প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমাতে যাওয়ার পূর্ব পর্যন্ত যে সকল ইবাদত করা যায় , তার একটি তালিকা তৈরি কর ।
Class 6 Islam And Moral Education Assignment Answer 2021 (7th Week)
ষষ্ঠ শ্রেণির ৭ম সপ্তাহের ইসলাম ও নৈতিক শিক্ষা এসাইনমেন্ট সমাধান ২০২১
উত্তরঃ ইবাদত আরবি শব্দ । এর অর্থ দাসত্ব বা আনুগত্য । আল্লাহর দাসত্ব ও আনুগত্যই হলাে ইবাদত । ইসলামি পরিভাষায় আল্লাহর সকল আদেশ - নিষেধ মেনে চলার নামই ইবাদত । মহান আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন । তিনিই আমাদের লালনপালন করেন । তিনিই আমাদের রব । আমরা তার বান্দা । মহান আল্লাহ তা'য়ালা আমাদের সৃষ্টির সেরা জীব হিসেবে তৈরি করেছেন । আল্লাহর দেওয়া অফুরন্ত নিয়ামত ভােগ করার পর এর শুকরিয়া ( কৃতজ্ঞতা ) আদায় করতে হবে । নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহর দেওয়া বিধানমতাে চলার নামই ইবাদত। আমরা আল্লাহর আদেশমতাে চলব এবং তারই ইবাদত করব । পবিত্র কুরআনে আল্লাহ তায়ালা বলেন :
“ এবং তুমি তােমার ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা কর এবং সকাল - সন্ধ্যায় তােমার প্রতিপালকের সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘােষণা কর । ” ( সূরা আল - মু'মিন , আয়াত : ৫৫ )
ইবাদতকে তিন ভাগে ভাগ করা যায় ;
- ইবাদতে বাদানি বা শারীরিক ইবাদত ,
- ইবাদতে মালি বা আর্থিক ইবাদত ,
- ইবাদতে মালি ও বাদানি বা শরীর ও অর্থ উভয়ের সংমিশ্রণে ইবাদত ।
শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সাহায্যে যে ইবাদত করা হয় তাকে বলা হয় ইবাদতে বাদানি বা শারীরিক ইবাদত । যথা- দৈনিক পাঁচ ওয়াক্ত নামায আদায় করা ও রমযান মাসে রােযা রাখা । ইবাদতের মধ্যে শারীরিক ইবাদত সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ । অর্থের দ্বারা যে ইবাদত করতে হয় সেগুলােকে বলা হয় ইবাদতে মালি বা আর্থিক ইবাদত । যেমন : যাকাত দেওয়া , সাদকা ও দান - খয়রাত করা ইত্যাদি ।
উল্লিখিত দুই প্রকার ইবাদত ছাড়াও এমন কিছু ইবাদত আছে যা শুধু শরীর দ্বারা কিংবা অর্থ দ্বারা করা যায় না । বরং শরীর এবং অর্থ উভয়ের প্রয়ােজন হয় যেমন : হজ করা , জিহাদ করা ইত্যাদি । পবিত্রতার আরবি প্রতিশব্দ ' তাহারাতুন ' । ওযু , গােসল ইত্যাদির মাধ্যমে পবিত্রতা অর্জন করা যায় । ইবাদতের জন্য পবিত্র থাকা একান্ত প্রয়ােজন । পবিত্র না হয়ে নামায আদায় করা যায় না । এ প্রসঙ্গে মহানবি ( স ) বলেন , " পবিত্রতা ব্যতীত নামায কবুল হয় না এবং আত্মসাতের মাল সাদাকা ( দান ) হয় না । " ( মুসলিম )
পবিত্র থাকলে শরীর সুস্থ থাকে । মন প্রফুল্ল থাকে । লেখাপড়া ও কাজকর্মে মন বসে । আল্লাহ তায়ালাও পবিত্রতা অর্জনকারীদের ভালােবাসেন।
ওযু আরবি শব্দ । এর অর্থ সুন্দর , পরিষ্কার ও স্বচ্ছ । ইসলামি শরিয়তের পরিভাষায় শরীর পবিত্র করার নিয়তে পবিত্র পানি দিয়ে শরিয়তের নিয়ম অনুযায়ী নির্দিষ্ট অঙ্গপ্রত্যঙ্গ ধােয়ার নামই ওযু । ওযুর গুরুত্ব ওযুর প্রয়ােজনীয়তা ও গুরুত্ব বর্ণনা করে পবিত্র কুরআনে বলা হয়েছে – “ যারা ইমান এনেছ জেনে রেখাে , যখন তােমরা নামাযের জন্য দাঁড়াবে তার আগে নিজেদের মুখমণ্ডল ধুয়ে নেব , তােমাদের দুই হাত কনুই পর্যন্ত ধুয়ে নেবে , মাথা মাসেহ্ করবে এবং উভয় পা গিরাসহ ধুয়ে নেবে । " ( সূরা আল - মায়িদা , আয়াত : ৬ )
