আসছালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছেন? আবার ও তোমাদের মাঝে আরো একটি বিশ্ববি ভর্তি বিষয় সকল তথ্য ও ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২০২১ নিয়ে হাজির হয়েছি।আজকে আমরা আলোচনা করবো রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২০-২০২১ নিয়ে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তির সকল তথ্য পেতে আমাদের এই পোস্টটি ধৈর্য সহকারে পড়তে থাকুন।ইনশাআল্লাহ রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২০-২০২১ এর যা যা জানা প্রয়োজন সকল বিষয় জেনে যাবেন। তাহলে চলুন শুরু করা যাক।
প্রথম আমরা জেনে নেবো এই পোস্টে কি কি বিষয় নিয়ে আলোচনা করবো।তাহলে তোমাদের পোস্ট সম্পর্কে ধারনা হয়ে যাবে।
🎤রাবি ভর্তি পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে যারা দেখেন নাই দেখে নিবেন ।
রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২০২১
- আবেদন শুরু তারিখ
- আবেদন শেষ তারিখ
- প্রবেশপত্র ডাউনলোড তারিখ
- ভর্তি পরীক্ষা তারিখ
- আবেদন লিংক
- রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা ২০২০-২০২১
- ইউনিট পরিচিতি
- ফরমের মূল্য
- রাজশাহী বিশ্ববিদ্যালয় আসন সংখ্যা ২০২০-২০২১
- পরীক্ষার মানবন্টন
রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি ২০২০-২১ আবেদন শুরু তারিখ
প্রাথমিক আবেদন শুরু | ৭ মার্চ ২০২১ |
চূরান্ত আবেদন শুরু | ২৩ মার্চ ২০২১ |
রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি ২০২০-২১ আবেদন শেষ তারিখ
প্রাথমিক আবেদন শেষ | ১৮ মার্চ ২০২১ |
চূরান্ত আবেদন শেষ | ৩১ মার্চ ২০২১ |
রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি ২০২০-২১ প্রবেশপত্র ডাউনলোড তারিখ
Coming Soon
রাজশাহী বিশ্ববিদ্যালয় আবেদন ফি ২০২০-২১
রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২০-২১ ভর্তি পরীক্ষা তারিখ
- ১৪ জুন ২০২১ তারিখে C ইউনিট
- ১৫ জুন ২০২১ তারিখে A ইউনিট
- ১৬ জুন ২০২১ তারিখে B ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার রুটিন ২০২১
রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি আবেদন লিংক ২০২০-২১
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি আবেদন লিংক দেওয়া হলো দেখে নিন।
http://admission.ru.ac.bd/undergraduate / অথবা http://www.ru.ac.bd/
রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২০-২০২১
রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিট পরিচিতি ২০২০-২১
A Unit | মানবিকঃ কলা , আইন , সামাজিক বিজ্ঞান চারুকলা , শিক্ষা ও গবেষণা ইনিস্টিটিউট |
B Unit | ব্যবসায়ঃ মার্কেটিং , হিসাব বিজ্ঞান , ব্যবস্থাপনা হস্পিটালিটি ম্যানেজমেন্ট , ব্যবসায় প্রশাসন , |
C Unit | বিজ্ঞানঃ জীববিজ্ঞান , ভূ - বিজ্ঞান , কৃষি , প্রকৌশল আরাে অনেক অনুষদ রয়েছে । |
রাজশাহী বিশ্ববিদ্যালয় আসন সংখ্যা ২০২০-২০২১
A Unit | |
B Unit | |
C Unit |
রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা ২০২০-২০২১
আবেদনের নুন্যতম যােগ্যতা
এ (A) ইউনিট: মানবিক শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা শুধুমাত্র এ ইউনিটে আবেদন করতে পারবে। এই ইউনিটের আওতায় কলা, আইন, সামাজিক বিজ্ঞান ও চারুকলা অনুষদের ২৭টি বিভাগ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট আছে। আবেদনের জন্য এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.০০ সহ মোট জিপিএ ৭.০০ থাকতে হবে।
