Armed Forces Medical College (AFMC) Admission 2024-2025 All Information | আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪-২০২৫

Armed Forces Medical College (AFMC) Admission 2024-2025 All Information | আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪-২০২৫




       
       
                 

    আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ভর্তি তথ্য ২০২৪-২০২৫

    আসছালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছেন। আসা করি সবাই ভালো আছেন। আজকে আমরা তোমাদের আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪-২০২৫ নিয়ে বিস্তারিত আলোচনা করবো। এবং AFMC Admission 2024-2025 এর সকল তারিখ শেয়ার করবো।

    ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষ এমবিবিএস কোর্সে অভিন্ন প্রক্রিয়ায় বাংলাদেশ সশস্ত্র বাহিনী কর্তৃক পরিচালিত সরকারি চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ (AFMC)-এ এএফএমসি ক্যাডেট এবং বাংলাদেশ সেনাবাহিনীর ওয়েলফেয়ার ট্রাস্ট কর্তৃক পরিচালিত বেসরকারি ০৫ (পাঁচ)টি আর্মি মেডিকেল কলেজে বাংলাদেশি নাগরিকদের ক্যাডেট হিসেবে ভর্তি করা হবে।

    ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে ভর্তির জন্য বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক প্রণীত শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৫ অনুযায়ী অনলাইনে (http://afmc.teletalk.com.bd) নির্ধারিত ছকে এবং নিম্নলিখিত শর্তাধীনে এমবিবিএস কোর্সে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আবেদন করতে হবে।


    Armed Forces Medical College (AFMC) Admission 2024-2025 | আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪-২০২৫

    আজকে আমাদের আলোচনার বিষয়ঃ-

    • আবেদনের শুরু
    • আবেদনের শেষ সময় 
    • প্রবেশপত্র ডাউনলোডের তারিখ
    • ভর্তি পরীক্ষার তারিখ 
    • আবেদনের ফি
    •  ভর্তি লিঙ্ক
    •  ভর্তি পরীক্ষার যোগ্যতা
    •  ভর্তি পরীক্ষার মানবন্টন
    •  ভর্তি পরীক্ষার আসন সংখ্যা 

    শিক্ষাগত যোগ্যতা

    শিক্ষাগত যোগ্যতার শর্তাবলি

    ১. যোগ্য পরীক্ষার বছর:

    • ২০২৪ সালে এইচএসসি/‘এ’ লেভেল/সমমান এবং ২০২২ সালে এসএসসি/‘ও’ লেভেল/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
    • ২০২৩ সালে এইচএসসি/‘এ’ লেভেল/সমমান এবং ২০২১ সালে এসএসসি/‘ও’ লেভেল/সমমান উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রেও আবেদন প্রযোজ্য।

    ২. জিপিএ-এর শর্ত:

    • এসএসসি/‘ও’ লেভেল এবং এইচএসসি/‘এ’ লেভেল পরীক্ষার সম্মিলিত জিপিএ ৯.০০ থাকতে হবে।
    • উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে সম্মিলিত জিপিএ ন্যূনতম ৮.০০ গ্রহণযোগ্য।
    • জীববিজ্ঞান (Biology)-এ সকলের জন্য ন্যূনতম জিপিএ ৪.০০ আবশ্যক।
    • উপজাতি প্রার্থীদের জীববিজ্ঞান (Biology)-এ ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে।

    ৩. বিষয়গত শর্তাবলি:

    • প্রার্থীদের এসএসসি/‘ও’ লেভেল/সমমান এবং এইচএসসি/‘এ’ লেভেল/সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগসহ জীববিজ্ঞান, পদার্থবিদ্যা ও রসায়ন থাকতে হবে।

    ৪. শর্তাবলী:

    • শুধুমাত্র উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে প্রাপ্ত জিপিএ-এর যোগফল গ্রেড পয়েন্ট ৩.৫০ এর নিচে গ্রহণযোগ্য হবে না।
    • ২০২১ সালের পূর্বে এসএসসি/‘ও’ লেভেল উত্তীর্ণ শিক্ষার্থীদের আবেদন গ্রহণযোগ্য হবে না।

    ৫. বিশেষ নির্দেশনা:

    • সকলের জন্য জীববিজ্ঞান (Biology)-এ ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে; তা না হলে আবেদন অযোগ্য বলে বিবেচিত হবে।

    আবেদন প্রক্রিয়া

    ১. আবেদনের মাধ্যম:

    • আবেদন করতে হবে অনলাইনে: http://afmc.teletalk.com.bd
      ২. আবেদনপত্র পূরণ:
    • নির্ধারিত সময়সীমার মধ্যে সকল তথ্য প্রদান করতে হবে।
    • আবেদন প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন করার পর নির্দেশনা অনুসারে ভর্তির পরীক্ষা আয়োজন করা হবে।

    অন্যান্য শর্তাবলি

    • প্রার্থীর সকল প্রমাণপত্র সঠিক এবং নির্ভুল হতে হবে।
    • ভর্তির সময় নীতিমালা অনুসারে মেডিকেল বোর্ড কর্তৃক শারীরিক ও মানসিক পরীক্ষার জন্য যোগ্য হতে হবে।

    আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষা ২০২৪-২৫ আবেদনের শুরু

    আবেদন শুরু১০ ডিসেম্বর ২০২৪ মঙ্গলবার সকাল ১০ টা

    আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষা ২০২৪-২৫ আবেদনের শেষ তারিখ

