নদী কভু পান নাহি করে নিজ জল
নদী কভু পান নাহি করে নিজ জল ।
তরুগণ নাহি খায় নিজ নিজ ফল ।
গাভী কভু নাহি করে নিজ দুগ্ধ পান ;
কাষ্ঠ দগ্ধ হয়ে করে পরে অন্ন দান ।
স্বর্ণ করে নিজ রূপে অপরে শােভিত ।
বংশী করে নিজ সুরে অপরে মােহিত ।
শস্য জন্মাইয়া নাহি খায় জলধরে ।
সাধুর ঐশ্বর্য শুধু পরহিত তরে ।
সারমর্ম : প্রকৃতির প্রতিটি উপাদান অপরের কল্যাণে নিয়ােজিত । নদী , তরু , গাভী , কাষ্ঠ , স্বর্ণ , বংশী প্রভৃতি । নিজ উপযােগিতা দ্বারা মানুষের সেবা করে আসছে । অপরের কল্যাণসাধনই এদের মূল লক্ষ্য । তেমনি মানুষের উচিত প্রকৃতির এই শিক্ষা গ্রহণ করে অপরের কল্যাণে আত্ননিয়ােগ করা ।
Tag: সারমর্ম - নদী কভু পান নাহি করে নিজ জল, নদী কভু পান নাহি করে নিজ জল সারমর্ম, বাংলা ২য় পত্র সারমর্ম পাঠ বইয়ের
Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)