সাধারণ জ্ঞান ১০ মার্চ ২০২১

সাধারণ জ্ঞান ১০ মার্চ ২০২১


#আজকের_সাধারণ_জ্ঞান

পত্রিকা থেকে সংগৃহীত (১০ মার্চ, ২০২১)

#বাংলাদেশ বিষয়াবলী

০১. ৪৯তম সরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে সম্প্রতি কোন প্রতিষ্ঠানকে খসড়া অনুমোদন দেওয়া হয়েছে?

উত্তরঃ কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়। 

## দেশে বর্তমানে সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের সংখ্যা - ৪৮টি; বেসরকারি বিশ্ববিদ্যালয় - ১০৭টি। 


০২. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব (তৃতীয় মহাসচিব) কে ছিলেন?

উত্তরঃ উ থান্ট, মিয়ানমার। 

## বর্তমান (৯ম) মহাসচিব - অ্যান্তোনিও গুতেরেস, পর্তুগাল। 


০৩. পণ্য পরিবহণের জন্য বাংলাদেশ ইতোমধ্যে ভারতকে কোন কোন বন্দর ব্যবহারের অনুমতি দিয়েছে?

উত্তরঃ মংলা ও চট্টগ্রাম বন্দর। 


০৪. সরকারি কর্ম কমিশন (পিএসসি) -এর বর্তমান চেয়ারম্যান কে?

উত্তরঃ মো. সোহরাব হোসাইন। 


০৪. দেশে কবে ‘জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস’ পালিত হয়?

উত্তরঃ ১০ মার্চ। 

## ১৯৯৭ সাল থেকে বাংলাদেশ সরকার এই দিবস পালন করে আসছে। 


০৫. জলবায়ু ঝুঁকি সূচক ২০২১ অনুযায়ী বাংলাদেশের বৈশ্বিক অবস্থান কত তম?

উত্তরঃ ১৩তম (২০১৯ সালের হিসাব বিবেচনায়)।

## প্রতি ১ লাখ মানুষের মধ্যে মৃত্যুহারের দিক দিয়ে বাংলাদেশের অবস্থান - ২৯তম; আর্থিক ক্ষতির দিক দিয়ে - ২০তম। 

## ২০০০-২০১৯ সাল পর্যন্ত সময়ে দুর্যোগঝুঁকিতে বাংলাদেশের অবস্থান ছিল - সপ্তম; এই সময়ে আর্থিক ক্ষতির পরিমাণ - ১৮৬ কোটি (বাংলাদেশ মুদ্রায় ১৫ হাজার ৮০০ কোটি টাকা)। 


০৬. ১৯৭০-২০২০ সালের মধ্যে বাংলাদেশে আঘাত হানা ঘূর্ণিঝড়ের সংখ্যা কত?

উত্তরঃ ২৭টি। 

## ১৫৮২-১৯৭০ সাল পর্যন্ত সময়ে এই অঞ্চলে (বাংলাদেশ) আঘাত হানা ঘূর্ণিঝড়ের সংখ্যা - ৬১টি। 


০৭. রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ কবে করোনা টিকার প্রথম ডোজ নেন?

উত্তরঃ ১০ মার্চ, ২০২১.

## মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা টিকার প্রথম ডোজ নেন - ৪ মার্চ, ২০২১.

## দেশে প্রথম টিকা দেওয়া শুরু - ২৭ জানুয়ারি, ২০২১; গণটিকাদান কার্যক্রম শুরু - ৭ ফেব্রুয়ারি, ২০২১. 


০৮. দেশে মেট্রোরেল প্রকল্পের দায়িত্বে থাকা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নাম কী?

উত্তরঃ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি। 


০৯. বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে বর্তমানে যক্ষ্মা রোগীর সংখ্যা কত?

উত্তরঃ ৩ লাখ ৬১ হাজার। 

## বছরে যক্ষ্মায় মৃত্যু - ৩৯ হাজার।


১০. দুর্নীতিবিরোধী বৈশ্বিক প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের মূল্যায়নে দুর্নীতির সূচকে বাংলাদেশের বর্তমান অবস্থান কত তম?

উত্তরঃ ১৪৬তম। 

## সংবাদমাধ্যমের স্বাধীনতা সূচকে অবস্থান - ১৫১তম (১৮০টি দেশের মধ্যে)। 


১১. বাংলাদেশের পতাকাবাহী সমুদ্রগামী জাহাজের বর্তমান সংখ্যা কতটি?