    আবেদন শেষ২৭ ডিসেম্বর ২০২৪ শুক্রবার রাত ১১ টা ৫৯ মিনিট  

    আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষা ২০২৪-২৫ আবেদন ফি

    আবেদন ফি ১০০০ টাকা টেলিটকের মাধমে দিতে হবে।

    আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষা ২০২৪-২৫  আবেদন জমার ফি জমার শেষ তারিখ

    আবেদন ফি জমার শেষ তারিখ অনলাইনে আবেদনের সময় হতে পরবর্তী ২৪ ঘন্টা

    আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষা ২০২৪-২৫  প্রবেশপত্র ডাউনলোড তারিখ

    প্রবেশ পত্র ডাউনলোড তারিখ১৯-১-২০২৫ থেকে ২৩-১-২০২৫ পর্যন্ত 

    আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষা ২০২৪-২৫ ভর্তি পরীক্ষার তারিখ

    ভর্তি পরীক্ষা ২৪ জানুয়ারি ২০২৫ শুক্রবার সকাল ১০ টা হতে ১১ টা পর্যন্ত ১ ঘন্টা।

    আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ভর্তি ২০২৪-২৫ আবেদনের লিংক

    www.afmc.teletalk.com.bd এই ঠিকানায়।

    শারীরিক যোগ্যতা

    ক. এএফএমসি (AFMC)-এ ভর্তি হতে ইচ্ছুক প্রার্থীদের জন্য নিম্নলিখিত শারীরিক যোগ্যতা পূরণ করতে হবে:

    1. উচ্চতা:
      • বয়সের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।
    2. ওজন:
      • বডি মাস ইনডেক্স (BMI) অনুসারে ±২০ পাউন্ডের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে।
    3. ডোপ টেস্ট:
      • নেগেটিভ হতে হবে।
    4. দৃষ্টি শক্তি:
      • -৬/৬ চশমাসহ ±৩.৫ ডি এবং সিলিন্ড্রিক্যাল ±১.৫ ডি-এর মধ্যে থাকতে হবে।
      • কালার ব্লাইন্ডনেস (Colour Blindness) থাকলে অযোগ্য বলে বিবেচিত হবে।
    5. শারীরিক ত্রুটি:
      • Gross Physical Deformity বা দীর্ঘস্থায়ী অসুস্থতা থাকলে অযোগ্য বলে গণ্য হবে।
      • প্রার্থীর যদি পূর্বে কোনো মানসিক বা সঙ্ক্রমণজনিত অসুস্থতার ইতিহাস থাকে, তবে উপযুক্ত প্রমাণপত্র প্রদর্শন করতে হবে।

    খ. আর্মি মেডিকেল কলেজ:

    • ৫টি আর্মি মেডিকেল কলেজের প্রার্থীদের মেডিকেল বোর্ড কর্তৃক শারীরিক পরীক্ষা পাস করতে হবে।

    মূল্যায়ন প্রক্রিয়া

    এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নিম্নলিখিত পদ্ধতিতে প্রাপ্ত নম্বর নির্ধারণ করা হবে:

    1. এসএসসি/সমমান (জিপিএ × ১০): সর্বোচ্চ ৫০ নম্বর।
    2. এইচএসসি/সমমান (জিপিএ × ১০): সর্বোচ্চ ৫০ নম্বর।
    3. এমসিকিউ (MCQ) পরীক্ষার ফলাফল: সর্বোচ্চ ১০০ নম্বর।

    মোট নম্বর: ২০০


    আর্মড ফোর্সেস মেডিকেল ভর্তি পরীক্ষা পদ্ধতি/মানবন্টন

    লিখিত পরীক্ষা (MCQ পদ্ধতি) = ১০০ নম্বর। বিষয়ভিত্তিক নম্বর বিভাজন

    পরীক্ষার বিষয়নম্বর
    পদার্থবিদ্যা২০
    রসায়নবিদ্যা২৫
    জীববিদ্যা৩০
    ইংরেজী১৫
    সাধারন জ্ঞান (বাংলাদেশের ও আন্তর্জাতিক বিষয়াবলি)১০
    •  লিখিত পরীক্ষায় প্রতিটি ভুল উত্তর প্রদানের জন্য ০.২৫ নম্বর কর্তন করা হবে
    • লিখিত পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে নূন্যতম ৪০ নম্বর পেতে হবে।
    • লিখিত পরীক্ষায় ৪০ নম্বরের কম নম্বর প্রাপ্তরা অকৃতকার্য বলে গণ্য হবেন।
    • শুধুমাত্র কৃতকার্য পরীক্ষার্থীদের মেধাতালিকায় অন্তর্ভূক্ত করা হবে।

    আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪-২০২৫




    আরো দেখুন 

     আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ভর্তি যোগ্যতা ২০২৪-২৫ 

    আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ আসন সংখ্যা ২০২৪-২৫ 

    আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষার যোগ্যতা ২০২৪-২৫ 

    Tag:Armed Forces Medical College (AFMC) Admission 2024-25 All Information, আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪-২৫,আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ভর্তি তথ্য ২০২৪-২৫,আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ভর্তি যোগ্যতা ২০২৪-২০২৫,আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ আসন সংখ্যা  ২০২৪-২০২৫


    Any business enquiry contact us

    Email:-Educationblog24.com@gmail.com

    (সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)


                                   
    Previous Post Next Post


    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com


     

    কিভাবে আমাদের ওয়েবসাইট থেকে পিডিএফ ডাউনলোড করবেন এবং পাসওয়ার্ড কি দিবেন? বিস্তারিত জেনে নিন