শবে মেরাজের কতদিন পর রোজা শুরু হয়?

 

শবে মেরাজের কতদিন পর রোজা শুরু হয়?

শবে মেরাজ ইসলামের একটি গুরুত্বপূর্ণ রাত, যেটি ২৭শে রজবের রাতে পালন করা হয়। শবে মেরাজের পর সাধারণত ২৯ বা ৩০ দিন পর রমজান মাস শুরু হয়। এর পর শাবান মাস শুরু হয়, যা ২৯ বা ৩০ দিন হতে পারে। শাবানের পরে রমজান মাস শুরু হয়, যখন রোজা পালন শুরু হয়। চাঁদ দেখার ওপর নির্ভর করে এই তারিখ নির্ধারিত হয়।

হাদিস সম্পর্কে:

শবে মেরাজের প্রসঙ্গে সহীহ হাদিস থেকে জানা যায় যে, এই রাতে মহানবী মুহাম্মদ (সা.) মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় এবং সেখান থেকে সাত আসমান ভ্রমণ করেছিলেন। আল্লাহ তা’আলা এই সফরের সময় ৫ ওয়াক্ত নামাজ ফরজ করেন।

হাদিস: রাসুল (সা.) বলেন:

"আমাকে বুরাকে চড়িয়ে নিয়ে যাওয়া হয়েছিল।... তখন আল্লাহ আমাকে ৫০ ওয়াক্ত নামাজ ফরজ করেন। পরে তা কমিয়ে ৫ ওয়াক্তে নির্ধারিত হয়।"
(সহীহ বুখারি, হাদিস নং ৩২০৭; সহীহ মুসলিম, হাদিস নং ১৬২)

রমজানের রোজার প্রসঙ্গে কুরআনে বলা হয়েছে:
আল্লাহ বলেন:

"হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা পরহেজগার হতে পার।"
(সূরা আল-বাকারা: ১৮৩)

তাহলে, শবে মেরাজ এবং রমজান মাসের মধ্যে সরাসরি সম্পর্ক নেই। শবে মেরাজের পরবর্তী সময়ে, শাবান মাসের দিনগুলি শেষ হলে রমজানের রোজা শুরু হয়।


Tag:শবে মেরাজের কতদিন পর রোজা শুরু হয়


Any business enquiry contact us

Email:-Educationblog24.com@gmail.com

(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)


                               


Any business enquiry contact us

Email:- Educationblog24.com@gmail.com