সারাংশ - মানুষের জীবনকে একটি দোতলা ঘরের

সারাংশ - মানুষের জীবনকে একটি দোতলা ঘরের, মানুষের জীবনকে একটি দোতলা ঘরের সারাংশ, বাংলা ২য় পত্র সারাংশ পাঠ বইয়ের

    মানুষের জীবনকে একটি দোতলা ঘরের


    মানুষের জীবনকে একটি দোতলা ঘরের সঙ্গে তুলনা করা যেতে পারে । জীবসত্তা সেই ঘরের নিচের তলা , আর মানবসত্তা বা মনুষ্যত্ব ওপরের তলা । জীবসত্তার ঘর থেকে মানবসত্তার ঘরে উঠবার মই হচ্ছে শিক্ষা । শিক্ষাই আমাদের মানবসত্তার ঘরে নিয়ে যেতে পারে । অবশ্য জীবনসত্তার ঘরেও সে কাজ করে ; ক্ষুৎপিপাসার ব্যাপারটি মানবিক করে তােলা তার অন্যতম কাজ । কিন্তু তার আসল কাজ হচ্ছে মানুষকে মনুষ্যত্বলােকের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া । অন্য কথায় শিক্ষার যেমন প্রয়ােজনের দিক আছে , তেমনি অপ্রয়ােজনের দিকও আছে , আর অপ্রয়ােজনের দিকই তার শ্রেষ্ঠ দিক । সে শেখায় কী করে জীবনকে উপভােগ করতে হয় , কী করে মনের মালিক হয়ে অনুভূতি ও কল্পনার রস আস্বাদন করা যায় । 


    সারাংশ : মনুষ্যত্ব অর্জনের মধ্য দিয়ে জীবসত্তা থেকে মানবসত্তায় উত্তীর্ণ হয় । মনুষ্যত্ব অর্জনে শিক্ষার অবদান সবচেয়ে বেশি । শিক্ষার মাধ্যমে যেমন অন্নবস্ত্রের সমাধান সম্ভব , তেমনি মূল্যবােধ সৃষ্টিতেও শিক্ষার বিকল্প নেই ।


    Tag: সারাংশ - মানুষের জীবনকে একটি দোতলা ঘরের, মানুষের জীবনকে একটি দোতলা ঘরের সারাংশ, বাংলা ২য় পত্র সারাংশ পাঠ বইয়ের 
                                   
    Previous Post Next Post
    আমাদের ফেসবুক পেইজে যুক্ত হতে ক্লিক করুন  

     


    (সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Facebook এবং Telegram পেজ)