উত্তরঃ ৬৩টি। 

## মেঘনা গ্রুপের ২টি সমুদ্রগামী জাহাজ সর্বশেষ ১০ মার্চ আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

## বাংলাদেশে বছরে সাড়ে ১০ কোটি টনের বেশি আমদানি-রপ্তানি পণ্য পরিবহণ হয় সমুদ্রপথে।  


#আন্তর্জাতিক বিষয়াবলী 


০১. নারী ও শিশুদের জন্য নাটক ও তথ্যচিত্র নির্মাণে শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাই সম্প্রতি কোন অনলাইন প্ল্যাটফর্মের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন?

উত্তরঃ অ্যাপল টিভি প্লাস।


০২. ২০০০-২০১৯ সাল পর্যন্ত সময়ে দুর্যোগঝুঁকিতে শীর্ষে থাকা দেশের নাম কী?

উত্তরঃ পুয়ের্তে রিকো। 


০৩. ধনী দেশগুলোর সংগঠন ‘Organization for Economic Co-operation and Development (OECD)’ -এর সর্বশেষ প্রতিবেদন অনুসারে, ২০২১ সালে বৈশ্বিক প্রবৃদ্ধির হার কত শতাংশ হবে?

উত্তরঃ ৫.৬ শতাংশ। 

## যুক্তরাজ্যের প্রবৃদ্ধির হার হবে - ৫.১ শতাংশ।


০৪. মিয়ানামারের কাচিন প্রদেশের রাজধানীর নাম কী?

উত্তরঃ মিতিনা। 


০৫. যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর কতটি দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন?

উত্তরঃ ১৩টি। 


০৬. বিবিআইএন কোন দেশগুলোর মধ্যে মোটরযান চলাচল চুক্তি?

উত্তরঃ বাংলাদেশ, ভুটান, ভারত, নেপাল। 

## এই দেশগুলোর আদ্যক্ষর নিয়ে গঠিত এই চুক্তি ২০১৫ সালের ১৫ জুন স্বাক্ষরিত হয়। 


০৭. ‘ট্যাবলয়েড’ কোন দেশের গণমাধ্যম?

উত্তরঃ যুক্তরাজ্য।


#বিজ্ঞান ও প্রযুক্তি 


০১. রক্তের কোন কণিকাটি মানবদেহের শরীরের কোষে অক্সিজেন পৌঁছে দেয়?

উত্তরঃ লোহিত কণিকা। 


#করোনাভাইরাস COVID-19 আপডেট - (2019-nCoV)

৯ মার্চ, ২০২১ পর্যন্ত – সারা বিশ্বে

মোট আক্রান্ত – ১১ কোটি ৫৪ লাখ ২০ হাজার ৭২৬ জন (বাংলাদেশে আক্রান্ত – ৫ লাখ ৫২ হাজার ৮৭ জন)। 

মোট সুস্থ – ৯ কোটি ১২ লাখ ১৩ হাজার ৩২০ জন (বাংলাদেশে সুস্থ – ৫ লাখ ৫ হাজার ৩৪৯ জন)।   

মোট মৃত্যু – ২৫ লাখ ৬২ হাজার ৯২৩ জন (বাংলাদেশে মৃত্যু – ৮ হাজার ৪৪৯ জন)। 

সংক্রমণের বিস্তার – বিশ্বের প্রায় ২২১টি দেশ ও অঞ্চলে। 


#খেলাধুলা 


০১. আইসিসির ফেব্রুয়ারি-২০২১ এর সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন কে?

উত্তরঃ রবিচন্দ্রন অশ্বিন, ভারত। 


০২. নেপালের আমন্ত্রণমূলক ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্ট কবে অনুষ্ঠিত হবে?

উত্তরঃ ২৩-২৯ মার্চ, ২০২১.

## এই টুর্নামেন্টে বাংলাদেশ ফুটবল দলও অংশ নেবে। 


#সেরা_উক্তি 

“একজন মানুষ অন্য একজন মানুষের নামে তোমার কাছে কিছু বললে তাতে কান দিও না। সবকিছু নিজের হাতে যাচাই করো।”

- হেনরি জেমস (বিখ্যাত লেখক)। 


#সংগ্রহেঃ Smd Kabir Hossain.

                               
Previous Post Next Post


Any business enquiry contact us

Email:- Educationblog24.com@gmail.com



Any business enquiry contact us

Email:- Educationblog24.com@gmail.com

(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Facebook এবং Telegram পেজ)