সারমর্ম - হায় ঋষি - দরবেশ , বুকের মানিকে

সারমর্ম - হায় ঋষি - দরবেশ , বুকের মানিকে, হায় ঋষি - দরবেশ , বুকের মানিকে সারমর্ম, বাংলা ২য় পত্র সারমর্ম পাঠ বইয়ের

    হায় ঋষি - দরবেশ , বুকের মানিকে


    হায় ঋষি - দরবেশ , বুকের মানিকে বুকে ধরে তুমি খোজ তারে দেশ - দেশ ?
    সৃষ্টি রয়েছে তােমা পানে চেয়ে তুমি আছ চোখ বুজে, 
    স্রষ্টারে খোঁজ— আপনারে তুমি আপনি ফিরিছ খুঁজে । 
    ইচ্ছা - অন্ধ ! আখি খােলাে , দেখ দর্পণে নিজ - কায়া , 
    দেখিবে , তােমারি সব অবয়বে পড়েছে তাহার ছায়া । শিহরি উঠো না , 
    শাস্ত্রবিদেরে করাে নাক বীর ভয় । 
    তাহারা খােদার খাে প্রাইভেট সেক্রেটারী ' ত নয় ! 
    সকলের মাঝে প্রকাশ তাঁহার , সকলের মাঝে তিনি ! 
    আমারে দেখিয়া আমার অদেখা জন্মদাতারে চিনি ! 



    সারমর্ম : স্রষ্টা অদৃশ্য , কিন্তু তিনি তাঁর সৃষ্ট সকল জীবের মধ্যেই বিরাজমান । স্রষ্টাকে পাওয়া যায় নি কৃতকর্মের মধ্যে , জীবকে ভালােবাসার মাধ্যমে । যে সাধক স্রষ্টাকে খুঁজে চলেছে , তিনি জানেন না সই তাঁর মধ্যেই রয়েছেন । যে নিজেকে সঠিকভাবে বুঝতে পারে সেই স্রষ্টাকে বুঝতে পারে ।


    Tag: সারমর্ম - হায় ঋষি - দরবেশ , বুকের মানিকে, হায় ঋষি - দরবেশ , বুকের মানিকে সারমর্ম, বাংলা ২য় পত্র সারমর্ম পাঠ বইয়ের 
                                   
    Previous Post Next Post


    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com

     



    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com

    (সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Facebook এবং Telegram পেজ)