বি (B) ইউনিট: বাণিজ্য শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা শুধুমাত্র বি ইউনিটে আবেদন করতে পারবে। এই ইউনিটের আওতায় বিজনেস স্টাডিজ অনুষদের ৭টি বিভাগ ও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট আছে। আবেদনের জন্য এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ মোট জিপিএ ৭.৫০ থাকতে হবে।
সি (C) ইউনিট: বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা শুধুমাত্র সি ইউনিটে আবেদন করতে পারবে। এই ইউনিটের আওতায় বিজ্ঞান, কৃষি, প্রকৌশল, জীববিজ্ঞান, ভূবিজ্ঞান, ফিশারীজ এবং ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের ২৬টি বিভাগ আছে। আবেদনের জন্য এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ মোট জিপিএ ৮.০০ থাকতে হবে।
জিসিই O লেভেল পরীক্ষায় ৫টি বিষয়ে এবং A লেভেল পরীক্ষায় অন্ততঃ ২টি বিষয়ে উত্তীর্ণ হতে হবে এবং উভয় লেভেলে মোট ৭টি বিষয়ের মধ্যে ৪টি বিষয়ে কমপক্ষে B গ্রেড এবং ৩টি বিষয়ে কমপক্ষে C গ্রেড পেতে হবে। O লেভেল, A লেভেল এবং ইংলিশ ভার্সন (ন্যাশনাল কারিকুলাম) পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের প্রশ্ন প্রযোজ্য ক্ষেত্রে ইংরেজীতে অনুবাদ করা হবে। ইংরেজী প্রশ্নপত্রে পরীক্ষা দিতে ইচ্ছুক প্রার্থীকে তাঁর Application ID ও মোবাইল নম্বর উল্লেখসহ ৩১ মার্চ ২০২১ তারিখের মধ্যে অবশ্যই ইমেইল (ru_admission@ru.ac.bd) -এর মাধ্যমে জানতে হবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিট ভিত্তিক আবেদনের যোগ্যতা ২০২০-২০২১
মানবিকঃ SSC: 3.00 + HSC 3.00 | 7.00 পেতে হবে |
বানিজ্যঃ SSC: 3.50 + HSC 3.50 | 7.50 পেতে হবে |
বিজ্ঞানঃ SSC: 3.50 + HSC 3.50 | 8.00 পেতে হবে |
রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি ২০২০-২০২১ পরীক্ষার মানবন্টন ও পদ্ধতি
রাজশাহী বিশ্ববিদ্যালয় পরীক্ষা পদ্ধতি ২০২০-২০২১
- পরীক্ষা পদ্ধতি ও সময়সীমা:
বহুনির্বাচনি প্রশ্নোত্তর(MCQ) পদ্ধতিতে ১ ঘন্টা মেয়াদে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বহুনির্বাচনি প্রশ্ন থাকবে ৮০ টি। প্রতি প্রশ্নের মান ১.২৫। এতে ৫টি ভুল উত্তরের জন্য ১ নম্বর কাটা যাবে। পরীক্ষায় নূন্যতম পাস নম্বর হবে ৪০।
রাজশাহী বিশ্ববিদ্যালয় আবেদন পদ্ধতি ২০২০-২১
রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি ২০২০-২১ পরীক্ষার কিছু শর্ত যা জরূরী
- ভর্তি পরীক্ষায় ক্যাকুলেটর ব্যাবহার করা যাবে না
- ভর্তিতে বিভিন্ন কোটা রয়েছে যেমনঃ মুক্তিযােদ্ধা , ওয়ার্ড , উপজাতি , ক্ষুদ্র নৃগােষ্টি , প্রতিবন্ধি , দলিত ,। এইনিয়ে বিস্তারিত তথ্য পিডিএফ পরে পেয়ে যাবেন।
- যদি IBA তে পড়তে চাও তাহলেঃ বাণিজ্যের শিক্ষার্থী হলে ইংরেজী এম সি কিউ তে ১২ ও লিখিত পরীক্ষা ৮ মােট 20 এর মধ্যে কমপক্ষে ৮ নম্বর পেতেই হবে অন্য বিভাগঃ ইংরেজী এম সি কিউ ১৫ লিখিত ১৪ মােট ২৯ এর মধ্যে ১২ পেতেই হবে।
- যারা মানবিক ও বাণিজ্য শাখা থেকে C UNIT এ পরীক্ষা দিয়ে চান্স পাবে তাদের জন্যঃ শারীরিক শিক্ষা ও ক্রীয়া বিজ্ঞানঃ ১৬ জন / আসন ভূগােল ও পরিবেশঃ ২০ জন / আসন মনােবিজ্ঞানঃ ২২ জন । আসন।
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) নম্ভর বন্টন ২০২০-২০২১
১০০ নম্বরের বহুনির্বাচনি পরীক্ষায় প্রশ্নের সংখ্যা নির্ধারণ করা হয়েছে ৮০টি। তিন শিফটে অনুষ্ঠিত ১ ঘন্টা সময়সীমার এই পরীক্ষায় পাশ নম্বর নির্ধারণ করা হয়েছে ৪০। যেখানে প্রতিদিন তিনটি শিফটে ১৫ হাজার করে মোট ৪৫ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন। তিনটি ইউনিটে যার মোট সংখ্যা ১ লক্ষ ৩৫ হাজার।
