সারাংশ, সারমর্ম ও সারসংক্ষেপ কি / কাকে বলে | সারাংশ, সারমর্ম ও সারসংক্ষেপ লেখার নিয়ম

সারাংশ, সারমর্ম ও সারসংক্ষেপ কি / কাকে বলে, সারাংশ, সারমর্ম ও সারসংক্ষেপ লেখার নিয়ম, সারাংশ, সারমর্ম ও সারসংক্ষেপ লেখার বইয়ের নিয়ম

    সারাংশ, সারমর্ম ও সারসংক্ষেপ কি / কাকে বলে

    নির্ধারিত কোনাে গদ্যাংশ বা পদ্যাংশের মূল ভাব বা বক্তব্যকে সংক্ষিপ্তাকারে প্রকাশ করার নাম সারাংশ বা । 

    সারমর্ম বা সারসংক্ষেপ লিখন । সারাংশ ’ ও ‘ সারমর্ম ’ প্রায় সমার্থক । তবে প্রচলিত রীতিতে গদ্যাংশের । বক্তব্য - সংক্ষেপ বােঝাতে সারাংশ এবং পদ্যাংশের ভাব - সংক্ষেপ বােঝাতে ‘ সারমর্ম ’ শব্দটি ব্যবহৃত হয় । 

    সারসংক্ষেপ কথাটি মূলত Synopsis- এর প্রতিশব্দ । কোনাে বৃহৎ দলিল বা প্রতিবেদনের সংক্ষেপণকে সারসংক্ষেপ হিসেবে চিহ্নিত করা হয় । 

    সারাংশ , সারমর্ম ও সারসংক্ষেপ লেখার ক্ষেত্রে কিছু বিষয় স্মরণ রাখা আবশ্যক।


    সারাংশ, সারমর্ম ও সারসংক্ষেপ লেখার নিয়ম

    ১ . নির্বাচিত অংশটুকু গভীর মনােযােগের সঙ্গে পাঠ করতে হবে । আনুষঙ্গিক বিষয়াবলি বাদ দিয়ে মূল ভাবটি বুঝে নিতে হবে । 

    ২.সারাংশ বা সারমর্ম লিখন একটিমাত্র অনুচ্ছেদে সীমাবদ্ধ থাকবে । তবে বৃহৎ লেখার সারসংক্ষেপে একাধিক অনুচ্ছেদ হতে হবে । 

    ৩.মূলভাবকে খুব সংক্ষেপে গুছিয়ে লিখতে হবে । প্রারম্ভিক বাক্যটি আকর্ষণীয় ও সুলিখিত হওয়া উচিত । 

    ৪. মূল পাঠে প্রত্যক্ষ উক্তি থাকলে সারাংশ বা সারমর্মে তা পরােক্ষ উক্তিতে সংক্ষেপে লিখতে হবে । বক্তব্যে বক্তাপক্ষ ( আমি / আমরা ) বা শ্রোতাপক্ষ ( তুমি / তােমরা ) ব্যবহার পরিহার করা আবশ্যক । 

    ৫. একই ভাবের পুনরুল্লেখ বর্জনীয় । মূল অংশে উদ্ধৃতি থাকলে সারাংশ বা সারমর্মে তার পুনরাবৃত্তি করা যাবে না । 

    ৬.যথাসম্ভব সহজ ভাষায় ও সরল বাক্যে মূলভাবকে প্রাঞ্জলভাবে প্রকাশ করা প্রয়ােজন । ভাবের যথার্থ ধারাবাহিকতা রক্ষা করা একান্ত আবশ্যক । 

    ৭. সারাংশ বা সারমর্ম লেখার ক্ষেত্রে প্রদত্ত মূল অংশের রচয়িতার নাম উল্লেখ করা যাবে না । তেমনই প্রদত্ত অংশ কোন গদ্য বা কবিতা থেকে নেওয়া হয়েছে তাও উল্লেখ করার প্রয়ােজন হয় না । লেখক বলেছেন বা কবি বলেছেন জাতীয় বক্তব্যও পরিহার করতে হবে । 

    ৮. সারসংক্ষেপের ক্ষেত্রে প্রয়ােজনীয় তথ্য নির্বাচন এবং গুরুত্বপূর্ণ তথ্য ও বর্ণনা বর্জনের দিকে বিশেষ মনােযােগী হতে হয় ।



    Tag: সারাংশ, সারমর্ম ও সারসংক্ষেপ কি / কাকে বলে, সারাংশ, সারমর্ম ও সারসংক্ষেপ লেখার নিয়ম, সারাংশ, সারমর্ম ও সারসংক্ষেপ লেখার বইয়ের নিয়ম

                                   
    Previous Post Next Post


    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com

     



    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com

    (সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Facebook এবং Telegram পেজ)