বিচূর্ণীভবন বা আবহবিকার কাকে বলে
বিচূর্ণীভবন বা আবহবিকার বলতে নানা ধরনের প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে শিলাসমূহের চূর্ণ - বিচূর্ণ হওয়াকে বােঝায় ।
বায়ুর চাপ , তাপ , আর্দ্রতা , বায়ুপ্রবাহ প্রভৃতি আবহাওয়ার উপাদানগুলাের প্রভাবে শিলারাশি চূর্ণ - বিচূর্ণ হওয়ার প্রক্রিয়াই হলাে বিচূর্ণীভবন।
মূলত আবহাওয়ার উপাদানগুলাের প্রভাবে এ প্রক্রিয়া সংঘটিত হয় বলে একে আবার আবহবিকার বলা হয় ।
সংজ্ঞায় বলা হয়েছে , বিভিন্ন যান্ত্রিক , রাসায়নিক ও জৈবিক প্রক্রিয়ার মাধ্যমে শিলারাশির চূর্ণ - বিচূর্ণ হওয়ার প্রক্রিয়াকে বিচূর্ণীভবন বলে ।
বিচূর্ণীভবন কি
বিচূর্ণীভবনের সংজ্ঞা
Tag: বিচূর্ণীভবন বা আবহবিকার কাকে বলে, বিচূর্ণীভবন কি, বিচূর্ণীভবনের সংজ্ঞা

Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)