নম্বর বণ্টন: ‘এ’ ইউনিট
এ- ইউনিট (কলা অনুষদ, আইন অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ ও চারুকলা অনুষদ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট)-এর প্রশ্নপত্রে ক, খ, গ ৩টি অংশ থাকবে। যেখানে-
ক. বাংলা- ৩০ নম্বর
খ. ইংরেজি- ৩০ নম্বর
গ. সাধারণ জ্ঞান- ৪০ নম্বর
মোট ১০০ নম্বর।
এ’ ইউনিট (মানবিক + বিভাগ পরিবর্তন)
১. বাংলা- ৩০ নাম্বার
২. ইংরেজি- ৩০ নাম্বার
৩. সাধারণ জ্ঞান- ৪০ নাম্বার।
মোট ১০০ নম্বর।
প্রাথমিক আবেদন থেকে ‘এ’ ইউনিটে ৪৫ হাজার (১৫,০০০ + ১৫,০০০ + ১৫,০০০) শিক্ষার্থী বাছাইয়ের পর মানবিক থেকে ৬০% এবং অন্য বিভাগ থেকে ৪০% শিক্ষার্থীর নির্ধারণ করা হবে।
নম্বর বণ্টন: ‘বি’ ইউনিট
বি’ ইউনিটে বাণিজ্য শাখা এবং অবাণিজ্য শাখার শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবেন। শুধু বাণিজ্য শাখা থেকে পরীক্ষার্থীদের নম্বর বণ্টন-
১. ইংরেজি- ২৫ নাম্বার
২. আইসিটি- ১৫ নাম্বার।
৩. হিসাববিজ্ঞান- ২৫ নাম্বার
৪. ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা- ২৫ নাম্বার
৫. বাংলা- ১০ নাম্বার
মোট ১০০ নম্বর।
অ-বাণিজ্য শাখার শিক্ষার্থীদের নম্বর বণ্টন
১. ইংরেজি- ৩০ নাম্বার
২. বাংলা- ২০ নাম্বার।
৩. সাধারণ জ্ঞান- ২৫ নাম্বার।
৪. আইসিটি- ২৫ নাম্বার।
মোট ১০০ নম্বর।
বিঃদ্রঃ ব্যবসা প্রশাসন ইনিস্টিউট (আইবিএ) বহুনির্বাচনি পরীক্ষায় ইংরেজিতে ২৫-এর মধ্যে নূন্যতম ১০ এবং অ-বানিজ্য শাখায় ইংরেজি ৩০-এর মধ্যে নূন্যতম ১২ পেতে হবে।
প্রাথমিক আবেদন থেকে ‘এ’ ইউনিটে ৪৫ হাজার (১৫,০০০ + ১৫,০০০ + ১৫,০০০) শিক্ষার্থী বাছাইয়ের পর ব্যবসা থেকে ৬০% এবং অন্য বিভাগ থেকে ৪০% শিক্ষার্থীর নির্ধারণ করা হবে।
নম্বর বণ্টন: ‘সি’ ইউনিট
এই ইউনিটে সকল বিভাগের শিক্ষার্থী পরীক্ষা দিতে পারবে। সেক্ষেত্রে শুধু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের নম্বর বণ্টন
‘ক’ শাখার বাধ্যতামূলক অংশ: পাশ নম্বর- ২৫
১. পদার্থ ২৫টি প্রশ্ন
২. রসায়ন ২৫টি প্রশ্ন
৩. আইসিটি ৫টি প্রশ্ন
‘খ’ শাখা ঐচ্ছিক অংশ হতে যে কোন ১টি উত্তর করতে হবে। পাশ নম্বর ১০
১. গণিত ২৫টি প্রশ্ন
২. জীব বিজ্ঞান ২৫টি প্রশ্ন
৩. গণিত + জীব বিজ্ঞান ২ টি প্রশ্ন থাকবে।
(বিঃদ্রঃ যারা গনিত + জীব বিজ্ঞান উভয় থেকে উত্তর করবে তারা বিজ্ঞানের সকল বিভাগের জন্য বিবেচিত হবে।)
অ-বিজ্ঞান শিক্ষার্থীদের নম্বর বণ্টন
১. বাংলা ২৫টি প্রশ্ন
২. ইংরেজি ২৫টি প্রশ্ন
৩. সাধারণ জ্ঞান/ভূগোল/মনোবিজ্ঞান- ৩০টি প্রশ্ন.
(বিঃদ্রঃ সকল প্রশ্নের মান ১.২৫ করে মোট ৮০টি প্রশ্নে ১০০ নম্বর।)
আরো দেখুন
Tag:rajshahi university admission circular 2020-21,রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২০-২১,rajshahi university admission 2020-21,রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২০২১,রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি ২০২০-২১,ru admission circular 2020-21
ভাইয়া বিজ্ঞান থেকে পাস করা স্টুডেন্টরা কি A ইউনিটে পরীক্ষা দিতে পারবে না?
ReplyDeleteঅর্থাৎ কমবাইন্ড কোনো ইউনিট আছে কি?
C unit er manbonton din plz..kon sub theke koyta ques hobe r kongulo sub must dagaite hbe??
ReplyDeleteনম্ভর বন্টন এড করা হয়েছে দেখতে পারেন
DeletePost a comment