।
এসএসসি/দাখিল (ভোকেশনাল) ১ম সপ্তাহের এসাইনমেন্ট সমাধান ২০২১ উত্তর জেনারেল মেকানিক্স-১ (২য় পত্র)
Tag: ২০২১ সালের এসএসসি/দাখিল (ভোকেশনাল) জেনারেল মেকানিক্স-১ (২য় পত্র) এসাইনমেন্ট সমাধান/উত্তর (১ম সপ্তাহ), এসএসসি/দাখিল (ভোকেশনাল) ১ম সপ্তাহের এসাইনমেন্ট সমাধান ২০২১ উত্তর জেনারেল মেকানিক্স-১ (২য় পত্র)
Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)