আঠারাে বছর বয়স কী দুঃসহ
আঠারাে বছর বয়স কী দুঃসহ
স্পর্ধায় নেয় মাথা তােলবার ঝুঁকি
আঠারাে বছর বয়সেই অহরহ ।
বিরাট দুঃসাহসেরা দেয় যে উঁকি।
আঠারাে বছর বয়সের নেই ভয়
পদাঘাতে চায় ভাঙতে পাথর বাধা ,
এ বয়সে কেউ মাথা নােয়াবার নয়—
আঠারাে বছর বয়স জানে না কাদা ।
সারমর্ম : আঠারাে বছর বয়সটা অত্যন্ত দুঃসাহসের সময় । মাথা নােয়ানাে কিংবা কান্নার বদলে এ বয়সীরা স্পর্ধায় মাথা তােলার ঝুঁকি নেয় । পাথর - বাধা ডিঙিয়ে নতুন সমাজ গঠনে আঠারাে বছর বয়স অগ্রণী ভূমিকা রাখে ।
Tag: সারমর্ম - আঠারাে বছর বয়স কী দুঃসহ, আঠারাে বছর বয়স কী দুঃসহ সারমর্ম, বাংলা ২য় পত্র সারমর্ম পাঠ বইয়ের
Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)