সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়িয়ে ৩২ বছর: নতুন প্রজ্ঞাপন জারি

 সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়িয়ে ৩২ বছর নির্ধারণ করা হয়েছে। সম্প্রতি সরকারের একটি প্রজ্ঞাপনের মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। এখন থেকে বাংলাদেশ সিভিল সার্ভিসসহ অন্যান্য সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর থেকে বাড়িয়ে ৩২ বছর করা হয়েছে। তবে প্রতিরক্ষা ও আইনশৃঙ্খলা বাহিনীগুলোর ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকবে।

এই পরিবর্তন অনুযায়ী, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত সংস্থার ক্ষেত্রেও সংশ্লিষ্ট নিয়োগ বিধিমালা অনুযায়ী প্রয়োজনীয় অভিযোজন করে বয়সসীমা ৩২ বছর কার্যকর করা হবে। নতুন নিয়মে বিসিএস পরীক্ষায় একজন প্রার্থী সর্বোচ্চ তিনবার পরীক্ষায় অংশ নিতে পারবেন বলে জানা গেছে​।

সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

১৮ নভেম্বর ২০২৪

অধ্যাদেশ নং ১১, ২০২৪।--সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যানসিয়াল কর্পোরেশনসহ স্ব-শাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ অধ্যাদেশ, ২০২৪।




Any business enquiry contact us

Email:-Educationblog24.com@gmail.com

(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)


                               


Any business enquiry contact us

Email:- Educationblog24.com@gmail.com


 


 পিডিএফ ডাউনলোড কর‍তে সমস্যা হলে নিচের ভিডিওটি দেখুন