' তায়াম্মুম ' আরবি শব্দ । এর অর্থ ইচ্ছে করা । ইসলামি পরিভাষায় পবিত্র মাটি বা ঐ জাতীয় পবিত্র বস্তু ( যেমন : পাথর , চুনা , বালি ইত্যাদি ) দ্বারা পবিত্র হওয়ার নিয়তে মুখমণ্ডল ও উভয় হাত কনুইসহ মাসেহ্ করাকে তায়াম্মুম বলে । তায়াম্মুম ওযু ও গােসল উভয়ের পরিবর্তে করা যায় । বস্তুত পবিত্রতা অর্জনের প্রকৃত মাধ্যম হলাে পানি । আল্লাহ তায়ালা তার বান্দাদের জন্য প্রচুর পরিমাণে পানি সরবরাহ করে রেখেছেন। তথাপি এমন অবস্থাও সৃষ্টি হতে পারে , যে পানি পাওয়া যাচ্ছে না অথবা পাওয়া গেলেও পানি ব্যবহারে রােগবৃদ্ধি বা প্রাণনাশের আশঙ্কা রয়েছে । এসব অবস্থায় আল্লাহ তায়ালা মাটি দিয়ে পবিত্রতা অর্জনের অনুমতি দিয়েছেন ।
‘ গােসল ' আরবি শব্দ । এর অর্থ ধৌত করা । ইসলামি শরিয়তের পরিভাষায় পবিত্রতা অর্জন ও আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পবিত্র পানি দ্বারা সমস্ত শরীর ধােয়াকে গােসল বলে ।
গােসলের ফরজ তিনটি । যথা
১. গড়গড়া করে কুলি করা ।
২. নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌছানাে ।
৩ , সমস্ত শরীর পানি দিয়ে ধােয়া ।
প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমাতে যাওয়ার পূর্ব পর্যন্ত যে সকল ইবাদত করা যায় তার একটি তালিকা প্রস্তুত করা হলাে :
১. নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা ।
২. প্রত্যেক দিন কুরআন মাজীদ তিলাওয়াত করা ।
৩. খেতে বসলে ' বিসমিল্লাহ ' বলে খাওয়া শুরু করা । তাহলে যতক্ষণ খাওয়ার মধ্যে থাকবাে ততক্ষন আল্লাহ তা'আলার রহমত পেতে থাকবাে । এটি হচ্ছে এক ধরনের ইবাদত ।
৪. পড়ার সময় ' বিসমিল্লাহ বলে পড়া শুরু করা । তাহলে যতক্ষণ পড়ালেখা করবাে ততক্ষণই তা ইবাদত হিসেবে গণ্য হবে ।
৫. স্কুলে যাবার সময় ' বিসমিল্লাহ ' বলে যাত্রা শুরু করা । তাহলে রাস্তাঘাট এর সকল বিপদ - আপদ থেকে আল্লাহ আমাদের রক্ষা করবেন ।
৬. রাস্তায় চলাচলের সময় যদি দেখি একজন অন্ধ লােক রাস্তা পার হতে পারছে না তাহলে তাকে হাত ধরে রাস্তা পার করে দিলেও তা আল্লাহ তা'য়ালার নিকট ইবাদত হিসেবে গণ্য হবে ।
৭. ঘুমানাের সময় ঘুমের দোয়া পড়ে ঘুমানাে । তাহলে যতক্ষণ ঘুমিয়ে থাকব ততক্ষণ তা মহান আল্লাহ তা'আলার নিকট ইবাদত হিসেবে গণ্য হবে ।
এমনিভাবে সব সময় দিন রাত ২৪ ঘন্টা আমরা ইবাদতে মশগুল থাকতে পারব । ইবাদত করলে মহান আল্লাহ তা'আলা খুশি হন । এতে দুনিয়ার জীবন সুখময় হয় । পরকালে পরম শান্তিময় স্থান জান্নাত লাভ করা যায় । আর যারা ইবাদত করে না , আল্লাহর নির্দেশিত পথে চলে না , আল্লাহ তাদের প্রতি অসন্তুষ্ট হন । তারা দুনিয়াতে শান্তি পায় না । পরকালেও তাদেরকে জাহান্নামের কঠোর শাস্থি ভোগ করতে হবে।
Tag:প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমাতে যাওয়ার পূর্ব পর্যন্ত যে সকল ইবাদত করা যায় , তার একটি তালিকা তৈরি কর ,Class 6 Islam And Moral Education Assignment Answer 2021 (7th Week), ষষ্ঠ শ্রেণির ৭ম সপ্তাহের ইসলাম ও নৈতিক শিক্ষা এসাইনমেন্ট সমাধান ২০২১