স্পষ্টভাষী শত্রু নির্বাক মিত্র অপেক্ষা ভালো
মানব চরিত্রের অসাধারণ একটি গুণ হলাে— সত্য বলার সাহস রাখা । যে ব্যক্তি সত্যের পক্ষে আপসহীন , অন্যায়ের কালিমা তাকে কখনােই স্পর্শ করতে পারে না । এমন ব্যক্তির শত্রুতা নির্বাক বন্ধুর বন্ধুত্বের তুলনায় অনেক বেশি প্রশংসার দাবিদার । মানুষ একা পথ চলতে পারে না । সে অন্যের সঙ্গ কামনা করে , চায় প্রকৃত বন্ধু । যে বন্ধু সুখে - দুঃখে , আনন্দ - বেদনায় তথা জীবনের প্রতিটি মুহূর্তে নিঃস্বার্থ সঙ্গ প্রদান করবে ।
কিন্তু বন্ধু যদি সময়ে অসময়ে বন্ধুর পাশে এসে না দাঁড়ায় , নির্বাক থাকে , প্রয়ােজনে সুপরামর্শ দান না করে তবে সে বন্ধুত্বের কোনাে মূল্য নেই । বন্ধু যদি বন্ধুর ত্রুটি - বিচ্যুতি নির্দেশ করে সংশােধনের পথ বাৎলে না দেয় তবে সে বন্ধু কোনাে মঙ্গলজনক কাজে লাগে না । বরং প্রয়ােজনে সত্য উচ্চারণ থেকে যে বন্ধু নিজেকে বিরত রাখে সে বন্ধুর ভূমিকা নেতিবাচক বলেই গণ্য হয় । অন্যদিকে স্পষ্টবাদী শত্রু অনেক সময় মানুষের জীবনে পালন করে উপকারীর ভূমিকা।
শত্রু যদি স্পষ্টভাষী হয় তাহলে সে অকপটে অন্যের দোষত্রুটি সামনে তুলে ধরে । এতে একদিকে শত্রু সম্পর্কে যেমন সতর্ক হওয়া যায় , তেমনি নিজেকে সংশােধন করার পথও খুঁজে পাওয়া যায় । অর্থাৎ নির্বাক বন্ধুর তুলনায় স্পষ্টভাষী শত্রুই পালন করে প্রকৃত সুহৃদের ভূমিকা । তাই বিজ্ঞ ব্যক্তিরা নির্বাক বন্ধুর তুলনায় স্পষ্টবাদী শত্রুকেই জীবনে বেশি গুরুত্ব দিয়েছেন ।
কেননা তারাই দিয়ে থাকে সঠিক পথের সন্ধান । মানুষের জীবনে প্রকৃত বন্ধুর ভূমিকা অনন্য , যদি সে বন্ধু সত্য প্রকাশে অকপট হয় । তাই বন্ধু নির্বাচনে তাঁর স্পষ্টবাদিতার দিকে লক্ষ রাখতে হবে । কেননা , তবেই বন্ধু বন্ধুর জন্য মঙ্গলজনক ভূমিকা পালন করতে পারবে ।
Tag: ভাব সম্প্রসারণ - স্পষ্টভাষী শত্রু নির্বাক মিত্র অপেক্ষা ভালো, স্পষ্টভাষী শত্রু নির্বাক মিত্র অপেক্ষা ভালো বলতে কি বোঝায়, স্পষ্টভাষী শত্রু নির্বাক মিত্র অপেক্ষা ভালো, স্পষ্টভাষী শত্রু নির্বাক মিত্র অপেক্ষা ভালো English Translate
Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)