এইচ এস সি হিসাববিজ্ঞান ১ম এবং ২য় পত্র সাজেশন ২০২০

এইচ এস সি হিসাববিজ্ঞান ১ম এবং ২য় পত্র সাজেশন ২০২০ 

এইচ এস সি হিসাববিজ্ঞান ১ম এবং ২য় পত্র সাজেশন ২০২০

                   💠➖পূর্ণাঙ্গ সাজেশন➖💠

👉মোট ১০টি অধ্যায়ের মধ্যে নবম অধ্যায় (আর্থিক বিবরণী) থেকে ২টি আবশ্যিক ‘ক’ বিভাগে দেওয়া থাকবে।
👉 ‘খ’ বিভাগে ৯টি প্রশ্নের মধ্যে থেকে ৫টি প্রশ্নের উত্তর দিতে হবে।

এইচ এস সি হিসাববিজ্ঞান ১ম পত্র সাজেশন ২০২০

 
🔴গুরুত্বপূর্ণ অধ্যায় :🔴
     💢১ম পত্রঃ💢

১। হিসাববিজ্ঞান পরিচিতি (হিসাব সমীকরণ)
এ অধ্যায় থেকে একটি প্রশ্ন থাকবে। এজন্য তোমরা দেখবে, কোনগুলো লেনদেন নয়, কোনগুলো বাকিতে লেনদেন, কোনগুলো অদৃশ্যমান লেনদেন ইত্যাদি। এখানে জাবেদা করতে বলতে পারে আবার বলতে পারে যে, আধুনিক পদ্ধতিতে লেনদেন গুলোর হিসাবখাত নির্ণয় কর। সর্বশেষ বলবে হিসাব সমীকরণে লেনদেনগুলো উপস্থাপন কর। যেভাবেই বলুক না কেন যদি তোমার যথার্থ প্রস্তুতি থাকে তাহলে অবশ্যই তুমি পারবে।
.
👉২➖ হিসাবের বইসমূহ (এ অধ্যায় থেকে ২টি প্রশ্ন আসবে—i. জাবেদা, ii. নগদান বই
এখান থেকে এক বা একাধিক প্রশ্ন থাকতে পারে। এখান থেকে জাবেদা, খতিয়ান, নগদান বই (তিনঘরা, দুইঘরা) ভালো করে দেখবে এছাড়াও নগদ প্রাপ্তি ও প্রদান জাবেদা ভালো করে দেখতে হবে।
.
👉৩➖রেওয়ামিল: এ অধ্যায়টি তুলনামূলকভাবে সহজ। তাই এর প্রশ্ন কোনভাবে যেন উত্তর দেয়া থেকে বাদ না যায়।
.
👉৪➖একতরফা দাখিলা পদ্ধতি:
এ অধ্যায় থেকেও প্রশ্নের উত্তর করা খুব একটা কঠিন হবে না।
.
👉৫➖কার্যপত্রঃ
যাদের কার্যপত্রের উপর ভালো ধারণা আছে তারা কার্যপত্র উত্তর দিতে পারো। এক্ষেত্রে সময়ের দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে।
.
🚩এছাড়াও প্রথমপত্রে ভালো করার জন্য দৃশ্যমান, অদৃশ্যমান
ও প্রাপ্য হিসাবের হিসাবসমূহ
অধ্যায়গুলো ভালো করে দেখতে হবে।
.........

এইচ এস সি হিসাববিজ্ঞান ২য় পত্র সাজেশন ২০২০   

.
এ পত্রেও অধ্যায় সংখ্যা ১০টি।
👉 ‘ক’ বিভাগে ‘যৌথ মূলধনী কম্পানির আর্থিক বিবরণী’ থেকে ২টি আবশ্যিক প্রশ্ন থাকবে।
👉 ‘খ’ বিভাগে ৯টি প্রশ্নের মধ্যে থেকে ৫টির উত্তর দিতে হবে।
.
গুরুত্বপূর্ণ অধ্যায় :
.
👉১➖অংশীদারী:
এ অধ্যায় থেকে একটি প্রশ্ন থাকবে। এখান থেকে নিশ্চয়তার অঙ্কগুলো এবং সমন্বিত মূলধনের অঙ্কগুলো ভালো করে বুঝে যাবে।
.
👉২➖যৌথমূলধনী কোম্পানীর মূলধন:
এটি সহজ অধ্যায়। এই অধ্যায় থেকে উত্তর অবশ্যই করবে।
.
👉৩➖নগদ প্রবাহ বিবরণিঃ
তুলনামূলক সহজ অধ্যায়। মিস করো না।
.
👉৪➖অনুপাত বিশ্লেষণঃ সুত্র জানা থাকলে কম সময়ে আনসার করে ফেলতে পারবে।
.
🚩এছাড়া
-উৎপাদন ব্যয় হিসাব (বেতন ও মজুরি)
-মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি
-ব্যবস্থাপনা হিসাববিজ্ঞান পরিচিতি।
অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ।

Tag:এইচ এস সি হিসাববিজ্ঞান সাজেশন ২০২০,  উচ্চ মাধ্যমিক হিসাববিজ্ঞান ২য় পত্র, হিসাব বিজ্ঞান ২য় পত্র প্রশ্ন, হিসাব বিজ্ঞান ২য় পত্র pdf, উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান ১ম পত্র, হিসাববিজ্ঞান ২য় পত্র pdf, hsc হিসাববিজ্ঞান ২য় পত্র, হিসাব বিজ্ঞান ২য় পত্র বই pdf, hsc হিসাববিজ্ঞান ২য় পত্র pdf, উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান ২য় পত্র pdf,  hsc accounting 2nd paper 2020, hsc accounting 2nd paper question 2020, hsc accounting 2nd paper question 2020, hsc accounting 2nd paper question 2020 dhaka board, hsc accounting 2nd paper pdf, hsc accounting 2nd paper board question 2020, hsc english 2nd paper question pattern, hsc accounting 2nd paper question 2018 dhaka board,হিসাববিজ্ঞান ২য় পত্রের সাজেশন, উচ্চ মাধ্যমিক হিসাববিজ্ঞান ২য় পত্র,এইচ এস সি হিসাববিজ্ঞান ১ম পত্র সাজেশন ২০২০,উচ্চমাধ্যমিক হিসাব বিজ্ঞান ১ম পত্র সাজেশন ২০২০,এইচ এস সি হিসাববিজ্ঞান সাজেশন, Hsc According 1st Paper Suggetion 2020        
                               
Previous Post Next Post


Any business enquiry contact us

Email:- Educationblog24.com@gmail.com

 



Any business enquiry contact us

Email:- Educationblog24.com@gmail.com

(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Facebook এবং Telegram পেজ)