অনেকে বলেন , স্ত্রীলােকদের উচ্চ শিক্ষার প্রয়ােজন নাই
অনেকে বলেন , স্ত্রীলােকদের উচ্চ শিক্ষার প্রয়ােজন নাই । মেয়েরা চর্ব্যচোষ্য রাঁধিতে পারে , বিবিধ প্রকার সেলাই করিতে পারে , দুই - চারখানা উপন্যাস পাঠ করিতে পারে , ইহাই যথেষ্ট । আর বেশি আবশ্যক নাই । কিন্তু ডাক্তার বলেন যে , আবশ্যক আছে , যেহেতু মাতার দোষ - গুণ লইয়া পুত্রগণ ধরাধামে অবতীর্ণ হয় । এইজন্য দেখা যায় যে , আমাদের দেশে অনেক বালক শিক্ষকের বেত্রতাড়নায় কণ্ঠস্থ বিদ্যার জোরে এফ.এ. , বি.এ পাস হয় বটে ; কিন্তু বালকের মনটা তাহার মাতার সহিত রান্নাঘরেই ঘুরিতে থাকে । তাহাদের বিদ্যা পরীক্ষায় এ কথার সত্যতার উপলব্ধি হইতে পারে ।
সারাংশ : নারীশিক্ষার ব্যাপারে সমাজের দৃষ্টিভঙ্গি বেশ সংকীর্ণ । অথচ মায়ের দোষ - গুণকে সঙ্গী করেই শিশু পৃথিবীতে আসে । মা শিক্ষিত না হলে পুত্রও প্রকৃত শিক্ষা লাভ করতে পারে না । শিক্ষকদের চাপে পড়ে উচ্চশিক্ষিত হলেও মানসিকতার দিক থেকে তারা অন্দরমহলের গণ্ডি পেরােতে ব্যর্থ হয় ।
Tag: সারাংশ - অনেকে বলেন , স্ত্রীলােকদের উচ্চ শিক্ষার প্রয়ােজন নাই, অনেকে বলেন , স্ত্রীলােকদের উচ্চ শিক্ষার প্রয়ােজন নাই সারাংশ পাঠ, বাংলা ২য় পত্র বইয়ের সারাংশ পাঠ
Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)